বৈদিক ভিলেজে সপ্তাহান্তিক বিরতিতে ছুটি কাটাতে যেতেই পারেন...

Tripoto
Photo of Vedic Village Spa Resort, P.O, Bagu, Newtown, Kolkata, West Bengal, India by Surjatapa Adak

একটানা শহুরে পরিবেশে বসবাস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? তাহলে আদ্যপান্ত গ্রাম্য প্রকৃতির সিগ্ধতা এবং সৌন্দর্যকে উপভোগ করার জন্য পৌঁছে যেতে পারেন বৈদিক ভিলেজ স্পা রিসোর্টে । সূর্যের সুপ্রভাত অভিবাদনে দিন শুরু করা থেকে রাতের নিস্তব্ধতার মধ্যে ঝিঁ-ঝিঁ পোকার কোলাহলের মাধ্যমে একটা গোটা দিন সম্পন্ন করা তথা গ্রাম্যতাকে উপলব্ধি করার জন্য এই স্থানটি আদৰ্শ ।

রিসর্টের কক্ষ সম্পর্কে কিছু তথ্য

বৈদিক ভিলেজ স্পা রিসর্টে বিভিন্ন ধরণের কক্ষ উপলব্ধ রয়েছে -

১. সুপিরিয়র রুম - প্রাকৃতিক দৃশ্যসম্পন্ন এই কক্ষগুলি আধুনিকভাবে সজ্জিত । এছাড়াও এই কক্ষগুলিতে আধুনিক সুযোগ সুবিধাগুলি যথাযথভাবে রয়েছে ।

খরচ - এই কক্ষগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৩৮৯৭ টাকার মতো ।

২. স্ট্যান্ডার্ড স্যুট - এই কক্ষগুলি থেকেও প্রকৃতিকে উপভোগ করার সুযোগ রয়েছে । আধুনিকতায় পরিমণ্ডিত এই স্যুটে একটা বিশাল লিভিংরুম রয়েছে । এছাড়াও এই স্যুটের বিশালকার শয্যা, অফিসের কাজ সেরে ফেলার জন্য টেবিল -চেয়ার, বাথটাব, ইত্যাদি রয়েছে ।

খরচ - এই কক্ষগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৪২১৩ টাকার মতো।

৩. ওয়ান বেডরুম স্যুট- বিলাসবহুল এই স্যুটে রাত্রিবাস করার জন্য ওয়ান বেডরুম স্যুটকে বেছে নিতে পারেন । লিভিংরুম সহযোগে এই স্যুটে একটি সুসজ্জিত ব্যালকনিও রয়েছে । আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াও কাঠের ডাইনিং টেবিল, সোফা, কাঠের আলমারি সহযোগে সাজিয়ে তোলা হয়েছে।

খরচ - এই কক্ষগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৪৭৩১ টাকার মতো ।

৪. আর্থ ভিলা -

রাত্রিবাসের জন্য যদি গ্রাম্যতার আভাস খুঁজে পেতে চান তাহলে আর্থ ভিলাকে বেছে নিতে পারেন । এই ভিলাগুলি বাহ্যিকভাবেদেখতে অনেকটা গ্রামের মাটির তৈরি বাড়িগুলির মতো । আর উপরের অংশে খড়ের ছাওনিও রয়েছে । এই ভিলাতে বাস করে গ্ৰাম্যতার সঙ্গে সঙ্গে আধুনিকতার সুযোগ সুবিধাও উপভোগ করতে পারেন ।

খরচ - এই ভিলাগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৫৪৪৩ টাকার মতো ।

৫. লেক ভিলা - প্রাকৃতিকভাবে নির্মিত এই লেকের তীরে গোড়া তোলা হয়েছে এই লেক ভিলা। এই ভিলাতে স্থাপত্য এবং আধুনিকতার যৌথ মেলবন্ধন লক্ষ করা যায় ।

খরচ - এই ভিলাগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৬৯৬৬ টাকার মতো ।

৬. দুই কক্ষ সহযোগে বাংলো

পরিবারের সমস্ত সদস্যদের সাথে ছোট্ট ছুটি কাটাতে এই বাংলোগুলিকে বেছে নিতে পারেন। এই বাংলোর প্রত্যেকটা কক্ষতে একটি করে কিং সাইজ শয্যা, শৌচালয় এবং লিভিং রুম রয়েছে ।বাংলোগুলি লেক ভিউ বা গার্ডেন ভিউ দুইই উপলব্ধ আছে ।

খরচ - এই বাংলোগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ৭৪৫২ টাকার মতো ।

৭. একোয়া হোম রুম - এই বাড়িগুলি অনেকটা স্বপ্নের বাড়ির মতো । ছাদ সহ তিন কক্ষ সম্পন্ন এই বাড়িতে নিজস্ব সুইমিং পুলের ব্যবস্থা আছে । সমস্ত রকম আধুনিকতা সহযোগে এই বাড়িটি একসঙ্গে ৯জন মানুষ থাকার উপযোগী ।

খরচ - এই বাংলোগুলিতে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ১৫২২৮ টাকার মতো ।

৮. জমিদার স্যুট

Photo of বৈদিক ভিলেজে সপ্তাহান্তিক বিরতিতে ছুটি কাটাতে যেতেই পারেন... by Surjatapa Adak

বিলাসিতার সঙ্গে ছুটি কাটানোর জন্য এই স্যুটকে বেছে নিতে পারেন । সুসজ্জিত শয্যা, ভিন্টেজ টেবিল, কাঠের চেয়ার, জ্যাকুজি সহযোগে বাথরুম, চোখ ধাঁধানো টেরাকোটার কাজ যে কোনও পর্যটককে মুগ্ধ করবে ।

খরচ - এই স্যুটে ব্রেকফাস্ট সহ রাত্রিবাসের খরচ - ২৫৫৯৬ টাকার মতো ।

কী কী করবেন?

১. গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন ।

২. পর্যটনের উদ্দেশ্যে এখানে সুইমিং পুল, বনফায়ার, এটিভি রাইডিং, কায়াকিং, সাইকেলিং ইত্যাদির খরচসাপেক্ষে ব্যবস্থা রয়েছে । এছাড়াও বেশ কিছু ইন্ডোর গেমস এরও ব্যবস্থা আছে ।

৩. বৈদিক ভিলেজের দর্শনীয় স্থান হল - টেরাকোটার মন্দির ।

৪. এখানের স্পা এবং ওয়েলনেস সেন্টার রয়েছে । তাই ইচ্ছা করলে স্পা ট্রাই করতে পারেন ।

খাদ্য পরিষেবা

Photo of বৈদিক ভিলেজে সপ্তাহান্তিক বিরতিতে ছুটি কাটাতে যেতেই পারেন... by Surjatapa Adak

বৈদিক ভিলেজের ভিতরে বেশ কিছু রেস্তরাঁ রয়েছে । তবে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা নিজস্বতা লক্ষ করা যায় । যেমন - ভূমি রেস্টুরেন্টে আপনি গ্রামবাংলার রন্ধন কক্ষ এবং খাদ্য রসনাকে উপভোগ করতে পারেন । অগ্নি রেস্টুরেন্টটা অনেকটা বৈঠক খানার আদলে গঠিত । অন্যদিকে ভি- ডেন স্পোর্টস বার এবং লাউঞ্চ হিসেবে পরিচিত ।এই রেস্তরাঁগুলিতে বাঙালি খাবার থেকে চাইনিস্ এমনকি অ্যালকোহলও উপলব্ধ আছে ।

Photo of বৈদিক ভিলেজে সপ্তাহান্তিক বিরতিতে ছুটি কাটাতে যেতেই পারেন... by Surjatapa Adak

বৈদিক ভিলেজে করোনা পরিস্থিতি মূলক সতর্কতা - করোনা পরিস্থিতির কারণে এখানে সমস্ত রকমের নিয়মাবলী মেনেই এখানে অথিতি আপ্যায়ন করা হচ্ছে । প্রবেশের আগে যথাযথভাবে চেকিং, দূরত্ব বজায় রাখা, কক্ষগুলিকে স্যানিটাইজ করা ইত্যাদি বিধিগুলি যথোপযুক্ত মেনে চলা হচ্ছে ।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গাড়ি ভাড়া করে ঘণ্টা দেড় দুয়েক পথ অতিক্রম করে পৌঁছে যেতে পারেন বৈদিক ভিলেজ।

ঠিকানা - শিখরপুর, লাউহাটির নিকটে ,রাজারহাট , কলকাতা - ৭০০১৩৫ ।

তাহলে আর দেরি কেন? গ্রাম্য পরিবেশের সঙ্গে বিলাসীয় অভিজ্ঞতার সাক্ষী থাকতে একটা ছুটির দিনে সপরিবারের ঘুরেই আসুন বৈদিক ভিলেজ।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads