
🇬🇭🇦🇹🇸🇭🇮🇱🇦 (𝕆𝕟𝕝𝕪 𝕒𝕥 𝟙𝟛𝟘𝟘)
December, 2022
দু'দিনের Ghatshila ট্রিপে আমরা মোট ১২ টা visiting point cover করেছিলাম।








প্রথমদিন হাওড়া থেকে ভোরবেলার ইস্পাত এক্সপ্রেসে (fare 115/-) সকাল 9.30 টায় এসে পৌছালাম Ghatshila। এখানে আমরা উঠেছিলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে (400/- per head with food and lodging)। এখান থেকেই দরদাম করে দুদিনের জন্য ২২০০ টাকায় একটা অটো বুক করে নিলাম (৫ জনের per head পড়ল 440 করে)।
প্রথমদিন একে একে ঘুরলাম...
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ
২. ফুলদুংরি টিলা
৩. বৈষ্ণদেবী মন্দির
৪. গালুডি ড্যাম
৫. যদুগোড়া রঙ্কিনি দেবী মন্দির
৬. রাতমোহনা
দ্বিতীয়দিন সকাল সকাল check out করে একবারে বেরিয়ে বাকি sightseeing গুলো করে নিলাম...
৭. সূর্য মন্দির
৮. চিত্রকুট টিলা
৯. রাজবাড়ী
১০. রঙ্কিনি দেবী মন্দির
১১. ধারাগীরি ফল
১২. বুরুডি লেক
দুপুর ৩ টের মধ্যে সব sightseeing complete করে লাঞ্চ সেরে চলে এলাম Ghatshila স্টেশনে। এখান থেকে জন শতাব্দী ট্রেন (fare 100/-) ধরে সোজা হাওড়া।
পুরো ট্রিপের একটা ছোট্ট ভিডিও করেছি, ইচ্ছে হলে দেখতে পারেন 😊
https://openinapp.co/2lcnc