![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 1/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630766391_44748355_2013105455422651_1364827172539346897_n_1_1280x720.jpg)
গ্রীষ্মের দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে বর্ষার আগমন ঘটেছে। বর্ষার হাত থেকে ছুটি পেতে সামনে আসছে শরৎকাল। শরৎকাল মানেই পুজো। আর পুজোর মধ্যে একটু ঘুরতে না গেলে একেবারে মন ভালো লাগে না। কিন্তু সমস্যা একটাই বর্তমানে পরিস্থিতিতে সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। তবে চিন্তা নেই। আপনার খুব কাছের কলকাতার মধ্যে এমন কিছু মনোরঞ্জনদায়ক পার্ক রয়েছে, যেখানে গিয়ে অনায়াসে আপনি সারাটা দিন কাটিয়ে আসতে পারবেন। তাহলে সেগুলো কী কী দেখে নেওয়া যাক-
নিক্কো পার্ক-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 2/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630765826_1f3001f0626cfe7ae97208298de4c36b.jpg)
কলকাতার একটি অন্যতম বিনোদন পার্ক হল নিক্কো পার্ক। এটির পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড নামে পরিচিত। সৌরশক্তি দ্বারা পরিচালিত এই পার্কটি সম্পন্ন দূষণমুক্ত। ভিন্ন মনোরঞ্জনকারী দোলনা রয়েছে। প্রতিটি দোলনায় চড়ার আগে প্রবেশেদ্বারে বিভিন্নরকমের চার্ট এবং বোর্ড লাগানো রয়েছে।
প্রবেশের সময়-
সকাল ১০.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত।
ঠিকানা-
সল্টলেক বাইপাস ঝিল মিল, সেক্টর 8, বিধাননগর, কলকাতা, পশ্চিমবঙ্গ- ৭০০১০৬
ইকো পার্ক-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 3/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630765983_eco_park_taj.jpg)
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৪৭৫ একর জমি নিয়ে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম এই উদ্যানটি। পাশে গিয়ে রয়েছে একটি জলাশয়, যার মধ্যে গড়ে উঠেছে ভাসমান একটি রেস্তোরাঁ। সুবৃস্তিত এলাকা নিয়ে গড়ে ওঠা পার্কের ভেতরে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের কিছু নমুনা। এছাড়াও রয়েছে পিকনিক করার জায়গা বিভিন্ন রকমের উদ্ভিদ ও মনোরঞ্জনদায়ক দোলনা।
প্রবেশের সময়-
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
ঠিকানা-
দেশবন্ধু নগর, কলকাতা, পশ্চিমবঙ্গ-৭০০১৫৬
স্নো পার্ক-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 4/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630766026_snow_world_hyderabad.jpg)
কলকাতার অ্যাক্সিস মলের ভিতরে কৃত্তিম বরফের গোলা দিয়ে তৈরি করা হয়েছে একটি বিনোদনপূর্ণ পার্ক। পার্কটি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য বেশ রোমাঞ্চকর কারণ বছরের যে কোনো সময় নগরবাসীরা এখানে এসে তুষারপাতের আনন্দ উপভোগ করতে পারেন।
প্রবেশের সময়-
সকাল ১১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত।
ঠিকানা-
অ্যাক্সিস মল, নিউটাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ- ৭০০১৫৬
মিলেনিয়াম পার্ক-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 5/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630766086_pegxvcyssqbr.jpg)
এটি হুগলি নদীর তীরে ২.৫ কিলোমিটারজুড়ে ব্যক্তিগত মালিকানাধীন উদ্যান। বিভিন্ন রকমের দোলনা এবং প্রাকৃতিক উদ্যানের সুসজ্জিত জায়গাটি বাচ্চাদের জন্য বেশ মনোরঞ্জনের।
প্রবেশের সময়-
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত।
ঠিকানা-
স্ট্র্যান্ড রোড, ফেয়ারলে প্লেস, বিবাদী বাগ, কলকাতা পশ্চিমবঙ্গ-৭০০০০১
অ্যাকোয়াটিকা-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 6/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630766195_aquatica_3_e1507187436365_810x565_20180529140339.jpg)
৭৫০০০ বর্গফুট অঞ্চল জুড়ে বিস্তৃত কলকাতার অন্যতম ওয়াটার থিম পার্ক। সুসজ্জিত এই ওয়াটার পার্কে বিভিন্ন রকমের থিমযুক্ত রাইড লাইট অল বিনোদন মূলক কার্যক্রম রয়েছে। সূর্যের তপ্ত থেকে একটু স্বস্তি পাওয়ার আশায় আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই এই জায়গায় শান্তি খুঁজে নিতে আসেন।
প্রবেশের সময়-
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।
ঠিকানা-
রাজারহাট টাউনশিপ, কলকাতা, পশ্চিমবঙ্গ-৭০০১৫৬
সাইনসিটি-
![Photo of কলকাতার আশেপাশে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো ঘুরে ফেলুন চটপট... 7/7 by Deya Das](https://static2.tripoto.com/media/filter/nl/img/1310668/TripDocument/1630766267_science_city_kolkata_entry_fee_timings_holidays_reviews_header.jpg)
১৯৯৭ সালের জুলাই মাসে উদ্বোধন হওয়া ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র, যার আকৃতি অনেকটা গম্বুজের মত। বিজ্ঞান কেন্দ্রটির ভেতরে রয়েছে বিভিন্ন রকম বিজ্ঞানসম্মত মজার তথ্য।
প্রবেশের সময়-
সকাল ৯টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।
ঠিকানা-
মিরানিয়া গার্ডেন্স, পূর্ব তোপসিয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ- ৭০০০৪৬
এগুলো ছাড়াও নলবন বোটিং পার্ক, ওয়েট-ও-ওয়ার্ল্ড ওয়াটার পার্কও ঘুরে দেখতে পারেন।