বর্তমান সময়ে ভ্রমণপ্ৰিয় মানুষরা কোভিড পরিস্থিতির কারণে শহর থেকে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থেকে কিছু সময়ের জন্য বিরত থাকছেন । কিন্তু একটানা কর্মব্যস্ত জীবন এবং রোগগ্রস্থ পরিস্থিতিতে মানুষ হাঁফিয়ে উঠেছেন । তাই এমন পরিস্থিতিতে ভ্রমণপ্ৰিয় মানুষ স্টেকেশনকে বেছে নিচ্ছেন। কলকাতা শহরে স্টেকেশনের জন্য অনেক হোটেল বর্তমান আছে । তবে বিলাসবহুল ৭ষ্টার হোটেলে স্টেকেশনের অভিজ্ঞতাটা অবিশ্বাস্য ।
হ্যাঁ ঠিক ধরেছেন কলকাতা শহরের ৭ষ্টার হোটেল বলতে আমি আই. টি. সি রয়্যাল বেঙ্গলের কথাই বলছি । হোটেলের বাইরের দৃশ্যটা অনেকটা রাজপ্রাসাদের মতো । তবে শুধুমাত্র বাহ্যিক দৃশ্য নয় অন্দরসজ্জার ক্ষেত্রেও একটা রাজকীয় আমেজ রয়েছে । এছাড়াও এই হোটেলে বাঙালিয়ানার নরম স্পর্শ লক্ষ্য করা যায় ।
রয়্যাল বেঙ্গলের ব্যবস্থাপনা -
১. টাওয়ার এক্সক্লুসিভ -
এই কক্ষগুলির মূল বৈশিষ্ট্য হল -ট্যাবের ব্যবহার । এখানে ট্যাবের মাধ্যমে প্রবেশদ্বার খোলা এবং বন্ধ করা, লাইটিং অপারেটর ইত্যাদির ব্যবস্থা রয়েছে । এছাড়াও আধুনিক সুযোগ- সুবিধা যেমন কাজ করার টেবিল চেয়ার, বাথটাব ইত্যাদি উপলব্ধ আছে ।
খরচ - টাওয়ার এক্সক্লুসিভ এর কক্ষগুলিতে রাত্রিবাসের খরচ - ১১,০০০ টাকার মতো ।
২. ১ কক্ষবিশিষ্ট এপার্টমেন্ট
এই এপার্টমেন্ট গুলিতেও ট্যাবের ব্যবহারের মাধ্যমে সুযোগ সুবিধা উপভোগ করা যায় । প্রায় ১০০১ বর্গফুট অঞ্চল জুড়ে ১টি কক্ষ এবং কুইন সাইজ শয্যাবিশিষ্ট এপার্টমেন্ট তৈরি করা হয়েছে । এছাড়াও এই এপার্টমেন্টে একটি নির্দিষ্ট লিভিং রুম ও রয়েছে ।
খরচ - এই এপার্টমেন্ট- এ রাত্রিবাসের খরচ - ১১,৩০০ টাকার মতো ।
৩. ITC ওয়ান
এই ডিলাক্স কক্ষ থেকে কলকাতা শহরের একটা সুন্দর দৃশ্য -এর সম্মুখীন থাকতে পারেন । লিভিং রুমসহ এই কক্ষ গুলি প্রায় ৭৩২ বর্গফুট অঞ্চল জুড়ে গঠিত ।
খরচ - এই কক্ষ এ রাত্রিবাসের খরচ - ১১,৩০০ টাকার মতো ।
৪. ২ কক্ষবিশিষ্ট এপার্টমেন্ট -
প্রায় ১৩৯৯ বর্গফুট অঞ্চল পরিবেষ্ঠিত এই এপার্টমেন্টটে দুইটি কুইন সাইজ শয্যা রয়েছে । এছাড়াও সমস্তরকম আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এই এপার্টমেন্টটে একটি লিভিং রুম ও রয়েছে ।
খরচ - ২ শয্যাবিশিষ্ট এপার্টমেন্ট রাত্রিবাসের খরচ ১৫,০০০ টাকার মতো ।
৫. লাক্সরি স্যুট -
অতিথিদের জন্য এই লাক্সরি স্যুটটি কেবলমাত্র শনিবার এবং রবিবারই উপলব্ধ রয়েছে । ১০৫৪ বর্গফুট অঞ্চল জুড়ে নির্মিত এই স্যুটটি আধুনিকতায় পরিপূর্ণ । এছাড়াও কমপ্লিমেন্টারি নন- অ্যালকোহলিক পানীয়ের সুব্যাবস্থা আছে ।
৬. গ্র্যান্ড
এটি মূলত প্রেসিডেন্সিয়াল স্যুট। ৩০১ বর্গমিটার অঞ্চল পরিবেষ্ঠিত এই স্যুটটিতে ১টি কিং সাইজ শয্যা এবং লৌঞ্জ এর সুযোগ সুবিধা রয়েছে ।
ITC রয়্যাল বেঙ্গলের রেস্তরাঁ প্রসঙ্গে কিছু তথ্য -
আপনি যদি খাদ্যরসিক মানুষ হন তাহলে স্টেকেশন না করেও রকমারি খাদ্যের স্বাদ চেখে দেখতে পারেন । এখানে আপনি বিশ্বের জনপ্রিয়
খাদ্যগুলি খাওয়ার সুযোগ পেয়ে যাবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি রয়্যাল বেঙ্গলের বিখ্যাত রেস্তোরাঁগুলি হলো -
• রয়্যাল ভেগা -
এই লাক্সরী রেস্টুরেন্টটি শুধুমাত্র নিরামিষ খাদ্যপ্রেমীদের জন্যই নির্মিত ।
• ওত্তিমো কুসিনা ইতালিয়ানা -
এই রেস্টুরেন্টটি মূলত ইতালীয় খাদ্য - পিজা, পাস্তার জন্য বিখ্যাত ।
• গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন
এই রেস্তরাঁটি বুফের আদলে নির্মিত । এখানে মোট ৬টি ভিন্ন খাদ্যের বিশালকার স্টল রয়েছে ।
• দ্য ব্রাস রুম
দ্য ব্রাস রুম মূলত একটি রেস্তরাঁ কাম বার হিসেবে পরিচিত ।
• দার্জিলিং লাউঞ্জ
দার্জিলিং এর বিখ্যাত চা এবং স্নাক্স চেখে দেখতে পৌঁছে যেতে পারেন দার্জিলিং লাউঞ্জ।
উপরিউক্ত রেস্তরাঁগুলিতে খাদ্যের স্বাদ চেখে দেখার জন্য হোটেলের বুকিং ওয়েবসাইট থেকে আগে থেকে টেবিল বুক করতে হবে ।
কোভিড নিয়মাবলী -
যেহেতু এটি কলকাতার প্রসিদ্ধ হোটেলগুলির মধ্যে অন্যতম তাই এই এখানে করোনা সম্পর্কিত নিয়মাবলী খুবই কড়াকড়ি । তাই এই হোটেলে প্রবেশের আগে যথাযতভাবে মাস্ক পড়া, দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজনীয় ।
ঠিকানা - ১জেবিএস হ্যালডান এভিনিউ, কলকাতা,৭০০০৪৬…