কলকাতার কাছাকাছি কোথাও ছুটির সন্ধান করছেন? তাহলে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পৌঁছে যেতে পারেন।এখানে বেশ অনেকগুলি পর্যটনস্থান গড়ে উঠলেও পুষ্পবন এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে।
গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল এই ডায়মন্ড হারবারটি ব্রিটিশ শাসন পূর্ববর্তী সময়ে হাজীপুর নামে পরিচিত ছিল। পরবর্তী কালে ব্রিটিশরা এই স্থানটিকে ডায়মন্ড হারবার নামে অভিহিত করেন। এখানে আপনি গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল ছাড়াও নদীমাতৃক পশ্চিমবঙ্গের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন।
পুষ্পবন
প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য ডায়মন্ড হারবার থেকে পুষ্পবন ঘুরে আসতে পারেন। এই স্থানটি মূলত পিকনিক স্পট হিসেবেই পরিচিত । আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার পর পুষ্পবনের কেল্লাগুলি দর্শন করে নিতে পারেন। এখানে মোট দুইটি কেল্লা রয়েছে - একটি কেল্লা পর্তুগিজদের এবং অপরটি ইংরেজদের দ্বারা নির্মিত কেল্লা। বর্তমানে এই দুইটি কেল্লাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও আপনি যদি ইতিহাসপ্রেমী হয়ে থাকেন, তাহলে সেই প্রাচীন ইতিহাসকে ফিরে দেখার জন্য এই স্থানটিকে বেছে নিতে পারেন।
অবস্থান
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার অঞ্চলে অবস্থিত পুষ্পবন।
ভ্রমণের সেরা সময়
পুষ্পবন ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তবে বছরের যে কোনও দিনই হঠাৎ করেই প্ল্যান করে আপনি বেরিয়ে পড়তে পারেন।
কীভাবে যাবেন?
কলকাতা থেকে গাড়ি ভাড়া করে ৫০ কিমি দূরত্ব অতিক্রম করে ঘুরে আসুন পুষ্পবন। তাহলে আপনি বেশ সহজেই রোড ট্রিপের আনন্দ উপভোগ করতে পারবেন।