যারা বেড়াতে ভালোবাসেন তাঁদের পক্ষে বেশিদিন বাড়ি বন্দী হয়ে বসে থাকা সম্ভব নয়। কিন্তু বাড়ির বাইরে পা ফেলতে গেলেই চোখ রাঙাচ্ছে ভাইরাস। তবে তাই বলে কি আর দেশ ভ্রমণের সুখ থেকে দূরে থাকা যায়। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রেখে বেড়ানোর জন্য অনেকেই এখন বেছে নিচ্ছেন ক্যারাভান বা ভ্যানে করে বেড়ানোকে। এই ছোট্ট ভ্যান জেন চলমান একটি ক্যাম্প। ছোট্ট রান্নাঘর থেকে শোয়ার ব্যবস্থা সব আছে এখানে। হোটেলে থাকার খরচা নেই, এই রাজত্বে আপনি নিজেই মালিক নিজের। আপনিও যদি এবার বেড়িয়ে পড়তে চান তাহলে জেনে নিন ক্যারাভান ট্র্যাভেলের নানা খুঁটিনাটি।
কারা কারা ভাড়া দেয় ক্যারাভান
১) বেঙ্গালুরুর লাক্স ক্যাম্পার কোম্পানির ক্যাম্পারভ্যান ভাড়া নিলে খরচ পড়বে দুজনের জন্য ২৫ থেকে ৩০ হাজার। তবে দিন বাড়লে টাকাও বাড়বে। তবে এরা শুধুই কর্ণাটকে ট্রিপ করায়।
২০০ বর্গফিটের এই ভ্যানে থাকছে দুটি বেডরুম, বাথরুম ও রান্নাঘরের সুবিধা। থাকছে ওয়াইফাই ও বারবিকিউইয়ের সুবিধাও।
বুক করতে হলে ক্লিক করুন এখানে।
২) ওয়েকেশন অন হুইলস
২০১৬ সালে মুম্বইতে তৈরি হয়েছিল ওয়েকেশন অন হুইলস। মুম্বই, পুনে, নাগপুর, ভোপাল ও ইন্দোর থেকে এই ক্যারাভান বুক করা যায়।
দেশের তিরিশটি ক্যাম্পসাইটে এঁদের ক্যারাভান যায়। একটি ক্যারাভানে ৯ জন আরেকটিতে চারজন থাকার ব্যবস্থা আছে। শোয়া বসা ছাড়াও আছে বাথরুম ও এসি ও এলসিডি টিভির সুবিধাও। মাথাপিছু ২৫০০ টাকা পড়বে এখানে।
বুক করতে হলে ক্লিক করুন এখানে।
৩) মোটরহোম অ্যাডভেঞ্চার
দিল্লি, বেঙ্গালুরু, ভোপাল এবং মধ্যপ্রদেশের অন্য কয়েকটি শহর থেকে বুক করা যায় এই ভ্যান। যাওয়া যেতে পারে হিমাচল প্রদেশ, গোয়া, লাদাখ, রাজস্থান ও উত্তরাখণ্ডে।
অন্যান্য ভ্যানে যা যা ব্যবস্থা থাকে তার সঙ্গে এখানে বাড়তি পাওনা হচ্ছে একটি পার্টি ক্যারাভান, যেটাকে এরা বলছেন ক্লাব অন হুইলস। এখানে থাকছে বার, ডিজে ক্যাবিনেট, ডান্স ফ্লোর ও স্মোক রুমও। চারজনের ক্যারাভানে খরচ ১৪ হাজার/ রাত্রে।
যোগাযোগ করতে হবে ৯৮৭১০৬৩৯৮৪
এছাড়াও রয়েছে
ক্যারাভানে ভ্রমণের টিপস
১) ভ্যান শক্তপোক্ত কিনা দেখে নিন
২) রাস্তায় কেমন চলে বুঝে নিন
৩) ড্রাইভার কেমন মানুষ জেনে নিতে হবে
৪) ঠান্ডা জায়গায় গেলে গরম জলের ব্যবস্থা থাকতে হবে
৫) ভ্যানে ফার্স্ট এডের ব্যবস্থা থাকতে হবে।
৬) বাথরুম ছাড়া কোনও ভ্যান ভাড়া নেবেন না
৭) পানীয় জলের ব্যবস্থা যেন থাকে
৮) ওয়াইফাই যেন থাকে
ভারতের কয়েকটি বিখ্যাত ক্যাম্পসাইট
গোকর্ণ
হৃষীকেশ
হাম্পি
সকলেশপুর
জয়সলমীর
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।