তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা...

Tripoto
Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 1/8 by Surjatapa Adak

বছরের যে কোনও সময়েই ধোঁয়া ওঠা ক্যাপুচিনো বা ল্যাতে সন্ধ্যার আমেজটাকেই বদলে দেয় । বন্ধুদের সাথে আড্ডা জমানো থেকে প্রেমিকার সাথে রোমান্টিক গল্পকে দীর্ঘস্থায়ী করার জন্য একটা কফি ব্রেক বা কফিডেট খুবই জরুরি হয়ে পড়ে । তাছাড়া দৈনন্দিন জীবনে একঘেঁয়েমি এবং ক্লান্তভাবকে দূরে সরিয়ে রাখার জন্য কফি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ।

কলকাতার বিখ্যাত কফিশপগুলি হল -

১. অর্ণেট - দ্য ক্যাফে স্টোর-

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 2/8 by Surjatapa Adak

এই ছোট্ট কফিশপটি কফি এবং ডেসার্ট জাতীয় খাদ্যের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে । এই ক্যাফেতে আড্ডা দেওয়ার সাথে সাথে কাজ পাগল মানুষদের জন্য ল্যাপটপে বসে কাজ করার যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে । এখানে বিভিন্ন স্বাদের কফি টেস্ট করার সুযোগ করেছে । আর কফি ছাড়াও চিকেন স্যান্ডউইচ কিংবা পর্ক প্ল্যাটার ইত্যাদি লোভনীয় খাবার চেখে দেখার সুযোগ রয়েছে ।

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 3/8 by Surjatapa Adak

ঠিকানা - ৫ এ, বালিগঞ্জ টেরাস, ঢাকুরিয়া, কলকাতা ৭০০০২৯

খরচ - এখানে দুজনের খাবার খরচ পড়বে ৬০০ টাকার মতো ।

২. ওয়াইস আউল -

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 4/8 by Surjatapa Adak

এই কফিশপের শিল্পশৈলী, অতিথিদের বসার জায়গা, পরিবেশ ইত্যাদি অথিতিদের মুগ্ধ করবেই । এখানে আপনি গরম গরম ক্রিমি কফি পান করার সাথে সাথে সুস্বাদু স্ন্যাক্সগুলি ও টেস্ট করে নিতে পারেন ।

ঠিকানা - ৬৬/২ বি, পূর্ণ দাস রোড, গাড়িয়াহাট, কলকাতা ৭০০০২৯

খরচ - দুজন মানুষের খাবার খরচ ১০০০ টাকা ।

৩. রোস্টরি কফি হাউস -

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 5/8 by Surjatapa Adak

এই কফিশপটি মূলত পাশ্চাত্য আঙ্গিকে গঠিত । প্রবেশদ্বারে নানান গাছের সমাবেশ, ঝুলন্ত লণ্ঠন, ইক্কতের পর্দাগুলি অনেকটা ব্রিটিশ সমসাময়িকতাকে ইঙ্গিত দেয় । এই কফি শপে নানান স্বাদের কফি স্ন্যাক্স সহযোগে উপলব্ধ আছে ।

ঠিকানা - ৭০ বি, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, কলকাতা ৭০০০২৯

খরচ - এখানে দুজনের খাবার খরচ ১০০০ টাকার মতো ।

৪. দ্য বাইকার্স ক্যাফে -

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 6/8 by Surjatapa Adak

পরিবারের সদস্যদের সাথে জমজমাট গল্প করা থেকে মনের মানুষের সাথে সময় কাটানোর সেরা ঠিকানা হলো দ্য বাইকার্স ক্যাফে। তাছাড়া এই ক্যাফের পরিবেশটা বেশ প্রাণবন্ত; অতিথিদের মনোরঞ্জনের জন্য এখানে লাইভ মিউজিকের ও ব্যবস্থা আছে । কফি এবং নানান ধরণের চটপটে খাবার ছাড়া হুক্কার ও যথেষ্ট বন্দোবস্ত রয়েছে।

ঠিকানা - ৩১, এলগিন রোড, প্ল্যাটিনাম মল, প্রথম তল, কলকাতা, ৭০০০২০

খরচ - দুজনের খাবার খরচ ১১০০ টাকা ।

৫. লে কফি ক্রিমি -

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 7/8 by Surjatapa Adak

আপনি কী একটু নিলিবিলি স্থান পছন্দ করেন? তাহলে প্রিয় জনের সাথে পৌঁছে যেতে পারেন লে কফি ক্রিমি । এই ক্যাফের শান্ত নির্জন পরিবেশ এবং অন্দরসজ্জার আধুনিকতা আপনাকে মুগ্ধ করবে । এই ক্যাফের ক্রিমি কফির সাথে রয়েছে চিকেন টিক্কা, গ্রিলড লেমন ফিশ, চিকেন স্টেক, ড্রামসাক অফ হেভেন ইত্যাদি জিভে জল আনা নানান স্বাদের খাবার ।

Photo of তুমি, আমি আর কফিডেট: কলকাতা শহরের ৫টি কফি শপের ঠিকানা... 8/8 by Surjatapa Adak

ঠিকানা - ই. সি -২৬, ৩য় এভিনিউ, সিটি সেন্টারের বিপরীতে, সেক্টর -১ সল্ট লেক, কলকাতা,৭০০০৬৪

খরচ - দুজনের খাবারের খরচ ১০০০ টাকা ।

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষের করোনা বিধি সম্পর্কিত নির্দেশাবলি -

লকডাউনের কারণে কলকাতার রেস্তোরাঁ এবং কফিশপ গুলি দীর্ঘদিন বন্ধ থাকার পর, বর্তমান দিনে কিছু সময়ের জন্য এই শপ গুলি খোলার নির্দেশ জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ। সরকারি নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে রেস্টুরেন্ট এবং কফি শপগুলি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে । এক্ষেত্রে রেস্টুরেন্টের কর্মীবৃন্দদের টিকাকরণ আবশ্যক। রেস্টুরেন্ট এবং কফি শপ গুলিতে একসঙ্গে ৫০% এর অধিক গ্রাহকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও এই কফিশপ গুলিতে নিয়মিত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ইত্যাদি করোনা বিধি গুলি মেনে চলা বাধ্যতামূলক ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads