ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন?

Tripoto
24th Aug 2021
Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 1/19 by Surjatapa Adak

২০২০ সালের মহামারীর কারণে বিশ্বজুড়ে অচলায়তনের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ একবছর গৃহবন্দি থাকার পর ২০২১ সালে গোড়ার দিক থেকেই মানুষ কিছুটা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। তবে এই ঘরবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার আগে RT- PCR রিপোর্ট কিংবা কোভিড ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করা প্রয়োজন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি ভারতীয় পর্যটন মন্ত্রক ২০২১ সালের শুরুর দিকে RT-PCR রিপোর্টের উপর আলোকপাত করলেও, বর্তমানে পর্যটন বিভাগ কোভিড টিকার দুইটি ডোজের প্রতি গুরুত্ব দিচ্ছেন। পর্যটন বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রুপীন্দর ব্রর সংবাদ মাধ্যম তরফে জানিয়েছেন, এই প্রসঙ্গে ১২ অগাস্ট নাগাদ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভারত সরকারের পর্যটন বিভাগ থেকে একটি আদেশও জারি করা হয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি RT-PCR নাকি ভ্যাকসিন কীসের উপর গুরুত্ব দিয়েছেন?

দিল্লি

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 2/19 by Surjatapa Adak

দিল্লিতে শুধুমাত্র দুইটি টিকা নেওয়া থাকলেই ভ্রমণ করা যাবে। তবে ভ্রমণকালে ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখা আবশ্যক। যেসমস্ত পর্যটকের দুইটি টিকা সম্পন্ন হয়নি তাদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR এর নেগেটিভ রিপোর্ট প্রয়োজনীয়।

গোয়া

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 3/19 by Surjatapa Adak

গোয়া ভ্রমণের আগে সমস্ত পর্যটকদের ভ্যাকসিন নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা পূর্বে RT-PCR এর নেগেটিভ রিপোর্টটি প্রয়োজন হবে ।

দিউ

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 4/19 by Surjatapa Adak

দিউ ভ্রমণের আগে বিদেশি পর্যটক, মহারাষ্ট্র এবং গুজরাটের পর্যটকদের ৭২ ঘণ্টা পূর্বে RT-PCR এর নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন। এছাড়াও অন্যান্য রাজ্যের জন্য শুধুমাত্র ভ্যাকসিনের দুইটি ডোজই যথেষ্ট।

গুজরাট

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 5/19 by Surjatapa Adak

গুজরাট ভ্রমণের জন্য সমস্ত পর্যটকদের ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন।

হিমাচল প্রদেশ

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 6/19 by Surjatapa Adak

এই রাজ্যেটি শুধুমাত্র ভ্যাকসিনের প্রতি আস্থা রেখেছে। ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেই পর্যটকরা এই রাজ্য ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গ

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 7/19 by Surjatapa Adak

পশ্চিমবঙ্গ ভ্রমণের জন্য ভ্যাকসিনের দুই ডোজই যথেষ্ট। তবে মুম্বই, পুনে, চেন্নাই এই অঞ্চলের পর্যটকদের ভ্যাকসিন নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা আগে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হবে ।

উত্তরাখণ্ড

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 8/19 by Surjatapa Adak

দেবভূমি উত্তরাখণ্ড ভ্রমণের জন্য ৭২ ঘণ্টা আগে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন। এছাড়াও এই রাজ্য দর্শনের জন্য পর্যটকদের E- Pass ও প্রয়োজনীয়। এই ই- পাসের জন্য http://smartcity.uk.gov.in/ এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

উত্তরপ্রদেশ

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 9/19 by Surjatapa Adak

এই রাজ্যে ভ্রমণের জন্য শুধুমাত্র ভ্যাকসিনই যথেষ্ট।

মহারাষ্ট্র

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 10/19 by Surjatapa Adak

মহারাষ্ট্র ভ্রমণের জন্য কোভিডের দুই টিকার প্রয়োজন হবে। তাই ভ্রমণের আগে ভ্যাকসিনের সার্টিফিকেট সাথে রাখতে কিন্তু ভুলবেন না।

তামিলনাড়ু

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 11/19 by Surjatapa Adak

তামিলনাড়ুতেও ভ্রমণের জন্য ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া থাকলেই যথেষ্ট। এক্ষেত্রে RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজন নেই।

রাজস্থান

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 12/19 by Surjatapa Adak

রাজস্থানে ভ্রমণের আগে পর্যটকদের ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টটি আবশ্যক।

পণ্ডিচেরি

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 13/19 by Surjatapa Adak

পণ্ডিচেরি ভ্রমণের জন্য কোভিড টিকার দুইটি ডোজই যথেষ্ট।

মধ্যপ্রদেশ

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 14/19 by Surjatapa Adak

ভ্যাকসিনের দুইটি ডোজ নেওয়া থাকলেই মধ্যপ্রদেশ ভ্রমণের অনুমতি রয়েছে।

কেরালা

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 15/19 by Surjatapa Adak

পর্যটকদের কেরালা ভ্রমণের জন্য কোভিড টিকা নেওয়া থাকলেও ৭২ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে পর্যটকদের ই- পাসের রেজিস্ট্রেশন করাও আবশ্যক । এই ই-পাসের জন্য jagratha portal ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন।

কর্ণাটক

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 16/19 by Surjatapa Adak

এই রাজ্য ভ্রমণের জন্য সমস্ত পর্যটকদের কমপক্ষে ভ্যাকসিনের ১টি ডোজ কিংবা ৭২ঘণ্টা পূর্বে RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন হবে। তবে মহারাষ্ট্র এবং কেরলের পর্যটকদের টিকাকরণ হলেও ৭২ঘণ্টা পূর্বে RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজনীয়।

জম্মু-কাশ্মীর

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 17/19 by Surjatapa Adak

এখানে ভ্রমণের জন্য ৪৮ ঘণ্টা পূর্বে RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন হবে।

পাঞ্জাব

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 18/19 by Surjatapa Adak

পাঞ্জাব ভ্রমণের জন্য কোভিডের দুই টিকার শংসাপত্র অথবা ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন।

ওড়িশা

Photo of ভারতের এক রাজ্য থেকে অন্যরাজ্যে ট্রাভেল করতে গিয়ে কোন কোন বিষয়গুলো মনে রাখবেন? 19/19 by Surjatapa Adak

ওড়িশা সরকার কর্তৃপক্ষের নতুন গাইডলাইন অনুযায়ী যেসমস্ত পর্যটকরা দুইটি টিকা গ্রহণ করেছেন তাদের আলাদা করে RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন হবে না। তবে ভ্রমণকালে ভ্যাকসিনের সার্টিফিকেটটি সাথে রাখা আবশ্যক।

ভ্রমণের আগে চটপট কোভিড সুরক্ষা সংক্রান্ত এই প্রয়োজনীয় তালিকাটি দেখে নিন আর বেরিয়ে পড়ুন আপনার ফেভারিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।

Further Reads