কলকাতা ভ্রমণে এসে মনের মতো হোটেলের সন্ধান করছেন? কিন্তু ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। এই ব্লগের সাহায্যে আপনি কলকাতা শহরের কিছু সেরা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান পেয়ে যাবেন।
তাহলে চটপট এই বাজেট ফ্রেন্ডলি হোটেলের তালিকাটি দেখে নিন..
১. হোটেল প্রেসিডেন্সি ইন
ব্যস্ততম শহর কলকাতায় ভ্রমণে এসে কলকাতার কেন্দ্রবিন্দুতে রাত্রিবাস করার জন্য বেছে নিতে পারেন হোটেল প্রেসিডেন্সি ইন। CCTV, লিফট সহ আধুনিকতায় পরিমণ্ডিত এই হোটেলের ঘরগুলি বেশ আরামদায়ক এবং প্রশস্ত। এছাড়াও এই হোটেলের রেস্তোরাঁর খাবারও বেশ সুস্বাদু।
খরচ - এই হোটেলের রাত্রিবাসের খরচ ২৫০০ টাকার মতো।
ঠিকানা - হোটেল প্রেসিডেন্সি ইন এর ঠিকানাটি হল - ২/১ মারকুইস স্ট্রিট, ভারতীয় জাদুঘরের বিপরীতে, কলকাতা- ৭০০০১৬।
২. বাসেরা গেস্ট হাউস
আপনি কি দক্ষিণ কলকাতার কোনও হোটেলে রাত্রিবাস করবেন বলে ভাবছেন? তাহলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন বাসেরা গেস্ট হাউস হোটেলটিকে। এই হোটেলটিতেও সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এই গেস্ট হাউসের রেস্টুরেন্টের খাবারগুলির মধ্যে রয়েছে জিভে জল আনা স্বাদ।
খরচ - এই হোটেলে রাত্রিবাসের খরচ ১৫০০ টাকার মতো।
ঠিকানা - বাসেরা গেস্ট হাউসের ঠিকানাটি হলো - ১২৮সি, মেঘনাদ সাহা সরণী, (সাউথর্ন এভিনিউ ) গোলপার্কের নিকটে, কলকাতা - ৭০০০২৯।
৩. হিমালয় ইন রেসিডেন্সি
সল্টলেক অঞ্চলে রাত্রিবাস করতে চাইলে হিমালয় ইন রেসিডেন্সিকে বেছে নিতে পারেন। ওয়াই-ফাই, যাবতীয় সুরক্ষাবিধির সমন্বয়ে গঠিত এই হোটেলের রুমগুলিতে ও রয়েছে আধুনিক সুযোগ- সুবিধা।
খরচ - এই হোটেলে রাত্রিবাসের খরচ ১৬০০ টাকার মতো।
ঠিকানা - মহিষবাথান সেক্টর ৫ সল্টলেক কলকাতা- ৭০০১০২।
৪.লেমন ট্রি প্রিমিয়ার
বর্তমান দিনে নিউ টাউন রাজারহাট জায়গাটি কলকাতায় বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই জায়গাটি বেশ খোলামেলা এবং নিলিবিলি। তাই মায়ানগরী কলকাতার সিন্গ্ধ রূপের প্রত্যক্ষদর্শী থাকতে পৌঁছে যেতে পারেন লেমন ট্রি প্রিমিয়ার। আধুনিকতায় পরিপূর্ণ এই হোটেলের নিজস্ব রেস্তোরাঁ থেকে শুরু করে স্পা এর ও সুলভ পরিষেবা রয়েছে।
খরচ - এই হোটেলে রাত্রিবাসের খরচ মোটামুটি ২০০০-৩০০০ টাকার মধ্যে।
ঠিকানা -বি জি - ৯, প্রিমিসেস নং - ৩০- ১১১১, রাজারহাট, কলকাতা - ৭০০১৫৬।
৫. কিউ- ইন
এসপ্ল্যানেড অঞ্চলে অবস্থিত এই হোটেলটি ও বাজেট ফ্রেন্ডলি হোটেল গুলির মধ্যে অন্যতম। কন্টাক্টলেস চেক-ইন, ওয়াইফাই, যথেষ্ট সুরক্ষা বিধি ছাড়াও এখানে অতিথিদের মনোরঞ্জনের জন্য ইন্ডোর গেমস এর ব্যবস্থা ও রয়েছে।
খরচ - এখানে রাত্রিবাসের খরচ - ২৫০০ - ২৭০০ টাকার মধ্যে।
ঠিকানা - ৩ স্যার নীল রতন সরকার রোড, ক্রিক রোড, কলকাতা - ৭০০০১৪।
৬. হোটেল প্ল্যাটিনাম
এই হোটেলটি বালিগঞ্জের একেবারে কেন্দ্রে অবস্থিত। ফ্রি ওয়াই-ফাই, আলাদা করে স্মোকিং রুম, সুরক্ষার জন্য CCTV ও ব্যবস্থা রয়েছে।
খরচ - এখানে রাত্রিবাসের খরচ - ১৬০০ টাকার মতো।
ঠিকানা - ১৪, সৈয়দ আমির আলি এভিনিউ, বেক বাগান, বালিগঞ্জ, কলকাতা - ৭০০০১৭।
কলকাতা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে ট্রিপোটো বাংলার পেজে নজর রাখুন। আর হ্যাঁ, কলকাতায় ভ্রমণ বিষয়ক যে কোনও রকম জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বাক্সে লিখে জানাতে পারেন।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।
আরও পড়ুন: কলকাতার সেরা রেস্তোরাঁ