ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো...

Tripoto
Photo of ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো... 1/5 by Surjatapa Adak
শিল্পকৃতির নমুনা (ছবি সংগৃহীত)

ঐতিহ্যবাহী ভারত যেমন ঐতিহাসিকভাবে জনপ্রিয় ঠিক তেমনি সাংস্কৃতিকভাবে ও জনপ্রিয়তার স্থান করে নিয়েছে । ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে সংস্কৃতির পীঠস্থান বললে খুব ভুল হবে না । তবে ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পের জন্য ওড়িশার হেরিটেজ ক্র্যাফট ভিলেজ বলতে রঘুরাজপুর বিশেষভাবে পরিচিত ।

অবস্থান

রঘুরাজপুর গ্রামটি ওড়িশার বিখ্যাত তীর্থক্ষেত্র পুরীর শহর থেকে ১৪ কিমি অদূরে ভার্গবি নদীর দক্ষিণে অবস্থিত ।এছাড়াও ওড়িশার রাজধানী ভুবনেশ্বর শহর থেকে ভায়া চন্দনপুর হয়ে ও রঘুরাজপুর পৌঁছনো যায় ।

রঘুরাজপুর শহর সম্পর্কে কিছু তথ্য

Photo of ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো... 2/5 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

• ১৯৯৮ সালের এই গ্রামের শিল্প সংক্রান্ত একটি প্রজেক্ট -এর সূচনা করেন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ (INTACH) । প্রায় দুই বছরের রিসার্চ -এর পর ২০০০ সালে এই গ্রামটি একটি হেরিটেজ ক্র্যাফট গ্রাম হিসেবে পরিচিতি পায় ।

• বর্তমানে এই গ্রামটিতে মোট ১২০টি বাড়ি সহযোগে গোটা রঘুরাজপুর গ্রামে পরিণত হয়েছে ।

• সমগ্র গ্ৰাম জুড়েই পটচিত্র ছাড়াও মুখোশ, পাথরের মূর্তি, কাঠের খেলনা নির্মাণ এবং নির্মাণ প্রক্রিয়া দর্শনের সুযোগ থাকে ।

রঘুরাজপুরের দর্শনীয় স্থান

Photo of ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো... 3/5 by Surjatapa Adak
পটচিত্রের শৈল্পিক কৃতি ছড়িয়ে রয়েছে বিভিন্ন শিল্পে (ছবি সংগৃহীত)

রঘুরাজপুর গ্রামটিতে গ্রাম্য পরিবেশকে উপভোগ করা ছাড়াও এই গ্রামের হিন্দু মন্দিরগুলি যেমন - ভুয়াশুনি, রাধামোহন, গোপীনাথ, লক্ষীনারায়ণ, গৌরাঙ্গ দেবের মন্দির ভ্রমণ করে নিতে পারেন ।তবে এই গ্রামের জনপ্রিয়তা পটচিত্রের জন্যই । তাহলে এবার জেনে নেওয়া যাক পটচিত্র কী?

পটচিত্র কী?

Photo of ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো... 4/5 by Surjatapa Adak
শিল্প প্রদর্শন (ছবি সংগৃহীত)

রঘুরাজপুর গ্রামের মুখ্য শিল্প হলো - পটচিত্র । এই পটচিত্র শিল্পের আধার হলো রথযাত্রা উৎসব । আর বেশিরভাগ ক্ষেত্রেই এই পটচিত্র প্রভু জগন্নাথদেবকে উৎসর্গ করেই অঙ্কন করা হয় ।

পটচিত্রের বৈশিষ্ট্য

Photo of ওড়িশার এই শহরটির শিল্পকৃতিতে আপনিও চমকে যাবেন রীতিমতো... 5/5 by Surjatapa Adak
ছবি সংগৃহীত

সাধারণত পটচিত্র কোনও কাপড়ের উপর বা শুকনো তালপাতার উপর অঙ্কন করা হয়। অঙ্কনের ক্ষেত্রে প্রথমে চক এবং আঠার মিশ্রণে এক ধরণের রং নির্মাণ করে আঁকা হয় । এক্ষেত্রে পৌরাণিক দেব-দেবীর মূর্তি, গাছ-পালা, ফুল, পশু-পাখিই অঙ্কনরীতির প্রধান বিষয়বস্তু হয়ে থাকে। অনেক সময় ওড়িশার বিখ্যাত সম্বলপুরী শাড়িতেও পটচিত্র শিল্প অঙ্কন করা থাকে ।

কীভাবে যাবেন রঘুরাজপুর?

হাওড়া থেকে ট্রেনে চেপে পৌঁছে যান ভুবনেশ্বর কিংবা পুরী সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান গন্তব্যে ।

ভারতের এই লৌকিক সংস্কৃতি দ্বারা আপনি কতটা মুগ্ধ হলেন আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads