ট্রেন যাত্রা নিয়ে আমাদের সকলেরই নানান অভিজ্ঞতা রয়েছে। বিশেষত ছেলেবেলায় ট্রেনে জানলার ধারে বসে মনে হতো আমি যেন বাস্তবতাকে পিছনে ফেলে দ্রুত এগিয়ে চলেছি । তাই এই সময় শিশু মনের মধ্যে একটা আনন্দ এবং উন্মাদনা মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতির উদ্রেক হত। আমার মনে হয় এই অনুভূতিটা ছেলেবেলায় কম বেশি সকলেই অনুভব করেছেন ।
এবার আসি যৌবনে ট্রেন যাত্রার কথায় । আবার ও ট্রেনের জানালার ধারের প্রসঙ্গ না আনলেই নয় । জানলার পাশে বসে একাকী ট্রেন যাত্রায় একটা মজা রয়েছে । জানলার ধারের সিটে বসে মনোরম হাওয়া গায়ে মেখে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছনোর মধ্যে যে রোমান্টিসিজম লুকিয়ে রয়েছে, সেটা একমাত্র ট্রেন যাত্রীরাই বোঝেন ।
তবে ট্রেন যাত্রার এই সুহানা সফরের মধ্যেও বেশ কিছু বিষয়বস্তুর অনুপস্থিতি আমরা অনুভব করি ।
১. খাদ্য
মানুষ মাত্রই খাদ্যপ্রেমিক। বিরিয়ানি থেকে চাইনিস ভালো খাবার সহযোগে ভুঁড়িভোজ না করা পর্যন্ত মানুষের মনে তৃপ্তি হয় না । কিন্তু ট্রেন যাত্রায় লোভনীয় খাবারগুলি সব সময় হাতের কাছে পাওয়া সম্ভবপর হয় না । তাই বেশিরভাগ সময়েই ট্রেন যাত্রার সময় স্টেশনের খাবার বা প্যান্টিকারের খাবারের অপেক্ষায় থাকতে হয় ।
২. পানীয়
ট্রেন জার্নির সময় বিভিন্ন ধরণের পানীয় স্বল্পতা আমরা অনুভব করি । কোল্ডড্রিঙ্কস বা লস্যি পাওয়া গেলেও সেগুলি নির্দিষ্ট সংখ্যকই পাওয়া যায় । তাই অনেক সময় জংশন স্টেশনের অপেক্ষায় থাকতে হয় । শুধু তাই নয়, ট্রেন যাত্রার সময় পানীয় জলের ঘাটতি ও আমরা সকলেই অনুভব করি ।
৩. সময়
ট্রেন যাত্রায় বেশ অনেকখানি সময় অতিবাহিত হয় । বিশেষত দূরের যাত্রায় বেশ কয়েকগুলি দিন ট্রেনেই কাটাতে হয় । তাই এই সময়ের কাজ গুলি পরিপূর্ণ না হওয়ায় মনের মধ্যে একটা আক্ষেপ রয়েই যায় ।
৪. বিনোদন
আমরা সকলেই অবসর সময়ে বিনোদনের মুখাপেক্ষী হয়ে থাকি । ট্রেন জার্নির সময়টা একপ্রকারের অবসর সময় হিসেবেই পরিগণিত হয় । কিন্ত হাতের কাছে ফোন থাকা সত্ত্বেও নেটওয়ার্ক এর অপ্রতুলতার কারণে বিনোদন থেকে বঞ্চিত হতে হয় ।
৫. ট্রেনের বাঙ্ক সিট
ট্রেনের সিটগুলি রাতকাটানোর জন্য যথেষ্ট হলেও আমরা কোথাও যেন বাড়ির শোয়ার বিছানাকে মিস করি । সেটা ট্রেনের সিটের কারণেই হোক কিংবা নিরাপত্তাহীনতার কারণেই হোক বাড়িতে থেকে রাতের শান্তির ঘুমটা ট্রেনে একেবারেই সম্ভব হয় না ।
ট্রেনে বসে আপনি কোন জিনিসটিকে ভীষণ মিস করেন? আমাদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ।