ভারতের হেলিকপ্টার ট্যাক্সির ধারণাটা শুরু হয় ব্যাঙ্গালুরু শহর থেকেই। বর্তমানে সেই ধারণাটি আবার ও ফলপ্রসূ হতে চলেছে উত্তর প্রদেশ রাজ্যে।
উত্তর প্রদেশের পর্যটন দপ্তরের মতে, কোভিড পরিস্থিতিতে ট্রেন এবং বিমানে অতিরিক্ত ভিড় থেকে অব্যহতি পেতেই এই হেলিকপ্টার ট্যাক্সি সার্ভিসের সূচনা করা হচ্ছে। এছাড়াও পর্যটকরা হেলিকপ্টার ট্যাক্সির সাহায্যে দ্রুত এবং বিলাসবহুল যাত্রার সুযোগ পেয়ে যাবেন।
উত্তর প্রদেশের ট্যুরিজম এন্ড কালচারের মুখ্য সেক্রেটারি মুকেশ কুমার মেশ্রাম একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই হেলিকপ্টার সার্ভিসের খরচটা বেশ ব্যায়বহুল, তবে এই সার্ভিসটি অবশ্যই পর্যটকদের মনোরঞ্জন করবে। তিনি আরও জানান, বিদেশি পর্যটকরা আগ্রায় আসেন শুধুমাত্র তাজ মহল দর্শনের উদ্দেশ্যে তাদের জন্য হেলিকপ্টার সার্ভিসের পথটা সহজতম হয়ে উঠবে । এছাড়াও এই হেলিকপ্টারের সাহায্যে পর্যটকরা উত্তর প্রদেশের দর্শনীয় স্থানগুলি ১দিনের মধ্যেই দর্শন করে ফিরে আসতে পারবেন।
কোথায় এই হেলিপোর্টের অবস্থান?
উত্তর প্রদেশের ট্যুরিজম এন্ড কালচারের মুখ্য সেক্রেটারি জানিয়েছেন, বর্তমানে এই হেলিপোর্টটি আগ্রার বিমানবন্দরের খুব কাছেই অবস্থিত। ভবিষ্যতে লখনৌ , বারাণসী, প্রয়াগরাজ, বিন্ধ্যাচল, এবং মথুরাতে ও একই ধরণের হেলিপোর্ট নির্মাণ করা হবে।
হেলিকপ্টার ট্যাক্সির সাহায্যে কোথায় কোথায় ভ্রমণ করা যাবে?
হেলিকপ্টার ট্যাক্সির সাহায্যে উত্তর প্রদেশের প্রধান দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করতে পারবেন। এছাড়াও কিছু অফবিট ভ্রমণ স্থান ও ঘুরে আসতে পারবেন। অফবিট ভ্রমণের জন্য কুশিনগর বা বুদ্ধগয়া থেকে যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কবে থেকে এই হেলিকপ্টার ট্যাক্সি সার্ভিসের সূচনা হবে?
উত্তর প্রদেশের পর্যটন বিভাগের মতে, এই হেলিকপ্টার ট্যাক্সি সার্ভিস ২০২১ সালের ডিসেম্বর মাসে সূচনা হবে।
উত্তর প্রদেশ সরকারের এই অভিনব উদ্যোগটি ভবিষ্যতে কতটা সার্থকতা পাবে এখন সেটাই দেখার বিষয়।