পাহাড়প্রেমীরা কী করতে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তরে সবাই বলবে যে তাঁরা পাহাড়ে বেড়াতে ভালোবাসে। হক কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাঁরা আরও একটা কাজ করেন। পাহাড় চষে বেরিয়ে তাঁরা খুঁজে পেতে বের করেন নানা অচেনা অজানা জায়গা। সেটা কোনও শান্ত, নিরিবিলি গ্রাম হতে পারে আবার পাহাড়ের কোণে লুকিয়ে থাকা কোনও জঙ্গলও হতে পারে। দার্জিলিং গেলে মিরিক যায় না এমন পর্যটক খুঁজে পাওয়া ভার। কিন্তু মিরিকের খুব কাছেই বানকুলুং এর কথা শুনেছেন কি?
কোথায় এই বানকুলুং?
মিরিক থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বানকুলুং। যদি শিলিগুড়ি থেকে যেতে চান তাহলে দূরত্ব পড়বে ৪৮ কিলোমিটার। তবে দুধিয়া হয়ে গেলে একটু কম সময় লাগবে। মিরিক হয়ে যেতে গেলে আগে সৌরেনি যেতে হবে তারপর সেখান থেকে বানকুলুং।
কী কী দেখার আছে?
প্রথমেই বলি, প্রতিদিন গাড়ি নিয়ে ঘুরে অনেক জায়গা দেখব এই মনোভাব থাকলে বানকুলুং আপনার জন্য নয়। যদি আপনি চেনা পরিচিত পাহাড়ি জনপদ থেকে একটু দূরে থাকতে চান বা অযাচিত ভিড় আপনার ভালো না লাগে তাহলে এই জায়গা আপনার জন্য আদর্শ।
এই গ্রামটি ছবির মতো সুন্দর। রয়েছে চোখ জুড়িয়ে দেওয়া ধান আর দারচিনির ক্ষেত। এখানে দুটি নদী আছে। বালাসুন আর মারমা খোলা। যেহেতু গ্রামটি খুব ছোট, তাই পায়ে হেঁটেই পুরোটা ঘুরে নেওয়া যায়। হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন বালাসুন নদীর কাছে।
গ্রামের শেষ বাড়িটি পার করলেই রয়েছে মারমা চা বাগান। এখানেও বেশ খানিকটা সময় কাটানো যায়। কাছেই মারমা নদীও আছে। প্রচুর পাখির ডাক আর সবুজের গালিচা, এই দুটোই কিন্তু এখানে আপনি ভরপুর পাবেন।
হাতে সময় থাকলে দুধিয়া আর বোকার মঠ দেখে আসতে পারেন।
কোন সময়ে যাওয়া যায়
যে কোনও সময়েই যাওয়া যায়। তবে শীতকালে গেল সবচেয়ে ভাল। তবে বর্ষাকালেও এখানে দিব্যি ভাল লাগে। যদিও এই সময় রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভাল থাকে না।
কোথায় থাকবেন?
ছোট গ্রাম যেহেতু সেহেতু এখানে বড় হোটেল বা রিসর্ট নেই। থাকার জায়গা এখানে একটাই। নাম বানকুলুং ইকো রিসোর্ট। যোগাযোগ করতে পারেন ৯৫৪৭১৫৯৩৮৮ বা ৭৪২৭৯৯১৪৯১ এই নম্বরে।
শুধু একটা কথা মাথায় রাখবেন। এই গ্রামে কোনও এটিএম নেই। তাই এখানে আসার আগে যথেষ্ট ক্যাশ নিয়ে আসবেন বা মিরিক থেকে তুলে নেবেন।
নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।
বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।