
আংশিক লকডাউনে ঘুরতে বেরিয়ে হঠাৎ করে খুব কফি খেতে ইচ্ছা হলে কিংবা ধরুন বর্ষায় প্রিয় মানুষটির সঙ্গে লং ড্রাইভে যেতে গিয়ে বৃষ্টিতে ভিজে একটু কফি খাওয়ার ইচ্ছা দেখা দিলে কী করবেন ভাবছেন তো? আপনার সব সমস্যার সমাধান করতে আমরা সর্বদা নিত্য নতুন জায়গায় খোঁজ দিতে প্রস্তুত।

কলকাতার গোলপার্কে এই প্রথমবার গড়ে উঠেছে বই প্রেমীদের জন্য থিম ভিত্তিক একটি ক্যাফে, যার নাম দেওয়া হয়েছে ট্রাইব। নামে ট্রাইব হলেও ক্যাফেটি কিন্তু সত্যজিৎ ক্যাফে নামেই বেশি পরিচিত। এই ক্যাফেতে রয়েছে ২০০০ বেশি সংখ্যক বই, গিটার, বিভিন্ন রকমের ছবি, দেওয়াল চিত্র, পোস্টার, বুক সেলফ এবং আনুষঙ্গিক আসবাবপত্র।

খুব অল্প সময়ের মধ্যেই এই ক্যাফেটি বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে। ক্যাফের পরিবেশ ও এখানে চাকরিরত কর্মীদের ব্যবহার অত্যন্ত মার্জিত। ঘরের ভিতরে রয়েছে বসবার জন্য সুন্দর সুন্দর চেয়ার-টেবিল এবং সোফা। প্রতিটি ঘর খুব আলাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, ট্রাইব ক্যাফে এইবছর সত্যজিৎ রায়ের ১০০ বছর পূর্তি অনুসারে বিভিন্ন রকমের বই এবং চিত্রসম্ভার সাজে সাজিয়ে তুলেছিল তাদের ঘর। সত্যজিৎ প্রেমীদের জন্য এটি একেবারে স্বর্গ।

এখানেই শেষ নয়, ক্যাফের মেনু কার্ড,কফি মগ, লেখার ডায়েরি সবকিছুতেই রয়েছে সত্যজিৎ রায়ের ছোঁয়া।

একাকীত্ব দূর করতে বা মন খারাপে বইকে সঙ্গী করে কিছুটা সময় একা কাটাতে চাইলে অবশ্যই যেতে পারেন ট্রাইব ক্যাফেতে। এখানকার ঘরগুলি আপনাকে একদম বাড়ির মত অনুভুতি দেবে। শুধু বড়দের জন্য নয় ছোটদের জন্য এই ক্যাফেতে রয়েছে বিভিন্ন রকমের পড়বার বই।
এ তো গেল বইয়ের কথা। এবার দেখে নেওয়া যাক এই ক্যাফের বিশেষ বিশেষ খাবারের সম্ভার-
• সকালের ব্রেকফাস্ট
• কন্টিনেন্টাল
• ইটালিয়ান
• চাইনিজ
• ভেজিস স্টাফ
• বিভিন্ন রকমের কফি
• বিভিন্ন রকমের শরবত

এখানেই শেষ নয় ট্রাইব ক্যাফেতে বিভিন্ন কর্মশালা এবং ওপেন মাই ফ্লাইট এবং বিভিন্ন কবিতার আসর বসে। আপনি যদি আপনার কোন শিল্পকর্ম প্রদর্শন করতে চান কিংবা এখানে এসে বিক্রি করতে চান, তাহলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়াও আপনার পছন্দের বেশকিছু বই আপনি এই ক্যাফেকে দান করতে পারবেন।
ঠিকানা-
৬৭, গোলপার্ক, বালিগঞ্জ গার্ডেন্স, গড়িয়াহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০১৯
( গোলপার্ক থেকে ৫ মিনিটের হাঁটা পথ, মোমো আই এম-এর কাছে আরামবাগ ফুড মার্ট-এর বিপরীতে।)
যোগাযোগ নম্বর-
০৭০৪৪১৫৯১২১/ ০৯৮৩০০৪৯০১৬

ট্রাইব ক্যাফে থেকে সকাল ১১ টা থেকে রাত ১০ টা অবধি হোম ডেলিভারি করা হয়।