২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন...

Tripoto
Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 1/13 by Surjatapa Adak

২০২০ সালে গৃহবন্দি থাকার পর ২০২১ সালে ভ্যাকসিন হয়ে গেলেও কোথায় ভ্রমণে যাবেন স্থির করতে পারছেন না? তাহলে আপনার রাশিফল অনুযায়ী কোন স্থানটি এই বছরে ভ্রমণের জন্য সুখকর হবে এই ব্লগের সাহায্যে জেনে নিন ।

১. কুম্ভরাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 2/13 by Surjatapa Adak

কুম্ভরাশির জাতক জাতিকারা মূলত স্বতন্ত্রভাবে ভ্রমণ করতে পছন্দ করেন । একাকী ভ্রমণের জন্য মানুষ সাধারণত অফবিট স্থানকে বেছে নেন । তাই কুম্ভরাশির জাতক জাতিকারা ছুটি কাটানোর জন্য পৌঁছে যেতে পারেন তামিলনাড়ুর ভাল্পরাই শৈলশহরে । এখানে আপনি অ্যাডভেঞ্চার ট্রেক করে পার্বত্য সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেন, এছাড়াও কুলাঙ্গল নদী এবং মাঙকি জলপ্রপাত দর্শন করে নিতে পারেন।

২. মীনরাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 3/13 by Surjatapa Adak

মীন রাশির জাতক জাতিকারা প্রধানত ইতিহাসপ্রেমী হয়ে থাকেন । ইতিহাসকে ফিরে দেখার জন্য পৌঁছে যান রাজস্থানের রাজধানী শহর জয়পুরে । এখানে আপনি রাজপুতদের স্মৃতিচিহ্ন হিসেবে দর্শন করে নিতে পারেন রাজস্থানের ঐতিহাসিক ফোর্ট, রাজস্থানী মার্কেট, ইত্যাদি ।

৩. মেষ রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 4/13 by Surjatapa Adak

মেষ রাশির জাতক জাতিকারা অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন । তাই অ্যাডভেঞ্চারকে উপলব্ধি করতে পৌঁছে যান শৈল শহর মানালিতে । সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৫০ মিটার উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের মানালি শহরে আপনি হিমালয় দর্শন করা ছাড়াও সোলাং ভ্যালিতে স্কি,পার্বতী ভ্যালির ট্রেকিং, রিভার ক্রসিং, রাফটিং, রাপেলিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারেন ।

৪. বৃষ রাশি -

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 5/13 by Surjatapa Adak

এই রাশির জাতক জাতিকারা সপরিবারে ভ্রমণ পছন্দ করেন । আর তাই সপরিবারে ভ্রমণের জন্য উটি শৈল শহরকে বেছে নিতে পারেন । এককথায় সপরিবারে ভ্রমণের জন্য উটি স্থানটি আদর্শ । উটির বিখ্যাত ভ্রমণস্থানগুলি হল - বোটানিক্যাল গার্ডেন, দোদ্দাবেত্তা পিক, কামরাজ সাগর ড্যাম ইত্যাদি ।

৫. মিথুন রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 6/13 by Surjatapa Adak

গোয়ার ক্যান্ডোলিম শহরটি বার হপিং এর জন্য বিশেষভাবে বিখ্যাত । যেহেতু মিথুন রাশির জাতক জাতিকারা নতুনত্বের সন্ধানী হন, তাই ক্যান্ডোলিম ভ্রমণ মিথুন রাশির জন্য আদর্শ ভ্রমণ স্থান হতে পারে। গোয়ার বিখ্যাত ভ্রমণস্থান গুলি হলো -ওল্ড লাইট হাউস টাওয়ার, আগুন্ডা ফোর্ট, সিংকোয়েরিম ফোর্ট ইত্যাদি ।

৬. কর্কট রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 7/13 by Surjatapa Adak

এই রাশির জাতক জাতিকারা নতুন নতুন মানুষের সাথে আলাপচারিতা করতে ভালোবাসেন এবং এরা অন্যদের প্রতি যত্নবান থাকতে ও পছন্দ করেন । খোলামেলা মনের মানুষদের ভ্রমণের জন্য একমাত্র খোলামেলা স্থানই আদৰ্শ ভ্রমণ স্থান হতে পারে । তাই কর্কট রাশির জাতকরা মহারাষ্ট্রের মহাবালেশ্বর শহরকে ভ্রমণের জন্য বেছে নিতে পারেন । এখানে আপনি ম্যাপ্র গার্ডেন, ভেন্না লেক দর্শন করে নিতে পারেন ।

৭. সিংহ রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 8/13 by Surjatapa Adak

সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী প্রকৃতির হয় ।তাই অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ পৌঁছে যেতে পারেন পশ্চিমবঙ্গের কালিংপঙ- এ ।এখানকার বিশেষভাবে জনপ্ৰিয় ভ্রমণস্থানগুলি হল - নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, ক্যাকটাস নার্সারি,মর্গ্যান হাউস । এছাড়াও স্কাইড্রাইভিং এবং প্যারাগ্লাইডিং -এর জন্য দূরপিন দাড়া হিলকে বেছে নিতে পারেন ।

৮. কন্যারাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 9/13 by Surjatapa Adak

এই রাশির জাতক জাতিকাদের জন্য সিকিমের গ্যাংটক শহরটি আদৰ্শ ভ্রমণস্থান হতে পারে । কন্যারাশির জাতক জাতিকারা মূলত সরল মনের অধিকারী হন । তাই সরল মনের মানুষদের জন্য পাহাড়ী সারল্যকে উপভোগ করার জন্য গ্যাংটক যথার্থ স্থান হয়ে উঠবে তা বলাই বাহুল্য । গ্যাংটকের বিখ্যাত ভ্রমণস্থানগুলি হলো - ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, এম. জি মার্গ ইত্যাদি ।

৯. তুলা রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 10/13 by Surjatapa Adak

তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত রোমান্টিকতায় বিশ্বাসী হন । তাই রাজকীয় আমেজে প্রকৃতির রোমান্টিকতাকে উপভোগ করার জন্য পৌঁছে যান রাজস্থানের উদয়পুরে । এই লেক পরিবেষ্ঠিত শহরের উপভোগ্য বিষয়বস্তু হলো - লেক পিছোলাতে নৌকাবিহার, ফতেহ প্রকাশ প্যালেস থেকে সূর্যাস্তের অসাধারণ রূপদর্শন। আর পরিশেষে অম্বরাই ঘাটে একটা রোমান্টিক ডিনার ডেটের প্ল্যান করতেই পারেন ।

১০. বৃশ্চিক রাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 11/13 by Surjatapa Adak

এই রাশির জাতক জাতিকাদের জন্য হায়দ্রাবাদ শহরটি আদৰ্শ ভ্রমণস্থান হতে পারে । এছাড়াও এই শহরটি ভ্রমণের জন্য বেশ সুরক্ষিত । এখানকার বিখ্যাত ভ্রমণস্থান গুলি হলো - চারমিনার, লাদ বাজার ।এছাড়াও আপনি যদি বিরিয়ানি প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে হায়দ্রাবাদী দম বিরিয়ানি ও টেস্ট করে নিতে পারেন ।

১১. ধনুরাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 12/13 by Surjatapa Adak

এই রাশির জাতক জাতিকারা সংস্কৃতির পৃষ্ঠপোষক হয়ে থাকেন ।তাই ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য দর্শনের জন্য পৌঁছে যান অমৃতসরে । এখানকার উল্লেখযোগ্য ভ্রমণস্থান গুলি হলো - অমৃতসর স্বর্ণমন্দির,জালিয়ানওয়ালা বাগ, রঞ্জিত সিং মিউজিয়াম, গোবিন্দগড় ফোর্ট ইত্যাদি ।

১২. মকররাশি

Photo of ২০২১-এ আপনার রাশি অনুযায়ী জাতকেরা ভ্রমণের করতে পারেন... 13/13 by Surjatapa Adak

মকররাশির জাতক জাতিকাগণ যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকেন । তাই এই রাশির জন্য ঋষিকেশ ভ্রমণ আদৰ্শ হয়ে উঠতে পারে । এখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়াও রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং - এ অংশগ্রহণ করতে পারেন ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads