মাছে-ভাতে বাঙালিকে জব্দ করতে পারে এই রান্নাগুলিও...

Tripoto
Photo of মাছে-ভাতে বাঙালিকে জব্দ করতে পারে এই রান্নাগুলিও... 1/1 by Surjatapa Adak

বাঙালি মানেই খাদ্যরসিক । দৈনন্দিন জীবনে রকমারি খাদ্যের আয়োজন না হলে বাঙালির পেট কিংবা মন কোনোটাই তৃপ্ত হয় না । বাঙালিরা ভারত কিংবা ভারতের বাইরে যেকোনো স্থানেই ভ্রমণ করুক না, সর্বত্রই মাছ এবং ভাতের সন্ধান করেন । তবে একটা কথা হলফ করে বলতে পারি, এই ভারতেই এমন কিছু খাদ্য রয়েছে, যা মাছ ভাত প্রেমী বাঙালির মনকে ও বিগলিত করবে ।

চলুন এই বিখ্যাত খাদ্যগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক -

১. গোয়ান ফিশ কারি (গোয়া )

ইট্টি কোদি বা গোয়ান ফিশ কারি গোয়ার অধিবাসীদের কাছে একটি জনপ্রিয় খাবার । শুধু তাই নয় দৈনন্দিন জীবনে তারা এই খাদ্যটিকে পাতে রাখতে একেবারেই ভোলেন না ।এই কারির মুখ্য উপাদান হল নারকেল। তবে স্বাদের ক্ষেত্রে অভিনবত্ব আনতে এরা কাঁচা আম ব্যবহার করেন । এই গোয়ান ফিশ কারি মূলত পমফ্রেট মাছ দিয়েই তৈরি করা হয় । কিন্তু এই কারিটি পমফ্রেট মাছ ছাড়াও কিংফিশ এর সাহায্যে ও বানানো যায় । গরম গরম ভাতের সাথে গোয়ান ফিশ কারির স্বাদটা কিন্ত বেশ চমকপ্রদ।

২. মির্চি বড়া (রাজস্থান )

Photo of Mirchi Bada, Rajasthan State Highway 64, Rohat, Rajasthan, India by Surjatapa Adak

চপ জাতীয় খাবার সমস্ত বাঙালি বেশ পছন্দ করেন । তাই আপনি যদি কখন রাজস্থান ভ্রমণে যান তাহলে এই মির্চি বড়া অবশ্যই ট্রাই করবেন । হ্যাঁ আপাতদৃষ্টিতে লঙ্কার বড়া ঝাল মনে হলেও, এই মির্চি বড়া কিন্তু একেবারেই ঝাল নয় । এই খাদ্যটি বেশ মচমচে এবং লোভনীয় । এক কাপ চায়ের সাথে এই মির্চি বড়ার স্বাদ একেবারেই অন্যরকম ।

৩. ছানাপোড়া ( ওড়িশা )

আমার মনে হয় এই মিষ্টি এর সাথে অনেকেই পরিচিত । দুধ কেটে ছানা বানিয়ে বাদাম এবং চিনির রস মিশিয়ে ঘন্টা খানেক বেক করে এই মিষ্টিটি তৈরী করা হয় । আপাতদৃষ্টিতে ছানাপোড়া অনেকটা কেকের মতো দেখতে হয় । এই বেক করার ফলে এই মিষ্টির মধ্যে একটা অন্যরকম ফ্লেভার খুঁজে পাওয়া যায় । এই খাদ্যটি খেতেও বেশ সুস্বাদু হয় ।

৪. কদো কো রোটি ( সিকিম )

কদো কো রোটি খাদ্যটি মূলত নেপালের প্রধান খাদ্য হিসেবে পরিচিত । তবে বর্তমানে এই খাদ্যটিকে সিকিম রাজ্যটি অধিগ্রহণ করে নিয়েছে । কদো আটা দ্বারা নির্মিত এই রুটি আচার সহযোগে খাওয়া হয় । এই রুটি নির্মাণের প্রক্রিয়াটি হলো - প্রথমে কদো আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করা হয় । এরপর একটি কলাপাতায় সেই ব্যাটারটি ঢেলে তাওয়ায় বসিয়ে কিছুক্ষণ সেঁকে , পরিবেশন করা হয় । সিকিমে এই কদো কো রোটির সাথে টোম্যাটো চাটনি পরিবেশনের রীতি রয়েছে ।

৫. কার্ড রাইস ( অন্ধ্রপ্রদেশ )

অন্ধ্রপ্রদেশে প্রধান খাদ্যতালিকায় শিখরে রয়েছে কার্ড রাইস। এই খাদ্যটি শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয় তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা অঞ্চলে ও বেশ জনপ্রিয় । এই কার্ড রাইস বানানোর জন্য প্রয়োজন টকদই, চাল এবং কিছু সব্জি । এই খাদ্যটিতে অভিনবত্ব আনার জন্য আদা, লঙ্কা এবং কারীপাতা ব্যবহার করা হয় । শেষে জিরে, সর্ষে এবং অল্প বিউলির ডাল সহযোগে তড়কা দিলে এই কার্ড রাইস এর মধ্যে জিভে জল আনা স্বাদ পাওয়া যায় ।

পরিশেষে বলব, উপরিউক্ত স্থানগুলিতে বেড়াতে গিয়ে এই খাদ্য গুলি চেখে দেখতে কিন্ত একেবারেই মিস করবেন না । আর হ্যাঁ, এই খাবারগুলি আপনাকে কতটা মনোরঞ্জিত করলো, কমেন্ট বাক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads