অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন...

Tripoto

প্রত্যেক মানুষেরই বিদেশের পরিবেশ, আবহাওয়া, সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে বিশদে জানার সুপ্ত একটা ইচ্ছা থাকেই| আর সেই আগ্রহ থেকেই মনের মধ্যে ধীরে ধীরে সেই দেশ ভ্রমণের ইচ্ছাটা জেগে ওঠে | কিন্তু বিদেশ ভ্রমণের ইচ্ছা হলেই তো বেড়িয়ে পড়া যায় না, তার জন্য প্রয়োজন একটা সুদূর প্রসারী প্ল্যান| বিশেষত খরচের কথা মাথায় আসা মাত্র সমস্ত প্ল্যান জাস্ট উধাও হয়ে যায় | তাই তো?

আপনার মতো ভ্রমণ প্রিয় মানুষের জন্যই আজ এই ব্লগ-এ রয়েছে বিদেশ ভ্রমণের কয়েকটা শ্রেষ্ঠ ঠিকানা | আর এই ভ্রমণের জন্য আপনার সুদূরপ্রসারী চিন্তা ভাবনার ও প্রয়োজন হবে না | প্রত্যেকটি ভ্রমণের খরচ, ভারতীয় মুদ্রার খরচের তুলনায় অনেকটাই কম | তাই সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে বেড়িয়েই পড়ুন নতুন দেশের সন্ধানে |

১. নেপাল:

আপনার বিদেশ যাত্রার প্রথম গন্তব্য যদি কোনও প্রতিবেশী দেশ হয়, আর একই সঙ্গে সেই দেশটি যদি হিমালয়ের কোলে হয়, তাহলে তার চেয়ে ভাল বিদেশ ভ্রমণ অন্য কিছু হতে পারে না | শহুরে কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে আপনার ভ্রমণের মধুর দিনগুলো কাটাতে করতে চাইলে নেপালের থামেল সেন্টার এর অদূরে শান্তপ্রিয়, নিস্তব্ধ জায়গাটি কে বেছে নিতে পারেন |

Photo of Nepal by Deya Das

দর্শনীয় স্থান:

নেপালের বিখ্যাত ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- পশুপতিনাথ মন্দির, বুদ্ধ মন্দির, শম্ভুনাথ মন্দির, এছাড়াও রয়েছে থামেল এবং পোখরা শহর |

কোথায় থাকবেন:

বাসস্থান হিসেবে আপনি হোটেল নেপালায়াকে বেছে নিতে পারেন |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

হোটেল টি তে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার ও কম|

২. শ্রীলঙ্কা:

Photo of Sri Lanka by Deya Das

বিদেশে পৌঁছে স্থানীয় মানুষের জীবন ধারা উপভোগের সঙ্গে সঙ্গে স্থানীয় যানবাহন সহকারে বিদেশ সফরটা সম্পন্ন করতে চাইলে চলে আসুন শ্রীলঙ্কা | এখানে যানবাহন যথেষ্ট সহজলভ্য; তাছাড়া এই পাবলিক ট্রান্সপোর্ট সহযোগে ভ্রমণ করলে আপনার খরচটাও অনেকটাই সাশ্রয় হবে|

দর্শনীয় স্থান:

শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ, জেটোয়িং লাইট হাউস, ঊনায়াতুন বিচ টুথ রেলিকের মন্দির, লুনুগঙ্গা, কলম্বো, বেন্টটা, ক্যান্ডি ইত্যাদি পরিদর্শন করতে কিন্তু একদম ভুলবেন না |

কোথায় থাকবেন:

বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন ব্লু হ্যাভেন গেস্ট হাউস |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

এই হোটেলে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার মধ্যে |

৩. কাম্বোডিয়া:

Photo of Cambodia by Deya Das

ইতিহাস ও পুরাতত্ত্ব ভিত্তিক বৈদেশিক ভ্রমণ করতে চাইলে আপনি চলে আসতে পারেন কম্বোডিয়া | প্রসঙ্গত জানিয়ে রাখি, এই দেশের আঙ্কোর শহরটিতে ভ্রমণকারীদের জন্য তেমন কোনও হোটেলের ব্যবস্থা নেই |তাই পর্যটকরা সাধারণ সিম রিপ শহরটিকেই বেছে নেন ভ্রমণকালীন বাসস্থান হিসেবে | আর এখান থেকেই পুরো দেশটি পরিদর্শন করেন |

দর্শনীয় স্থান:

কম্বোডিয়ার প্রসিদ্ধ ভ্রমণ স্থানগুলো হল - আঙ্কোর ভাট, দ্য বায়ণ, সিম রিপ, কে, ক্যামপং চাম, ক্র্যাতি, ফনোম পেনহ, কিলিং ফিল্ডস |

কোথায় থাকবেন:

কম্বোডিয়ায় বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন গ্রিন লিফ বুটিক হোটেল |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

এখানের ভিলাগুলোতে থাকার খরচ ৪০০০ টাকার মধ্যে |

8. বলিভিয়া:

Photo of Bolivia by Deya Das

প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও এই দেশটি রাতের অন্ধকারে কিন্তু বেশ ভয়াবহ | তাই এই দেশ ভ্রমণের প্রারম্ভে কয়েকটি নির্দিষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত | বিশেষত লা পেজ অঞ্চলটি পর্যটকদের জন্য বিপজ্জনক | এখানে পর্যটকদের একাকী ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া এক্কেবারেই অনুচিত | বলিভিয়া ভ্রমণের জন্য সালার ও সুক্রে অঞ্চলের হোটেলগুলোকে ভ্রমণকালীন বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন |

দর্শনীয় স্থান:

বলিভিয়ার তারাবুকো, ইসলা ডেল পেস্ক্যাডো , সালার দে উয়ুনী , বলিভিয়ান মালভূমি অঞ্চল , লেগুনা কালোরান্দা, তিতিকাকা লেক এবং লা পেজ অঞ্চলটি পরিদর্শন করতে অবশ্যই ভুলবেন না |

কোথায় থাকবেন:

বলিভিয়ার বাসস্থান হিসেবে বেছে নিতে পারেন কাসা আন্দেস্ হাউস - বি এন্ড বি হোটেলটিকে |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

এই হোটেলে রাত্রিবাসের খরচ ও ২০০০ টাকার মধ্যে |

৫. ইন্দোনেশিয়া:

Photo of Indonesia by Deya Das

এশিয়ার এই দ্বীপপুঞ্জটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যশালী সংস্কৃতির ভাণ্ডারে পরিপূর্ণ |ইন্দোনেশিয়ার সুপ্রসিদ্ধ জলজ জীবনযাত্রা পরিদর্শন করতে পৌঁছে যেতে পারেন কোপ্পোসং দ্বীপপুঞ্জ | আর এই অঞ্চল থেকে স্কুবা ডাইভিং করে জলজ প্রাণের সাথে সাক্ষাৎ পরিচয়ও করে আসতে পারেন |

দর্শনীয় স্থান:

ইন্দোনেশিয়ার দর্শনীয় ভ্রমণ স্থান গুলি হলো - জাকার্তা শহর, বরোবুদুর শহর ও বরোবুদুর মন্দির, বার্নেও ট্রেইল, কেরাটোন, তামাং সারি, কোমোডো দ্বীপপুঞ্জ, পিঙ্ক বিচ ইত্যাদি |

কোথায় থাকবেন:

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

কোয়েস্ট হোটেল কুতা নামক হোটেলটিকে রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন |

খরচ:

এই হোটেলে রাত্রিবাসের খরচ ২০০০ টাকার মধ্যে |

৬. মঙ্গোলিয়া:

Photo of Mongolia by Deya Das

চিন ও রাশিয়ার সীমান্তে অবস্থিত এশিয়ার এই দেশটির নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে | ইতিহাস ও প্রাকৃতিক শোভায় সজ্জিত এই ল্যান্ডলক দেশটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে |

দর্শনীয় স্থান:

মঙ্গোলিয়ার বিখ্যাত ভ্রমণ স্থানগুলো হল - ওরগ নূরু, গাচ্ছেন লামা মনেস্ট্রি, অর্খন ভ্যালি, ন্যাচারাল ও হিস্টরিকাল রিসার্ভ, খাঙ্গাই পাহাড়, তস্ৎসিন নদী, এবং রাজধানী শহর উলানবাতার |

কোথায় থাকবেন:

রাত্রিযাপনের জন্য বেছে নিতে পারেন দানিস্তা নোমাডস ট্যুর হোস্টেলকে |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

এই হোটেলে রাত্রিবাসের খরচ ১৫০০ টাকার মধ্যে |

৭. ভিয়েতনাম:

Photo of Vietnam by Deya Das

একাকী কোনও প্রাচীন দেশ ভ্রমণের জন্য চলে আসতে পারেন ভিয়েতনামে | পুরনো এবং বড় শহরগুলোর আনাচে কানাচে ঘুরে জেনে নিতে পারেন আধুনিক ইতিহাসের অনেক অজানা তথ্য | এই শহরগুলো এখানে “৩৬ স্ট্রিট” নামে পরিচিত |

দর্শনীয় স্থান:

ভিয়েতনামের হালং বে, দ্য নাং, হই অন, হো চি মিন শহর, ফু কোক ইত্যাদি জায়গাগুলো অবশ্যই ভ্রমণ করবেন |

কোথায় থাকবেন:

এখানকার সায়গন বালো হোটেল টিকে বেছে নিতে পারেন রাত্রিযাপনের জন্য |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

১০০০ টাকা বা তার কমে ও ভালো হোটেল পেয়ে যাবেন |

৮. লাওস:

Photo of Laos, Vietnam by Deya Das

পার্বত্য অঞ্চলের অকৃত্রিম সৌন্দর্য ও ঐতিহ্যশালী সংস্কৃতির দর্শন করতে চাইলে পৌঁছে যেতে পারেন লাওস | দক্ষিণপূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটিতে ভ্রমণের উপযুক্ত সময় হল নভেম্বর থেকে মার্চ মাস| এই সময়ে হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা অনেকটাই কম থাকে, তাই পর্যটকরা এই সময়টিকে লাওস ভ্রমণের শ্রেষ্ঠ সময় হিসেবে বেছে নিয়েছেন |

দর্শনীয় স্থান:

লাওস-এর প্রসিদ্ধ ভ্রমণ স্থানগুলো হল - ফা দ্যট লুয়াং, মিকং নদী, থাম পৌখাম গুহা, লুয়াং প্রবাং এবং রাজধানী শহর ভিয়াততিয়ান|

কোথায় থাকবেন:

সাও সিইং মৌয়ান হোটেলটিকে রাত্রিবাসের জন্য বেছে নিতে পারেন |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

হোটেলের খরচ ২০০০ টাকার মধ্যে |

৯. জিম্বাবুয়ে:

Photo of Zimbabwe by Deya Das

জিম্বাবুয়ে দেশটি আফ্রিকার বন্যপ্রাণ ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য পরিচিত |

দর্শনীয় স্থান:

জিম্বাবুয়ে-এর দর্শনীয় ভ্রমণ স্থান গুলি হলো - ভিক্টোরিয়া জলপ্রপাত, বুলাওয়ায়, মাসউইংও, কানামারা এবং রাজধানী শহর হারারে |

কোথায় থাকবেন:

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

‘পুমেলা লজ’ নামক হোটেলে থেকে এই দেশটি ভ্রমণ করতে পারেন |

খরচ:

এই লজের খরচ প্রায় ২৫০০ টাকার মধ্যে |

১০. তানজানিয়া:

Photo of Tanzania by Deya Das

পূর্ব আফ্রিকা মহাদেশের অবস্থিত তানজানিয়া দেশটিও বন্যপ্রাণ সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত রোমাঞ্চপ্রিয় মানুষ এই দেশ ভ্রমণে গিয়ে KRUGER ন্যাশনাল পার্ক-এর জঙ্গল সাফারিটি একদম মিস করবে না | প্রসঙ্গত জানিয়ে রাখি, এই সাফারি তে সব বয়সী মানুষ অংশগ্রহণ করতে পারেন |

দর্শনীয় স্থান:

তাঞ্জানিয়া র দর্শনীয় স্থান গুলি হলো - KRUGER ন্যাশনাল পার্ক, সাম্বুরু ন্যাশনাল রিসার্ভ, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, ক্লাসিক সঙ্গে স্টাইলস হাট, লোরিয়ান সোয়াম্প , এবং আফ্রিকার বিখ্যাত পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো |

কোথায় থাকবেন:

হোয়াইট হাউস অফ তানজানিয়া হোটেলটিকে রাত্রিযাপনের জন্য বেছে নিতে পারেন |

Photo of অল্প খরচে আপনি এই কয়েকটি দেশ ঘুরে দেখতে পারেন... by Deya Das

খরচ:

হোটেলটির খরচ ২৫০০ বা তারও কম টাকায় উপলব্ধ |

সমস্ত ভ্রমণপ্রেমীদের জন্য রইলো আজকের এই ব্লগটা | আশা রাখি, সবাই নিশ্চই এতক্ষনে জেনে ফেলেছেন এখন বিদেশ ভ্রমণ কতটা সহজ ও সাশ্রয়কর | তাহলে আর দেরি কেন, চটপট ব্যাগ গুছিয়ে বেড়িয়েই পড়ুন আপনার স্বপ্নের ডেস্টিনেশন-এর উদ্দেশ্যে |

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads