একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন এই সবুজ দ্বীপ থেকে...

Tripoto
Photo of একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন এই সবুজ দ্বীপ থেকে... 1/3 by Surjatapa Adak

আনন্দের শহর কলকাতা ভ্রমণস্থান হিসেবে পরিচিত । তবে এই শহরের ভ্রমণস্থান গুলির মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ভ্রমণস্থান হলো - বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতিকে উপভোগ করার জন্য এই স্থানটি আদৰ্শ ভ্রমণস্থান হয়ে উঠতে পারে ।

বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য

Photo of একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন এই সবুজ দ্বীপ থেকে... 2/3 by Surjatapa Adak

ব্রিটিশ শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পনির আর্মি অফিসার কর্নেল রবার্ট ক্যাদ ১৭৮৭ সালে বাণিজ্যিক কারণেই এই বোটানিক্যাল গার্ডেন নির্মাণ করেন । কিছু বছর পর দেখা যায় এখানে এমনকিছু গাছ রয়েছে যেগুলির মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে । ১৯৭০ সালে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য এই গার্ডেনে খাদ্য উৎপাদন হবে এমন বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয় । পরবর্তী কালে ২০০৯ সালে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বোসের নাম অনুসারে এই বোটানিক্যাল গার্ডেনটির নামকরণ করা হয় আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ।

দর্শনীয় স্থান

Photo of একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন এই সবুজ দ্বীপ থেকে... 3/3 by Surjatapa Adak

বোটানিক্যাল গার্ডেনের প্রধান দর্শনীয় বিষয়বস্তু হলো - দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি বা বট গাছ । প্রায় ৩৩০ মিটার অঞ্চল পরিবেষ্ঠিত এই বট গাছটি বিশ্বের বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত । এখানে বেশ কিছু লুপ্তপ্রায় গাছ যেমন অর্কিড, বাঁশ, তাল গাছের সংকলন রয়েছে ।

তবে সব মিলিয়ে এখানে ১২,০০০ প্রজাতির বৃক্ষের সন্ধান পাওয়া যায় । এছাড়াও এই গার্ডেনে শেয়াল, নানান প্রজাতির সাপ লক্ষ্য করা যায় ।

অবস্থান - পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে এই বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত ।

কীভাবে যাবেন?

ট্রেনে - যেকোনো স্থান থেকে ট্রেনে চেপে পৌঁছে যান হাওড়া স্টেশন । স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৭ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান গন্তব্যে ।

সড়কপথে - কলকাতা থেকে গাড়ি ভাড়া করে সড়কপথে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বোটানিক্যাল গার্ডেন ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads