কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা...

Tripoto
Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 1/6 by Surjatapa Adak

দীর্ঘদিন বাড়ি থাকতে থাকতে ক্লান্ত? একটা লম্বা ছুটি কাটানোর ইচ্ছা হলেও মহামারীর কারণে এই ছুটি কাটানোর প্ল্যানটা চোপাট করতে হচ্ছে? তাহলে একটা ছোট্ট ছুটির ফাঁকে ঘুরে আসুন রায়চক।

রায়চক ঠিক কোথায় অবস্থিত?

Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 2/6 by Surjatapa Adak

রায়চক শহরটি দক্ষিণ ২৪পরগনা জেলায় ডায়মন্ড হারবারের খুব কাছেই অবস্থিত। কলকাতা থেকে মাত্র ৫০ কিমি অদূরের এই গঙ্গাতীরবর্তী শহরটির মধ্যে রয়েছে নদীমাতৃক শহরের অপরূপ সিন্গ্ধতা।

রায়চকের দর্শনীয় স্থান -

১. দ্য এফ ফোর্ট

Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 3/6 by Surjatapa Adak

রায়চকের প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু হল দ্য এফ ফোর্ট। এই ফোর্টটি মূলত ঔপনিবেশিক শাসনকালে নির্মিত। এখানে ওয়াচ টাওয়ার থেকে হুগলি নদীর একটা সুন্দর দৃশ্য-এর প্রত্যক্ষ করতে পারেন।

২. ডায়মন্ড হারবার লাইট হাউস

Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 4/6 by Surjatapa Adak

এই লাইট হাউসটি ফোর্টের খুব কাছেই অবস্থিত। এই লাইট হাউসটি বেশ কয়েক দশক আগে নির্মিত, যা বর্তমান দিনে ও কার্যকরী।

৩. চিংড়িকালী ফোর্ট

Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 5/6 by Surjatapa Adak

এই ফোর্টটি পর্তুগীজরা নির্মাণ করেন। কিন্ত দুর্ভাগ্যবশত পরিচর্যার অভাবে এই চিংড়িকালী ফোর্ট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রকৃতিকে উপভোগ করার জন্য এই স্থানটি আদৰ্শ।

এছাড়াও ডায়মন্ড হারবার শহর, জয়নগর, রামকৃষ্ণ মিশন আশ্রম ঘুরে আসতে পারেন।

কোথায় থাকবেন?

Photo of কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে রয়েছে উইকেন্ডের ছুটি কাটানোর সেরা ঠিকানা... 6/6 by Surjatapa Adak

পর্যটনের কারণে রায়চকে প্রচুর হোটেল উপলব্ধ রয়েছে। তবে এখানকার বিখ্যাত হোটেলগুলি হল- গঙ্গা কুটির, দ্য এফ ফোর্ট রায়চক, তরুছায়া ইত্যাদি। হোটেলে রাত্রিবাসের খরচ ২০০০ টাকা থেকে শুরু।

কখন যাবেন?

রায়চক ভ্রমণের জন্য ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি আদর্শ।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গাড়ি ভাড়া করে ৫০ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন রায়চক।

সপ্তাহান্তের ছুটি নিয়ে পরিবারের সকল সদস্যদের সাথে প্রকৃতি দর্শনের সুযোগটা কি আপনি মিস করতে চাইবেন?

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads