![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601425_img_3043.jpg)
information:
▶️ ব্লু মেরিন রিসোর্ট / Blue Marine Resort
সেন্টমার্টিন দ্বীপের ফেরি ঘাটের খুব কাছেই ব্লু মেরিন রিসোর্টের অবস্থান। ব্ল–মেরিন রিসোর্টের এসিযুক্ত ডাবল বেডরুমের ভাড়া ১৫০০০ টাকা এবং নন-এসি ৫০০০ টাকা, ট্রিপল রেডরুমের প্রতিটির ভাড়া ৩০০০ টাকা, ছয়জনের বেডরুমের ভাড়া ৪০০০ টাকা এবং দশজনের বেডরুমের ভাড়া ৫০০০ টাকা। যোগাযোগঃ 01817 060065
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601634_img_3038.jpg.webp)
▶️ কোরাল ভিউ রিসোর্ট / Coral View Resort
সেন্টমার্টিন জাহাজ ঘাটের বাম পাশে অর্থাৎ পূর্ব বীচ সংলগ্ন কোরাল ভিউ রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। কোরাল ভিউ রিসোর্টে সি ভিউ রুমের ভাড়া ২৫০০ থেকে ৬০০০ টাকা। যোগাযোগঃ 01980 004777, 01980 004778
▶️ প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট / Praasad Paradise Resort
সেন্টমার্টিন বাজারের ভেতর দিয়ে ব্লু মেরিন রিসোর্ট পার হয়ে আরো কিছুটা উত্তর দিকে এগিয়ে গেলে সুদৃশ্য প্রাসাদ প্যারাডাইস। বিভিন্ন ধরনের ১৬টি রুমের যেকোন একটি ভাড়া নিতে খরচ করতে হবে ২০০০-৫০০০ টাকা। যোগাযোগঃ 01995 539248, 01883 626003
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601647_img_3072.jpg.webp)
▶️ নীল দিগন্তে রিসোর্ট / Neel Digante Resort
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচের কোণাপাড়ায় অবস্থিত নীল দিগন্তে রিসোর্টটি জেটি থেকে বেশখানিকটা দূরে অবস্থিত। নীল দিগন্তে রিসোর্টের নানা ধরণের কটেজ টাইপ রুমে থাকতে খরচ হবে ১৫০০-৫০০০টাকা। যোগাযোগঃ 0173 005 1004
▶️ প্রিন্স হেভেন রিসোর্ট / Prince Heaven Resort
উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ১,৫০০-৩,৫০০ টাকা। যোগাযোগঃ 01995 539 246, 01883 626 002
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601662_img_3086.jpg.webp)
▶️ লাবিবা বিলাস রিসোর্ট / Labiba Bilas Resort
পশ্চিম বীচে অবস্থিত লাবিবা বিলাস রিসোর্টে রাত্রি যাপনের জন্য ৪৩ টি কক্ষ রয়েছে। আর এখানে থাকতে আপনাকে খরচ করতে হবে ৩৫০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ 01700 969 212, 01834 267 922
▶️ ড্রিম নাইট রিসোর্ট / Dream Night Resort
পশ্চিম বীচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রিযাপনের সুযোগ। এই রিসোর্টে থাকতে হলে আপনাকে খরচ করতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগঃ 01825 656326, 01730 235002
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601676_img_3170.jpg.webp)
▶️ সায়রী ইকো রিসোর্ট / Sayari Eco Resort
দক্ষিণ বীচে নজরুল পাড়ায় অবস্থিত সায়রী ইকো রিসোর্ট নান্দ্যনিকতা অনন্য। সায়রী ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির ১৮ টি রুমে ১৫০০ থেকে ৩০০০ টাকায় রাত্রিযাপনের সুযোগ রয়েছে। যোগাযোগঃ 01610 555500
▶️ সমুদ্র কুটির রিসোর্ট / Somudra Kutir Resort
সেন্টমার্টিনের দক্ষিণ বীচের কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে রাত্রিযাপনের জন্য ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা খরচ করতে হবে। যোগাযোগঃ 01858 222521
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601686_img_0935.jpg.webp)
▶️ ব্লু লেগুন রিসোর্ট / Blue Lagoon Resort
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে ২ থেকে ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে। ব্লু লেগুন রিসোর্টের প্রতি দিনের জন্য ভাড়া গুনতে হবে ১৫০০ থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ 01815 012306, 01755 028993
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601696_img_0943.jpg.webp)
▶️ পান্না রিসোর্ট / Panna Resort
পশ্চিম বীচে অবস্থিত পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া ১৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। যোগাযোগঃ ০১৭৬৫ ১৫২৫৬৫
▶️ সি টি বি রিসোর্ট / CTB Resort
পশ্চিম বীচে অবস্থিত সি টি বি রিসোর্টে রাত্রিযাপনের জন্য রুম ভাড়া লাগবে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত।যোগাযোগঃ 01701 741440
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601707_img_0966.jpg.webp)
▶️ সী প্রবাল রিসোর্ট / Sea Probal Resort : 01817 609829, 01756 208383
▶️ লাইটহাউজ রিসোর্ট / Lighthouse Resort : 01884-046480
▶️ মিউজিক ইকো রিসোর্ট / Music Eco Resort : 01713-339695
▶️ সীমানা পেরিয়ে রিসোর্ট / Shimana Periye Resort : 01911-121292
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601718_img_0985.jpg.webp)
এছাড়া কম খরচে থাকার জন্যে জেটি ঘাট থেকে বাজার পেরিয়ে সামনে গেলে কিছু কম খরচে থাকার হোটেল পাবেন। মৌসুম অনুযায়ী এখানকার ভাড়ার তারতম্য হয় তবে সাধারণত ৮০০-১২০০ টাকা হলে মোটামুটি ভাল রুম নেয়া যায়। এছাড়াও স্থানীয় অনেক বাড়িতে কম খরচে পর্যটকদের রাত্রিযাপনের সুব্যবস্থা আছে।
![Photo of Saint Martin Island - Travel Vlog-1 by Nazmul Hossain](https://static2.tripoto.com/media/filter/nl/img/817056/TripDocument/1546601731_img_1004.jpg.webp)
সেন্টমার্টিন দ্বীপের রিসোর্টের ভাড়া সাধারণত সিজন অনুযায়ী কমবেশি হয়ে থাকে। পিক সিজনে সাপ্তাহিক ছুটির দিন বা বিশেষ দিন গুলোতে ভাড়া একটু বেশি হয়ে থাকে। এছাড়া অন্য সময়ে রেগুলার ভাড়া উপর ডিসকাউন্ট থাকে। তাই প্রয়োজনে আপনাকে দরদাম করে রিসোর্ট ঠিক করতে হবে। সিজনে গেলে আগে থেকে রুম বুকিং দিয়ে যাওয়াটাই ভালো।