বাঙালিরা বরাবরই ভ্রমণপ্রেমী মানুষ হিসেবে পরিচিত । একটু ছুটির আভাস পেলেই বাঙালি মন বেরিয়ে পড়তে চায় । কিন্তু করোনা মহামারী আমাদের সকলকেই ঘরবন্দি করে ফেলেছে । তাই মানুষ দূর- দুরান্তের ভ্রমণকে দূরে সরিয়ে রেখে কলকাতার কাছাকাছি ভ্রমণ স্থানগুলিকেই বেছে নিচ্ছেন । আর তাই বর্তমান দিনে উইকেন্ড ভ্রমণের জন্য বাঙালির নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে বর্তির বিল ।
বর্তির বিল প্রসঙ্গে কিছু তথ্য
'বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর ' জীবনানন্দ দাসের এই কবিতার বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই বর্তির বিলে । সত্যিই আমাদের বাংলার মাটিতেই এমন কিছু সম্পদ রয়েছে, তা পৃথিবী অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব । আসলে বর্তির বিল হল একটা জলা জায়গা । দূরে একফালি মাটির রাস্তা তারও অদূরে রয়েছে স্থানীয় মানুষদের সারি বাঁধা মাটির আস্তানা। সব মিলিয়ে গ্রামবাংলার প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করার জন্য এই স্থানটি আদৰ্শ । যাত্রাপথে আপনি প্রত্যক্ষ করতে পারেন গ্রামবাসীদের কঠিন জীবনযাপন, চাষের খেত, বাঁশের জঙ্গল এবং গ্রাম্য প্রকৃতি।
কী কী করবেন?
১. বর্ষায় এই বর্তির বিল জলে পরিপূর্ণ থাকে । আর জলে হাসিমুখে বিকশিত হয়ে থাকা শাপলার রূপদর্শন করে আপনি মুগ্ধ হতে পারেন ।
২. ডিঙি নৌকা চেপে সমগ্র বর্তির বিল ভ্রমণ করে গ্রামবাংলার প্রকৃতিকে উপলব্ধি করতে পারেন । নৌকা ভ্রমণের খরচ ১০০ টাকার মতো ।
৩. এই বিলকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য গাছের সমাবেশ । তাই বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার জন্য এই স্থানটিকে বেছে নিতে পারেন ।
৪. পর্যটন ব্যবস্থাকে কাজে লাগিয়ে গ্রামের মানুষরা নতুন করে জীবিকার পথ দেখছেন । তাই শহুরে মানুষ গ্রামবাংলাকে ভ্রমণস্থান
হিসেবে বেছে নিলে গ্রামবাসীরাও রোজগারের দিশা দেখতে পারেন ।
কখন যাবেন?
বর্ষাকালীন সময়টাই বর্তির বিল ভ্রমণের জন্য শ্রেষ্ঠ সময় । ভোরের আলোয় এবং পড়ন্ত বিকেলে বর্তির বিলের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মনে হতেই পারে যেন সম্পূর্ণ দৃশ্যটি কোনো ক্যানভাসে আঁকা দৃশ্যপট ।
কাদের জন্য উপযুক্ত?
যেহেতু এই জায়গাটি নিলিবিলি এবং শান্তিপ্ৰিয় তাই প্রিয়জনের সাথে রোমান্টিক সময় কাটানোর জন্য বর্তির বিল উপযুক্ত স্থান । এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে মানুষ প্রিওয়েডিং ফটোশুটের জন্য ও এই স্থানটিকে বেছে নিচ্ছেন।
মহামারী সময়ে সতর্কতা অবলম্বন - বর্তির বিলে যাওয়ার জন্য RT-PCR টেস্টের প্রয়োজন নেই । তবে ভ্রমণের আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন এবং করোনা বিধি অবশ্যই মাথায় রাখবেন ।
কীভাবে যাবেন?
ট্রেনে - শিয়ালদহ থেকে বারাসাত বা ব্যারাকপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নীলাগঞ্জ বাজার হয়ে পৌঁছে যেতে পারেন বারবেড়িয়া গ্রাম । এই বারবেড়িয়া গ্রামেই অবস্থিত বর্তির বিল ।
সড়কপথে - কলকাতা থেকে গাড়ি ধরে গুগল ম্যাপের সাহায্য নিয়ে ভায়া ব্যারাকপুর হয়ে পৌঁছে যেতে পারেন বর্তির বিল।
তাহলে সামনের উইকএন্ডে আপনার ভ্রমণের প্ল্যানটা তৈরি তো?