বর্তমানে কোভিড -১৯ নামক ভয়াল ব্যাধিটি একপ্রকার অসুর রূপে সমগ্র ভারতবর্ষ জুড়ে তাণ্ডব লীলা চালাচ্ছে । ইনফ্লুয়েঞ্জা, ডায়েরিয়া, বমি ইত্যাদি সাধারণ অসুখ ছাড়াও এই রোগের মূল সমস্যা হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে অক্সিজেনের অভাব । আর এই গ্যাসের অপ্রতুলতার কারণে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন । এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা এখন তুঙ্গে। অন্যদিকে আমাদের হাসপাতালে চিকিৎসা ব্যাবস্থা এবং বেডের অভাব ও পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, দেশের রাজ্য সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি অক্সিজেন সরবরাহের জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করেছেন ।
রাজ্য সরকারগুলির পদক্ষেপ -
গত ৫ই মে দিল্লি সরকার কর্তৃপক্ষ জানিয়েছেন বাড়িতে নিভৃতবাসে থেকেও রোগীদের অক্সিজেন সরবরাহ করা হবে । তবে এক্ষেত্রে রোগীদের সরকারী পোর্টালে আবেদন করা জরুরি, দিল্লিতে করোনা রোগী অক্সিজেন সরবরাহের জন্য আবেদন করার লিঙ্কটি হল - delhi.gov.in
উপরিউক্ত লিঙ্কটি খোলার পর 'online booking for refilling of oxygen cylinders-delhi government -corona relief' এই লিঙ্কটিতে ক্লিক করুন ।
এরপর রোগীর বৈধ ফটো আইডি কার্ড, আধার কার্ড, কোভিড পজিটিভ রিপোর্ট, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা ইত্যাদির রিপোর্ট আপলোড করার পর জেলা শাসক দ্বারা অনুমতি পাওয়ার পরই সরকারি তরফ থেকে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে ।
৭ই মে সংবাদপত্র মাধ্যম থেকে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ভারত সরকারকে আদেশ দেওয়া হয়েছে দিল্লিতে প্রতিদিন কমপক্ষে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে ।
করোনা মোকাবিলায় হেমন্ত সোরেন সরকার কর্তৃপক্ষ পিছুপা হননি । রাজ্যবাসীর কাছে অক্সিজেন সরবরাহের জন্য গত ৩রা মে সঞ্জীবনী বাহনের শুভ উদ্বোধন করেছেন। সঞ্জীবনী বাহন নামক যানটি অক্সিজেন সরবরাহের জন্য রাজ্যের রাজধানী শহর রাঁচি, জামশেদপুর , ধানবাদ ইত্যাদি বড় শহরগুলিতে ২৪x৭ উপলব্ধ রয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, টাটা স্টিল থেকে ঝাড়খণ্ড সরকারকে প্রত্যহ ৮০০মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
কলকাতা -
কলকাতায় ৭ই মে থেকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে oxygen on wheels নামক একটি বাহন পরিষেবা চালু করেছেন । কলকাতার যে কোনো অঞ্চল থেকে ৭০৪৪০৪১০১০ এবং ৭০৪৪০৪১০১৫ ফোন নম্বরে ফোন করে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পেতে পারেন ।
স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পদক্ষেপ -
তামিলনাড়ুর জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানিসশন (JITO) এবং গ্রেটার চেন্নাই কর্পোরেশন কর্তৃপক্ষ এই মহামারী নিরোধে oxygen on wheels পরিষেবা চালু করেছেন। JITO কর্তৃপক্ষ জানিয়েছেন তামিলনাড়ু রাজ্যের সমস্ত অঞ্চলের করোনা রোগীদের ২৪x৭ অক্সিজেন পরিষেবা প্রদান করা হবে । এই প্রসঙ্গে বিশদে জানতে ৯৪৩৪৩৪৩৪৩০ নম্বরে ফোন করে নিতে পারেন ।
গত ৩রা মে মহিন্দ্রা লজিসটিক্স নামক একটি সংস্থা মহারাষ্ট্রের প্রধান অঞ্চল যেমন মুম্বই, থানে, পুনে, পিম্পরী - চিনচ্চ্বাদ, চাকান, নাসিক, নাগপুর প্রভৃতি অঞ্চলে করোনা রোগীদের জন্য Oxygen on wheels পরিষেবার সূচনা করেছেন ।
আশা রাখি, খুব শীঘ্রই সমগ্র ভারতে অক্সিজেনের ঘাটতির সমস্যার সমাধান হবে এবং আমরা এই ভয়ানক রোগ থেকে মুক্তি পাব ।