ভারতের প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়া উত্তর-পূর্ব ভারতে। আমরা সকলেই জানি উত্তর -পূর্ব অঞ্চলটি সেভেন সিস্টারস হিসেবে পরিচিত। অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা মিলিয়েই গঠিত উত্তর- পূর্ব ভারত। এই উত্তরপূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে ভুটান, বাংলাদেশ, চিন অধিকৃত তিব্বত এবং মায়ানমার।
উত্তর -পূর্ব ভারতের প্রধান আকর্ষণ হল - প্রহরীর মতো দণ্ডায়মান পাহাড়ের অবস্থান, সবুজের আবরণে গড়ে ওঠা সমতল ভূমি এবং নানান চেনা অচেনা প্রাণের একান্ত বাসস্থান। উত্তর-পূর্ব অঞ্চলের প্রত্যেকটা রাজ্যেরই একেক রকমের সৌন্দর্য রয়েছে, সেই জন্য আলাদা আলাদা সাংস্কৃতিক বৈচিত্র লক্ষ করা যায়। আধুনিকতার প্রলেপ এখনও উত্তর-পূর্ব ভারতে জমাট বাধঁতে পারেনি, তাই শুধুমাত্র প্রকৃতিকে দু-চোখ ভরে দেখার জন্য এখানে আসতেই পারেন।
প্রতিবছর এখানকার ছাত্র-ছাত্রীরা পৌঁছে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং দিল্লি ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ভর্তি হন। সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলির সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই ছাত্র-ছাত্রীদের আঞ্চলিক সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে জানা যায় - মেঘালয়ের মুখোশ নৃত্য, মণিপুরের পুংচলম এবং রাস লীলা, আসামের সাত্রিয়া নৃত্য, নাগাল্যান্ডের নাগা ডান্স, মিজোরামের ব্যাম্বু ডান্স বিশেষভাবে জনপ্রিয়।
১. মেঘালয়ের মুখোশ নৃত্য
মাস্ক ডান্স মেঘালয়ের ধার্মিক এবং ঐতিহ্যবাহী নৃত্য হিসেবে পরিচিত। এই নৃত্য এর মুখ্য বিষয়বস্তু হল - একজন দেবতা রাজ্যের দুষ্ট রাজাকে হত্যা করেন এবং রাজ্যের মানুষকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করে খুশিতে ভরিয়ে তোলেন।
২. মণিপুরের পুং চলম
মণিপুরী সংকীর্তন এবং ক্ল্যাসিকাল নৃত্য সহকারে পুং চলম প্রদর্শন করা হয়।
এক্ষেত্রে নর্তকরা পুং বা ঢোল সহযোগে গানের তালে তালে সংঘবদ্ধভাবে নৃত্যরত থাকেন।
৩. মণিপুরের বসন্ত রাস লীলা
এটি মূলত একটি নৃত্যনাট্য। নর্তকীরা একজোট হয়ে নতুন স্টাইলের প্রসাধন পড়ে এই শিল্পটি প্রদর্শন করেন।
তবে এই নৃত্যনাট্যর মধ্যে হাত এবং শরীরের উপরিভাগের ব্যবহার বিশেষভাবে লক্ষ করা যায়।
৪. রাস লীলা (মণিপুর )
মণিপুরী রাসলীলা হলো মণিপুরের ক্ল্যাসিকাল নৃত্যশৈলী। লোক সংগীত বা ভজন জাতীয় গান এবং ডাণ্ডি (লাঠি ) সহযোগে নৃত্যের আয়োজন করা হয়। স্থানীয় মহিলারা মণিপুরী বধূর বেশে কুমিল ( গোলাকার স্কার্টের মতো একটি বস্ত্র, যা মণিপুরী স্টাইলে তৈরি করা হয় ) এবং পটলোই পোশাক দ্বারা নিজেদের সজ্জিত করে নৃত্য প্রদর্শন করেন।
৫. আসামের সাত্রিয়া নৃত্য
ভারতের ক্ল্যাসিকাল নৃত্যগুলির মধ্যে অন্যতম হলো সাত্রিয়া নৃত্য। এই নৃত্যনাট্যটির মুখ্য বিষয় হল - কৃষ্ণ আরাধনা। তাই আসামের বৈষ্ণব মন্দিরগুলিতে এই ধরণের নৃত্য প্রদর্শন করা হয়।
৬. নাগাল্যান্ড নাগা ডান্স
নাগা লোক সংগীত একই সাথে রোমান্টিক এবং ঐতিহাসিক। এই গানের মাধ্যমে তাঁরা মূলত তাদের জীবন কাহিনি এবং পূর্বপুরুষের আখ্যান শোনান। এই নৃত্যটি মার্শিয়াল এবং অ্যাথলেটিক স্টাইলে প্রদর্শন করা হয়।
৭. মিজোরামের ব্যাম্বু ডান্স
এই নৃত্যের মধ্যে চারজন মানুষ বাঁশ সজ্জিত করেন এবং বাকী নর্তকীরা নৃত্যরত থাকেন। মিজোরামের যে কোনও অনুষ্ঠানে এই নৃত্য প্রদর্শন করা হয়।