উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা...

Tripoto
Photo of উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা... 1/5 by Doyel Banerjee
প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হবেন আপনিও (ছবি সংগৃহীত)

ভাইরাস যত কমছে আর বাড়ছে, ঘরের আশেপাশে বেড়ানোর ইচ্ছে যেন তত বেশি মাথাচাড়া দিচ্ছে সবার। দূরে না যেতে পারি অন্তত কাছেপিঠেই কোথাও... এইভেবেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়ছেন অনেকেই। সেরকমই একটি ছোট্ট কিন্তু সুন্দর জায়গা হল উত্তরবঙ্গের লুংচু।

আনন্দের কথা হল এই যে এখন পর্যন্ত খুব বেশি পর্যটক লুংচুর কথা জানেন না। ফলে এখানে হইচই, ভিড়, কোলাহল কিছুই নেই বললেই চলে।

কোথায় এই লুংচু?

Photo of উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা... 2/5 by Doyel Banerjee
পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও (ছবি সংগৃহীত)

লুংচু কালিম্পঙে অবস্থিত। লাভা থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দিব্যি স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।

কী দেখব এখানে?

Photo of উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা... 3/5 by Doyel Banerjee
ঝরণার জলে শান্তি খুঁজতে পারেন (ছবি সংগৃহীত)

দু চোখ ভরে যদি প্রতিদিন মায়ের মতো প্রকৃতি আর ইশ্বরের মতো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে আর কি দেখার কিছু বাকি থাকে? লুংচু নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের রেঞ্জেই পড়ে। তাই অসংখ্য পাখি দেখার সুবর্ণ সুযোগ এখানে আছে। লুংচুকে কেন্দ্র করে আশেপাশে তাবাকোশি, বানকুলুং, বিজনবাড়ি, লামাগাঁও এগুলো ঘুরে দেখতে পারেন। পশ্চিমবঙ্গের উচ্চতম জলপ্রপাত চাঙ্গিও দেখে নিন টুক করে।

কীভাবে যাবেন

Photo of উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা... 4/5 by Doyel Banerjee
কাঞ্জনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও (ছবি সংগৃহীত)

নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে জিপ ভাড়া পাওয়া যায় এখানে আসার জন্য। আগে লাভা এসে সেখান থেকে আরেকটা গাড়ি নিয়েও আসতে পারেন।

কোথায় থাকবেন

Photo of উত্তরবঙ্গের ছোট্ট এই পাহাড়ঘেরা শহরটাই হয়ে উঠুক সপ্তাহ শেষের ছুটির কাটানোর সেরা ঠিকানা... 5/5 by Doyel Banerjee
নেচার রিসোর্ট (ছবি সংগৃহীত)

থাকতে পারেন লুংচু নেচার রিসোর্টে। থাকার খরচ পড়বে ২৫০০ থেকে ৪৫০০ এর মধ্যে। খাবার খরচ আলাদা। প্রতিদিন মেনু দেখে অর্ডার করতে পারেন বা মিল প্যাকেজ কিনে নিতে পারেন, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার থাকবে।

যোগাযোগ করুন ৯৮৩৬৭ ৪৯৯৪৯

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads