উত্তরাখণ্ডের কৌশানি শহর ঘুরে দেখতে পারেন আপনিও...

Tripoto
Photo of উত্তরাখণ্ডের কৌশানি শহর ঘুরে দেখতে পারেন আপনিও... 1/2 by Surjatapa Adak

দেবরাজ্য উত্তরাখণ্ড নানান বর্ণময়তার সাক্ষী । প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই মানুষের আতিথেয়তাও বেশ চমকপ্রদ । ছোট্ট রাজ্য উত্তরাখণ্ডের কৌশানি শহর অনেকটা রূপকথার রাজ্যের মতো। তুষারশুভ্র হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ছোট্ট শহরের রূপসৌন্দর্য কিন্তু অতুলনীয় ।

অবস্থান

Photo of উত্তরাখণ্ডের কৌশানি শহর ঘুরে দেখতে পারেন আপনিও... 2/2 by Surjatapa Adak

কৌশানি শহরটি উত্তরাখণ্ড রাজ্যের বাগেশ্বর জেলায় অবস্থিত । সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা প্রায় ১৮৯০ মিটার। কুমায়ুন হিমালয়ের অন্তর্ভূক্ত এই শান্তিপ্ৰিয় ছোট্ট শহর থেকে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চচুল্লির একটা সুন্দর দৃশ্য লক্ষ্য করা যায় ।

দর্শনীয় স্থান -

১.অনাসক্তি আশ্রম বা গান্ধী আশ্রম

Photo of Gandhi Ashram Road, Kathghariya, Haldwani, Uttarakhand, India by Surjatapa Adak

১৯২৯ সালে মহাত্মা গান্ধী এই স্থানে ভ্রমণ করে অভিভূত হয়েছিলেন । কৌশানির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই শহরকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে আখ্যা দেন । পরবর্তী কালে গান্ধীজীর এই স্মৃতিবিজড়িত স্থানটিকে গান্ধী আশ্রমে পরিণত করা হয় । বর্তমানে এটি একটি রিসার্চ সেন্টার হিসেবে পরিচিত । এখানে গান্ধীজীর ব্যবহার্য বই এবং চিত্র সহযোগে একটি মিউজিয়াম ও নির্মাণ করা হয়েছে । পর্যটকদের জন্য এখানে থাকার ব্যবস্থাও রয়েছে । এই স্থান থেকে হিমালয়ের সাথে একাকী পরিচয়ের সুযোগও পেয়ে যাবেন।

২. বৈজনাথ মন্দির

Photo of Baijnath, Himachal Pradesh, India by Surjatapa Adak

কৌশানি থেকে ২০কিমি অদূরে অবস্থিত বৈজনাথ মন্দির । ১২শ শতকে গোমতী নদীর তীরে অবস্থিত এই বৈজনাথ মন্দিরটি মূলত একটি শিবমন্দির । পুরাণ অনুযায়ী ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয় গোমতী নদী এবং গরুর গঙ্গার সংযোগস্থলে। আর সেই সংযোগস্থলেই কাত্যুরী রাজা এই বৈজনাথ মন্দির নির্মাণ করেন । এখানে প্রধান শিব মন্দির ছাড়াও গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য, এবং ব্রহ্ম-এর মন্দির রয়েছে ।

৩. কৌশানি শাল ফ্যাক্টরি

Photo of Kausani Shawl Factory, Pingalkot, Dauni, Uttarakhand, India by Surjatapa Adak

কৌশানির শাল ফ্যাক্টরিটি ২০০২ সালে নির্মাণ করা হয় । এখানকার বিশেষত্ব কুমায়নী শিল্পকে কাজে লাগিয়ে শাল শিল্পের নতুনত্বের সৃষ্টি করা হয়েছে । এছাড়াও স্থানীয় অধিবাসীরাও জীবিকা হিসেবে বেছে নিয়েছেন শাল শিল্পকে ।

কী কী করবেন?

Photo of উত্তরাখণ্ডের কৌশানি শহর ঘুরে দেখতে পারেন আপনিও... by Surjatapa Adak

• দৈবিক রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন । বিশেষত এখান থেকে পড়ন্ত বিকেলে ত্রিশূল, নন্দাদেবী এবং পঞ্চচুল্লির একটা মোহনীয় রূপের সাক্ষী থাকতে পারেন ।

• ট্রেকিং করে আশেপাশের গ্রামগুলি ঘুরে পাহাড়ি গ্রামের জীবনযাপন দেখে মুগ্ধ হতে পারেন।

Photo of উত্তরাখণ্ডের কৌশানি শহর ঘুরে দেখতে পারেন আপনিও... by Surjatapa Adak

• এখানে নানা অচেনা পাখির সন্ধান পাবেন।

• কৌশানি শহরটি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে স্মৃতিচিহ্ন হিসেবে কিছু জিনিস কিনলে এই মানুষগুলোর অনেক সাহায্য হতে পারে।

কখন যাবেন?

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়টা কৌশানি ভ্রমণের জন্য উপযুক্ত ।

কোথায় থাকবেন?

ভারতের বিখ্যাত হিল স্টেশনগুলির মধ্যে কৌশানি অন্যতম । তাই অনলাইনে সার্চ করে এখানে বিভিন্ন বাজেটের হোটেল পেয়ে যাবেন ।

কীভাবে যাবেন?

বিমানে - ভারতের যে কোনও বিমানবন্দর থেকে পৌঁছে যান পান্থনগর বিমানবন্দর। সেখান থেকে গাড়ি ভাড়া করে ১৭০ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান গন্তব্যে ।

ট্রেনে - ভারতের যে কোনও বড়ো শহর থেকে পৌঁছে যান কাঠগোদাম স্টেশন । সেখান থেকে গাড়ি ভাড়া করে ১৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান পার্বত্য রাজ্য কৌশানি।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads