ভারতের প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করার সেরা ঠিকানা হল এই উত্তর-পূর্ব অঞ্চলগুলি। আদি জনজাতি থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের শোভার সুসজ্জিত রূপ মাধুর্যকে উপভোগ করার জন্য পর্যটকরা ছুটে আসেন উত্তর-পূর্ব অঞ্চল দর্শনে।
উত্তর-পূর্বের আকর্ষণীয় ভ্রমণস্থান
আমরা সকলেই জানি, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলটি প্রকৃতিকে উপভোগ করার সেরা গন্তব্য। ছাঙ্গু লেক, গুরুদংমার লেক থেকে শুরু করে নকালিকায় জলপ্রপাত, সিলা পাস,জেলেপ লা ইত্যাদি ছাড়াও এখানে রয়েছে অনেকগুলি ন্যাশনাল পার্ক - ওরাং ন্যাশনাল পার্ক, পাবিতরা ওয়াইল্ডলাইফ সাংকচুয়ারি, ডিব্রু সাইখোওয়া ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইত্যাদি।এছাড়াও অধ্যাত্মিকতার আবেগে ভেসে যেতে চাইলে পৌঁছে যেতে পারেন কামাখ্যা মন্দির, পেমায়ণগৎসে মনেস্ট্রি, হনুমান মন্দির, ডু দ্রুল চরতেন মনেস্ট্রি ইত্যাদি।
বর্তমান দিনে উত্তর-পূর্ব অঞ্চলের কোভিড নিয়মাবলী - ২০২০ সালে ঘরবন্দি থাকার পর এই বছরে ভাবছেন উত্তর-পূর্ব অঞ্চল ভ্রমণ করবেন? তাহলে এখনই জেনে নিন এই অঞ্চল ভ্রমণের আগে ভ্যাকসিন নাকি RT-PCR নেগেটিভ রিপোর্ট কোনটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়।
১. সিকিম
সিকিম ভ্রমণের আগে পর্যটকদের ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া থাকলেও ৭২ ঘণ্টা পূর্বে RT-PCR নেগেটিভ রিপোর্টটির প্রয়োজন হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভ্যাকসিনের ১টি ডোজ নিয়ে সিকিম যাত্রার অনুমতি নেই। এছাড়াও সিকিমে পর্যটকদের জন্য ই-পাসের প্রয়োজন হবে। পর্যটকরা ই- পাসের জন্য সিকিম সরকার কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে ট্যুরিস্ট ক্যাটাগরি থেকে রেজিস্ট্রেশন করে ভ্রমণের আবেদন করতে পারেন।
২. অরুণাচল প্রদেশ
এই রাজ্যে ভ্রমণের জন্য ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হবে । তবে পর্যটকদের এখানে কোনো ই-পাসের দরকার নেই।
৩. আসাম
আসাম সরকার কর্তৃপক্ষের কোভিড গাইডলাইন অনুযায়ী যে সমস্ত পর্যটকদের টিকাকরণ( দুইটি ডোজ)সম্পন্ন হয়েছে তাদের ক্ষেত্রে বিমানবন্দর বা রেল স্টেশন গুলিতে কোনও রকম টেস্ট এর প্রয়োজন নেই। তবে আসাম ভ্রমণের পূর্বে ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্ট থাকা প্রয়োজন।
৪. মণিপুর
মণিপুরে ভ্রমণের জন্য ৭২ ঘণ্টা পূর্বের RT-PCR নেগেটিভ রিপোর্টটির অবশ্যই প্রয়োজনীয়।
৫. মেঘালয়
মেঘালয়ে ভ্রমণের আগেও ৭২ ঘণ্টা পূর্বের RT-PCR নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হবে। এছাড়াও মেঘালয়ের সরকারি ওয়েবসাইট কিংবা মেঘালয় ট্যুরিসম অ্যাপ থেকে ভ্রমণের জন্য রেজিস্ট্রেশন করে ভ্রমণ প্ল্যান করতে পারেন।
৬. মিজোরাম
এই রাজ্য ভ্রমণের জন্য ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হবে।
৭. নাগাল্যান্ড
নাগাল্যান্ড ভ্রমণের আগেও ৭২ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্টের প্রয়োজন।
৮. ত্রিপুরা
যে সমস্ত পর্যটকদের কোভিডের দুইটি ডোজ সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে ত্রিপুরা ভ্রমণের জন্য RT-PCR নেগেটিভ রিপোর্ট জরুরি নয়।
কিন্ত বর্তমানে উত্তর-পূর্বের রাজ্যগুলির (সিকিম ছাড়া ) ভ্রমণস্থানগুলি প্রায় সবই বন্ধ। এখন এই রাজ্যগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবার জন্যই পর্যটকদের যাতায়াতের অনুমতি রয়েছে।