করোনা মহামারী আমাদের সকলকেই ঘরবন্দি করে ফেলেছে । এই সময়ে পর্যটনের গণ্ডি হ্রাস পাওয়ার কারণে মানুষ স্টেকেশনকে বেছে নিচ্ছেন । পাঁচতারা হোটেলে ছুটি কাটানো তো অনেক হল, এবার ছুটি কাটানোর জন্য ক্রুজকে বেছে নিলে কেমন হয়?
অন্তরা লাক্সরি রিভার ক্রুজ -
ত্রিস্তরে বিভাজিত এই ক্রুজে রয়েছে মোট ২৮ টি কেবিন । অতিথিদের মনোরঞ্জনের জন্য এই কেবিন তথা স্যুটগুলি- মহারাজা স্যুট, কলোনিয়াল ভাইসরয় স্যুট, হেরিটেজ স্যুট এবং কলোনিয়াল স্যুট এই চারটি ভাগে বিভক্ত করা হয়েছে ।স্যুটগুলি ৫ষ্টার হোটেলের অনুকরণে নির্মিত । এখান থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার যথেষ্ট সুযোগ রয়েছে ।
স্যুটগুলো অন্দরসজ্জার ক্ষেত্রে ও রয়েছে বিশেষ চমক । সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সহ নরম লিনেনের শয্যা, বড়ো স্ক্রিনের টিভি, বাথরুমের ক্ষেত্রে ও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রয়েছে । এই স্যুটের সঙ্গে রয়েছে অ্যাটাচ ফ্রেঞ্চ ব্যালকনি।
স্যুটগুলি নির্মাণের ক্ষেত্রে পাশ্চাত্য শিল্পরীতির হালকা আভাস উপলব্ধি করা যায় । তবে একই সঙ্গে প্রাচীন কলকাতার ঐতিহ্য এবং চিত্রের ব্যবহার ও লক্ষ করা যায়।
খাদ্য পরিবেশন -
মহামারী আগে পর্যন্ত সময়ে এই ক্রুজ কেবলমাত্র বিদেশী পর্যটকদের জন্যই উপলব্ধ ছিল । তবে বর্তমান সময়ে বাংলা তথা ভারতের সমস্ত মানুষ এই ক্রুজে যাত্রা করতে পারেন । সেই কারণেই এখানে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের খাবার উপলব্ধ আছে ।
ক্রুজ কর্তৃপক্ষের মতে সতেজ খাবারই অতিথি আপ্যায়নের মূল মন্ত্র । তাই খাদ্য নির্মাণের ক্ষেত্রে টাটকা শাকসবজি সহযোগে খাদ্য পরিবেশন করা হয় ।
গন্তব্যস্থল
অন্তরা লাক্সরি রিভার ক্রুজে চেপে সুন্দরবন, মায়াপুর কিংবা মুর্শিদাবাদ ঘুরে আসতে পারেন । তবে ভ্রমণের আগে আপনার পছন্দের ঠিকানাটি বেছে নিতে কিন্তু একদম ভুলবেন না ।
কী কী করবেন?
১. এই ক্রুজে ভ্রমণের মাধ্যমে বাংলার প্রকৃতির সঙ্গে সঙ্গে ৫ষ্টার হোটেলের আতিথেয়তাকেও উপভোগ করতে পারেন।
২. গঙ্গাবক্ষে জীবনকাটানোর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে পারেন ।
৩. এই ক্রুজে অতিথিদের মনোরঞ্জনের জন্য স্পা-এর বিশেষ ব্যবস্থা আছে । তাই স্পা- এ অংশ নিয়ে নিজের পরিচর্যা করে নিতেই পারেন।
খরচ - এই ক্রুজে ভ্রমণ বা খরচ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে - https://www.antaracruises.com এই ওয়েবসাইটে নজর রাখুন।