We travel for romance...
We travel for architecture...
We travel to be lost.
বড়দিনের ছুটিতে এবারের গন্তব্য বাঙালির নস্টালজিয়ার শহর দার্জিলিং। Siliguri থেকে reserved car এ করে পাঙ্খাবারি হয়ে শুরু হলো আমাদের সফর।
প্রথমেই আমাদের দেখার কথা ছিল Ghoom Monastery, কিন্তু covid-19 situation ঠিক না হওয়া পর্যন্ত Monastery বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Ghoom Monastery থেকে Darjeeling এর পথে যেতে পড়বে Dali Monastery, যা typical Tibetan style এ তৈরি Darjeeling এর largest Monastery গুলির মধ্যে অন্যতম। কিন্ত covid-19 এর জন্য এই Monastery ও আমরা বন্ধ পেলাম।
Amra 2N3D এর জন্য বুক করেছিলাম Hotel Broadway। যদিও আমাদের ভাগ্যে non-view রুম জুটেছিল, কিন্তু হোটেলের পরিষেবা আমাদের নিরাশ করেনি।
Lunch সেরে আমরা বেরোলাম পায়ে হেঁটে heart of the town Mall road এর আশপাশ টা ঘুরতে। শহরের real vibes feel করার best place হলো এই mall road।
Mall road থেকে observatory hill এর দিকে কিছুটা যেতেই বাঁদিকে পড়বে Mahakal Mandir এর সিঁড়ি।
এই মন্দিরে রয়েছে শিবলিঙ্গ ও বুদ্ধমূর্তির সহাবস্থান। এছাড়াও মূল মন্দিরকে ঘিরে রয়েছে হনুমান, কালী, দুর্গা ও গণেশের মন্দির।
এরপর আমরা পা বাড়ালাম observatory hill এর উদ্দেশ্যে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এর বিস্তৃত রেঞ্জের দেখা মেলে। কিন্তু আমাদের বেলায় তিনি মেঘের আলিঙ্গনেই লুকিয়ে রইলেন।
Circular Mall road থেকে Gorkha Rang Manch Bhawan বা Bhanu Bhawan পর্যন্ত গেলে তার ঠিক উল্টোদিকে পড়বে দার্জিলিংয়ের প্রাচীনতম St. Andrew's Church।
এই Church টি তার অসাধারণ structure এবং দার্জিলিংয়ের একটি অন্যতম প্রার্থনা স্থল হিসেবে জনপ্রিয়।
বিকেল থেকে রাত পর্যন্ত বাকি সময়টা mall road এই কেটে গেলো। Christmas উপলক্ষে এখানে চলছিল Gundri Bazar Festival।
আজ খানিকটা আলস্যের জন্যই আমাদের টাইগার হিল যাওয়া হলো না। আজকের plan ছিল mixed points sightseeing করার, কিন্তু খবর পেলাম কোনো political rally এর জন্য Rock Garden chhara বাকি সব রাস্তা বন্ধ। তাই আপাতত Rock garden ই দেখতে বেরোলাম।
যাওয়ার পথে পড়লো Orange valley tea garden। এখানে আমরা ফেরার পথে দাঁড়ালাম।
Rock Garden এ ticket কেটে ঢুকতে হয়। পুরো এলাকাটি বড় বড় পাথর কেটে তৈরি করা হয়েছে বলে এর এরকম নাম দেওয়া হয়েছে।
এখানকার প্রধান আকর্ষণ হলো Chunnu Summer Fall, যা Rock Garden এর সৌন্দর্য বহন করে।
ফেরার পথে আমরা দাঁড়ালাম Orange Valley Tea Estate এ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে পুরো Darjeeling শহরের অসাধারণ ভিউ পাওয়া যায়।
আজ যেহেতু গাড়ি করে আর কোনো sightseeing হবেনা, তাই হোটেলে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ন্তর ছিলনা। তবে ফেরার সময় দেখলাম, covid-19 এর জন্য বন্ধ থাকা Toy Train এর Joy ride আজ থেকে আবার শুরু হয়েছে।
Darjeeling ঘুরতে এসে glenery's এ না ঢুকলে নাকি ঠাকুর পাপ দেয়। আর আজ যেহেতু সারাদিন আর কিছুই করার মতো ছিলনা, তাই দুপুরটা এখানেই অলসভাবে কাটলো।
এরপর আমরা গেলাম Clock tower থেকে মাত্র 3 minutes এর হাঁটা পথে Gandhi road এর ওপর অবস্থিত Himalayan Tibet Museum এ।
Tibetan দের history ও culture janar এক আদর্শ স্থান এই museum। এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, হিমালয়ের বিভিন্ন এলাকা সংক্রান্ত তথ্য। এখানকার আরেকটি অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে Lhasa - র Potala Palace এর একটি অনবদ্য রেপ্লিকা। Dalai Lama নিজে এখানে একটি বুদ্ধমূর্তি ও diamond সূত্রের পাণ্ডুলিপি সহ বহু সামগ্রী দান করেছেন।
2015 সালে এই museum এর উদ্বোধন হলেও এখনও অনেকেই এটির ব্যাপারে অবগত নন। তাই Darjeeling ঘুরতে এলে অবশ্যই ঘুরে দেখুন এই museum।
বিকেলটা কাটলো Darjeeling Station এই। Sunrise দেখতে পারিনি তো কি হয়েছে, স্টেশন থেকে Sunset উপভোগ করা টাও কোনো অংশে কম ছিলনা।
এরই মাঝে whistle বাজাতে বাজাতে হাজির হলেন Toy Train বাবাজি। স্থানীয়দের থেকে জানতে পারলাম স্টেশনের পাশেই রয়েছে Dhirdham Temple।
কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই শিবমন্দির। মন্দিরে ঢুকতেই চোখে পড়ে মন্দিরের দিকে মুখ করে থাকা এক শিবমূর্তি, যা শিবের পঞ্চরূপ... সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশানের প্রতীক।
Darjeeling এ আজ আমাদের শেষ দিন। আজ আমরা sightseeing শুরু করলাম Peace Pagoda থেকে।
এখানে ঢোকার মুখেই রয়েছে Japanese Buddhist Temple।
এই দ্বিতল টেম্পলে ঢুকতেই রয়েছে এর founder Fuji Guruji এর ছবি। ওপর তলায় রয়েছে একটি বড় প্রার্থনা গৃহ। এখানে মাঝখানের stupa টি বৌদ্ধ ধর্মের সপ্তরত্নকে represent করে। এর বাঁদিকে রয়েছে Prabhutaratna Buddha এবং ডানদিকে রয়েছে Shakyamuni Buddha। এই দুই মূর্তির দুদিকে রয়েছে আরও চারজন বোধিসত্ত্বের মূর্তি।
Peace pagoda Darjeeling এর largest স্থাপত্য গুলির মধ্যে অন্যতম। এখানে গৌতম বুদ্ধের মৈত্রেয়ী রূপের দেখা মেলে।
এর পরিক্রমা করলে দেখা যায় গৌতম বুদ্ধের জন্ম থেকে নির্বাণ পর্যন্ত চারটি অবতার। এছাড়াও এর দেওয়ালে খোদিত রয়েছে গৌতম বুদ্ধের জীবন কাহিনীর বিভিন্ন অংশ।
আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল Gombu Rock, যার নামকরণ হয়েছে Nawang Gombu এর নামে, যিনি দুবার Mount Everest জয়ী প্রথম ব্যক্তি।
এর পাশেই রয়েছে Tenzing Rock, যার নামকরণ হয়েছে Everest বিজয়ী Tenzing Norge এর নামানুসারে। তিনি নিজে এখানে Rock climbing practice করতেন। এই দুটি rock ই HMI এর Rock climbing training এ ব্যবহৃত হয়।
এখান থেকে Zoo তে যাওয়ার পথে দেখে নিলাম St. Joseph College, যেখানে Yaariyan movie র শুটিং হয়েছিল।
Covid এর জন্য Zoo তে ছিল strict hygiene maintanence। এটি 2014 সালে "The Earth Heroes" award প্রাপক প্রথম ভারতীয় Zoo।
এখানকার উচ্চ উষ্ণতার বিভিন্ন প্রাণীদের মধ্যে রয়েছে... Snow Leopard, Red Panda, Tibetan Wolf, Black Beer, Blue Sheep, Sambar সহ আরো বহু প্রজাতির পাখি, সরীসৃপ এবং প্রায় 200 প্রজাতির গাছপালা।
এই Zoological Garden এর ভেতরেই রয়েছে Himalayan Mountaineering Institute। HMI এর museum এর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু এর ভেতরে এক অনবদ্য অভিজ্ঞতা অর্জিত হয়।
এবারের মতো এখানেই শেষ হলো আমার Darjeeling trip। আর ফেরার পথে পেলাম একরাশ মনখারাপের কুয়াশা।