মেঘের দেশে মেঘালয়াতে সেরে ফেলতে পারেন মধুচন্দ্রিমা...

Tripoto
Photo of মেঘের দেশে মেঘালয়াতে সেরে ফেলতে পারেন মধুচন্দ্রিমা... 1/1 by Aninda De
ছবি সংগৃহীত

মধুচন্দ্রিমায় ভ্রমণের বলতেই মাথায় আসে রোম্যান্টিক আর স্বপ্নে ঘেরা এমন কিছু ডেস্টিনেশন, যার নিরিবিলি সৌন্দর্যের উষ্ণ স্পর্শে পাওয়া যায় ভালোবাসার ছোঁয়া। নতুন জীবন, নতুন সংসার গড়ে তোলার এই মুহূর্তে আমরা চাই ছবির মতন সুন্দর কোনও জায়গায় হারিয়ে যেতে, যেখানে না থাকবে কোলাহল, না থাকবে ট্যুরিস্টদের ভিড়। ঠিক সেই রকম একটি জায়গা হল নর্থ ইস্ট ভারতবর্ষের মেঘালয় রাজ্যে। মেঘালয়ে আছে অত্যন্ত সুন্দর সুন্দর স্পট যা নতুন দম্পতিদের মন জয় করে নিয়ে বাধ্য। সাথে থাকবে একাধিক অ্যাক্টিভিটি, যা নিয়ে আসবে আপনাদের পরস্পরের কাছাকাছি।

মধুচন্দ্রিমায় মেঘালয়া : মাস্ট ভিসিট ডেস্টিনেশন কী কী

মিস করবেন না মেঘালয়ের এই দর্শনীয় স্থানগুলি

শিলং

আপনার যাত্রা শুরু করুন শিলং দিয়ে। মেঘালয়ের রাজধানী শিলং শহর হানিমুনের জন্যে পারফেক্ট ডেস্টিনেশন। পাহাড়ী আমেজের মধ্যে শপিং, খাওয়া দাওয়া তো আছেই, কাছে পিঠে রয়েছে অজস্র ট্যুরিস্ট স্পট যেখানে পৌঁছে যাওয়া যায় সহজেই। থাকতে পারেন পুলিশ বাজার সার্কেলের কাছে।

জোয়াই

শিলং থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্টের বিখ্যাত স্পট জোয়াই থেকে। এখানকার লালঙ লেক আর থাদলাসকেইন লেকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। নিরিবিলিতে একান্তে সময় কাটানোর জন্যে জোয়াইয়ের জুড়ি মেলা ভার।

তুরা

বছরের যে সময়েই যান না কেন, মেঘালয়ের তুরা কিন্তু আপনার জন্যে অপেক্ষা করছে সর্বদা হাসিমুখে। গারো পাহাড়ের পশ্চিম ঢালে অবস্থিত তুরাকে কেন্দ্র করে যেতে পারেন নকরেকেও। অজানা অচেনা মেঘালয় এক্সপ্লোর করতে চাইলে, তুরা থেকেই হোক অ্যাডভেঞ্চারের শুরু।

মসিনরাম

মসিনরাম বা মওসিনরাম ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বের অন্যতম সেরা হানিমুন ডেস্টিনেশন। মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতি ও পরিবেশের আদিম রূপের মেলবন্ধন এই স্থান সত্যিই অপরূপ। পাহাড়ি বৃষ্টির স্পর্শে প্রকৃতির সবুজ হয়ে সেজে ওঠার শ্রেষ্ঠ রূপ পাবেন এখানেই।

চেরাপুঞ্জি

মসিনরাম থেকে আরও একটু এগিয়ে এসে ঘুরে আসতে পারেন চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি বেস করে ঘুরে আসতে পারেন সোহরার ডবল ডেকার রুটব্রিজ বা উমঙ্গত নদীর তীর বা ন্যাচারাল কেভ এক্সপ্লোরেশন ট্যুর থেকে।

মেঘালয়ে অ্যাডভেঞ্চার ও অ্যাক্টিভিটি

আসুন দেখেনি মেঘালয়ে কোন কোন নতুন একটিভিটিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। মেঘালয়ে ভ্রমণের একটি বড় অংশ হল বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নেওয়ার সুযোগ।

রিভার রাফটিং

রিভার রাফটিং-এর আনন্দ নিন (ছবি সংগৃহীত)

Photo of মেঘের দেশে মেঘালয়াতে সেরে ফেলতে পারেন মধুচন্দ্রিমা... by Aninda De

খরস্রোতা নদীর মাঝে দিয়ে ছোট্ট রাফটে করে ভেসে যাওয়ার রোমাঞ্চ বোধহয় আর কোনও স্পোর্টসের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। দ্বকী নদীর জলে সুরক্ষিত এবং নিরাপদ উপায়ে এই খেলায় মেতে উঠতে পারেন আপনার প্রিয়জনের সাথে।

শিলং ডে ট্যুর

যদি চান অলসভাবে একটি দিন শিলং শহরে প্রিয়তম বা প্রিয়তমার সাথে কাটাতে, তাহলে সময় কাটান শহর ঘুরে, অসংখ্য ছোট্ট পাহাড়ি ক্যাফেতে দিন আড্ডা, আর লোকাল খাবার দাবার দিয়ে হয়ে যাক জমাটি লাঞ্চ বা ডিনার।

কায়াকিং

ফিরে আসি অ্যাডভেঞ্চারের মাঝে। শিলং শহরের উপপ্রান্তে রয়েছে বিশাল উমিয়াম লেক, যা একাধারে শিলংয়ের প্রাণকেন্দ্রও বটে। লেকের পাড়ে পিকনিক, বা লেকের জলে একান্তে কায়াকিং, করতে পারেন যা আপনার মর্জি।

ট্রেকিং

পাহাড়ী মেঘালয়ের অন্যতম আকর্ষণ হল এখান থেকে বেরিয়ে পড়তে পারেন ছোট বড় নানান ট্রেকে। মেঘালয়ের রুট ব্রীজ ট্রেকগুলি খুবই বিখ্যাত। চ্যালেঞ্জিং হলেও, বেশ মজাদার।

কখন যাবেন মেঘালয়ে

শীতকালে বা অক্টোবর থেকে জুন মাসের ভিতরে এখানে আবহাওয়া থাকে মনোরম এবং নিরাপদ। প্রচন্ড গ্রীষ্ম বা বর্ষাকাল এড়িয়ে চলা উচিত।

করোনা বিষয়ক নিয়মাবলী

কোভিড ১৯ এর প্রকোপের কারণে ভ্রমণ নির্দেশাবলী পরিবর্তনশীল। মাস্ক ব্যবহার করুন এবং ভ্যাক্সিন গ্রহণ করুন। ভ্রমণ করার আগে মেঘালয়ের তৎকালীন এন্ট্রি রুলসগুলি জেনে নিন।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads