হয়তো প্রকৃতি এইভাবেই আমাদেরকে অপার বিস্ময় উপহার দেয়। ভারতবর্ষের সৃষ্টিই যেন হয়েছে প্রাকৃতিক বৈচিত্রের অতুলনীয় রূপকে আমাদের সামনে তুলে ধরতে। এমন একটি দেশ, যার সৌন্দর্য পাল্লা দেয় অপ্সরাদের লীলাভূমির সঙ্গে। দেশের বাকি তিনটি প্রান্তের মতোই, পূর্ব ভারতের একেবারে গভীরে লুকিয়ে রয়েছে তেমনি এক স্বর্গের হদিশ। এই অঞ্চলের বিরলতা, যা সযত্নে লালিত হয় নিস্তব্ধ নীরব শান্তির মাঝে, সত্যি আমাদেরকে বারে বারে আকর্ষিত করে।
উত্তর-পূর্ব ভারতীয় ভূখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুখের ভাষা কেড়ে নিতে বাধ্য। চট করে ঘুরে আসতে, আসুন একবার দেখেনি সেখানকার এই নজরকাড়া ছবিগুলি।
যেখানে মিথ আর রহস্য হাতছানি দেয় একসঙ্গে...
যেখানে অলস জীবনে উঁকি দেয় রোমাঞ্চের ঝলক।
যেখানে স্বর্গের রাস্তা শ্বেতশুভ্র...
যেখানে নাটকীয় জলপ্রপাত নিমেষে তলিয়ে যায় অতল গহীনে।
যেখানে ভারতের সর্ববৃহৎ গুম্ফায় পালিত হয় সাংস্কৃতিক লোকাচার।
যেখানে প্রকৃতি কখনই আপনাকে নিরাশ করবে না - পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান।
যেখানে পৃথিবীর সর্ববৃহৎ চা-উৎপাদন অঞ্চল আমাদের উপহার দেয় সকালবেলার চা।
যেখানে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক গুহার মধ্যে আপনি করতে পারেন অনুসন্ধান।
যেখানের প্রকৃতি শোনে অধিবাসীদের কথা।
যেখানে ঘুরতে যাওয়া মানে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া।
কাঞ্চনজঙ্ঘা!
যেখানে পৃথিবীর শান্ত শীতল চূড়ায় ওঠার নেশা হয়ে ওঠে অভিজানকারীদের জীবনের লক্ষ্য।
যেখানে আকাশের রূপ প্রতিফলিত হয় প্রকৃতির দিগন্ত ছোঁয়া আয়নায়।
অফুরণীয় বন্যপ্রাণীসম্পদ!
যেখানে আপনি দেখা পাবেন এদের..
.. বা এদের,
বা ভাগ্য সহায় থাকলে মিজোরামের ফনগফুই জাতীয় উদ্যানে দেখা পাবেন এদের!
যেখানে আপনার মর্নিং ওয়াক হবে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামে।
যেখানে লোকমুখের গল্পকথা যেমন ভয়ঙ্কর, তেমনই সুন্দর।
যেখানে রুক্ষ্ম গিরিখাতের মধ্যে স্ফটিকস্বচ্ছ জলাশয় সৃষ্টি করে গলিত হিমবাহ।
সুয়ালকুচি, আসাম!
যেখানে আপনার ক্যামেরার লেন্স আপনাকে নিয়ে যাবে অসাধারণ উপত্যকা থেকে চোখধাঁধানো বোটিং কম্পিটিশনের মধ্যে...
সিয়াং রিভার রাফটিং!
যেখানে খরস্রোতা জলের উচ্ছল প্রবাহ আপনাকে নিমেষে নিয়ে যাবে নতুন রোমাঞ্চের দেশে।
যেখানে নিবিড় বারিধারা প্রকৃতি মধ্যে নিয়ে আসে সৌন্দর্যের এক অন্য মাত্রা।
কারণ কিছু কিছু জায়গা দেখার থেকেও দরকার অনুভব করা।
যেখানে প্রাচীন উপজাতিদের দৈনন্দিন গ্রাম্য অকৃত্রিম জীবন যাত্রায় শামিল হওয়ার দরজা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্যে।
নাগাল্যান্ড!
কি, ভাবছেন সব দেখে নিয়েছেন? একবার নর্থ ইস্টের সঙ্গে নিজেই আলাপ করুন!