বর্তির বিল: ঘরবন্দি এই সময়ে ক্ষণিক মুক্তির খোঁজে ঘুরে আসতে পারেন...

Tripoto
Photo of বর্তির বিল: ঘরবন্দি এই সময়ে ক্ষণিক মুক্তির খোঁজে ঘুরে আসতে পারেন... 1/4 by Surjatapa Adak
হাতে আঁকা কোনও এক চিত্রকরের ছবি (সংগৃহীত)

বাঙালিরা বরাবরই ভ্রমণপ্রেমী মানুষ হিসেবে পরিচিত । একটু ছুটির আভাস পেলেই বাঙালি মন বেরিয়ে পড়তে চায় । কিন্তু করোনা মহামারী আমাদের সকলকেই ঘরবন্দি করে ফেলেছে । তাই মানুষ দূর- দুরান্তের ভ্রমণকে দূরে সরিয়ে রেখে কলকাতার কাছাকাছি ভ্রমণ স্থানগুলিকেই বেছে নিচ্ছেন । আর তাই বর্তমান দিনে উইকেন্ড ভ্রমণের জন্য বাঙালির নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে বর্তির বিল ।

বর্তির বিল প্রসঙ্গে কিছু তথ্য

Photo of বর্তির বিল: ঘরবন্দি এই সময়ে ক্ষণিক মুক্তির খোঁজে ঘুরে আসতে পারেন... 2/4 by Surjatapa Adak
বিকেলের পড়ন্ত রোদ্দুরে (ছবি সংগৃহীত)

'বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ' জীবনানন্দ দাসের এই কবিতার বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই বর্তির বিলে । সত্যিই আমাদের বাংলার মাটিতেই এমন কিছু সম্পদ রয়েছে, তা পৃথিবী অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব । আসলে বর্তির বিল হল একটা জলা জায়গা । দূরে একফালি মাটির রাস্তা তারও অদূরে রয়েছে স্থানীয় মানুষদের সারি বাঁধা মাটির আস্তানা। সব মিলিয়ে গ্রামবাংলার প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করার জন্য এই স্থানটি আদৰ্শ । যাত্রাপথে আপনি প্রত্যক্ষ করতে পারেন গ্রামবাসীদের কঠিন জীবনযাপন, চাষের খেত, বাঁশের জঙ্গল এবং গ্রাম্য প্রকৃতি।

কী কী করবেন?

Photo of বর্তির বিল: ঘরবন্দি এই সময়ে ক্ষণিক মুক্তির খোঁজে ঘুরে আসতে পারেন... 3/4 by Surjatapa Adak
আদিম প্রকৃতির কাছাকাছি (ছবি সংগৃহীত)

১. বর্ষায় এই বর্তির বিল জলে পরিপূর্ণ থাকে । আর জলে হাসিমুখে বিকশিত হয়ে থাকা শাপলার রূপদর্শন করে আপনি মুগ্ধ হতে পারেন ।

২. ডিঙি নৌকা চেপে সমগ্র বর্তির বিল ভ্রমণ করে গ্রামবাংলার প্রকৃতিকে উপলব্ধি করতে পারেন । নৌকা ভ্রমণের খরচ ১০০ টাকার মতো ।

৩. এই বিলকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য গাছের সমাবেশ । তাই বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য এই স্থানটিকে বেছে নিতে পারেন ।

৪. পর্যটন ব্যবস্থাকে কাজে লাগিয়ে গ্রামের মানুষরা নতুন করে জীবিকার পথ দেখছেন । তাই শহুরে মানুষ গ্রামবাংলাকে ভ্রমণস্থান

হিসেবে বেছে নিলে গ্রামবাসীরাও রোজগারের দিশা দেখতে পারেন ।

কখন যাবেন?

Photo of বর্তির বিল: ঘরবন্দি এই সময়ে ক্ষণিক মুক্তির খোঁজে ঘুরে আসতে পারেন... 4/4 by Surjatapa Adak
প্রকৃতির কাছাকাছি (ছবি সংগৃহীত)

বর্ষাকালীন সময়টাই বর্তির বিল ভ্রমণের জন্য শ্রেষ্ঠ সময় । ভোরের আলোয় এবং পড়ন্ত বিকেলে বর্তির বিলের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে যেন সম্পূর্ণ দৃশ্যটি কোনো ক্যানভাসে আঁকা দৃশ্যপট ।

কাদের জন্য উপযুক্ত?

যেহেতু এই জায়গাটি নিলিবিলি এবং শান্তিপ্ৰিয় তাই প্রিয়জনের সাথে রোমান্টিক সময় কাটানোর জন্য বর্তির বিল উপযুক্ত স্থান । এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে মানুষ প্রিওয়েডিং ফটোশুটের জন্য ও এই স্থানটিকে বেছে নিচ্ছেন।

মহামারী সময়ে সতর্কতা অবলম্বন - বর্তির বিলে যাওয়ার জন্য RT-PCR টেস্টের প্রয়োজন নেই । তবে ভ্রমণের আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং করোনা বিধি অবশ্যই মাথায় রাখবেন ।

কীভাবে যাবেন?

ট্রেনে - শিয়ালদহ থেকে বারাসাত বা ব্যারাকপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নীলাগঞ্জ বাজার হয়ে পৌঁছে যেতে পারেন বারবেড়িয়া গ্রাম । এই বারবেড়িয়া গ্রামেই অবস্থিত বর্তির বিল ।

সড়কপথে - কলকাতা থেকে গাড়ি ধরে গুগল ম্যাপের সাহায্য নিয়ে ভায়া ব্যারাকপুর হয়ে পৌঁছে যেতে পারেন বর্তির বিল।

তাহলে সামনের উইকএন্ডে আপনার ভ্রমণের প্ল্যানটা তৈরি তো?

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads