আনন্দের শহর কলকাতা ভ্রমণস্থান হিসেবে পরিচিত । তবে এই শহরের ভ্রমণস্থান গুলির মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ভ্রমণস্থান হলো - বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতিকে উপভোগ করার জন্য এই স্থানটি আদৰ্শ ভ্রমণস্থান হয়ে উঠতে পারে ।
বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য
ব্রিটিশ শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পনির আর্মি অফিসার কর্নেল রবার্ট ক্যাদ ১৭৮৭ সালে বাণিজ্যিক কারণেই এই বোটানিক্যাল গার্ডেন নির্মাণ করেন । কিছু বছর পর দেখা যায় এখানে এমনকিছু গাছ রয়েছে যেগুলির মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে । ১৯৭০ সালে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য এই গার্ডেনে খাদ্য উৎপাদন হবে এমন বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয় । পরবর্তী কালে ২০০৯ সালে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বোসের নাম অনুসারে এই বোটানিক্যাল গার্ডেনটির নামকরণ করা হয় আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ।
দর্শনীয় স্থান
বোটানিক্যাল গার্ডেনের প্রধান দর্শনীয় বিষয়বস্তু হলো - দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি বা বট গাছ । প্রায় ৩৩০ মিটার অঞ্চল পরিবেষ্ঠিত এই বট গাছটি বিশ্বের বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিত । এখানে বেশ কিছু লুপ্তপ্রায় গাছ যেমন অর্কিড, বাঁশ, তাল গাছের সংকলন রয়েছে ।
তবে সব মিলিয়ে এখানে ১২,০০০ প্রজাতির বৃক্ষের সন্ধান পাওয়া যায় । এছাড়াও এই গার্ডেনে শেয়াল, নানান প্রজাতির সাপ লক্ষ্য করা যায় ।
অবস্থান - পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে এই বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত ।
কীভাবে যাবেন?
ট্রেনে - যেকোনো স্থান থেকে ট্রেনে চেপে পৌঁছে যান হাওড়া স্টেশন । স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৭ কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান গন্তব্যে ।
সড়কপথে - কলকাতা থেকে গাড়ি ভাড়া করে সড়কপথে খুব সহজেই পৌঁছে যেতে পারেন বোটানিক্যাল গার্ডেন ।