পর্যটকদের চোখ ধাঁধানো এমনই কিছু স্বপ্নের বাড়ি থেকে আপনিও একবার ঘুরে আসতে পারেন...

Tripoto
Photo of পর্যটকদের চোখ ধাঁধানো এমনই কিছু স্বপ্নের বাড়ি থেকে আপনিও একবার ঘুরে আসতে পারেন... 1/1 by Deya Das
ছবি সংগৃহীত

প্রতিটি মানুষের একটি ইচ্ছা থাকে কোনওদিন হয়তো তার স্বপ্নের বাড়ি হয়ে উঠবে তার বর্তমান আবাসন। সেই স্বপ্ন পূরণ করতে মানুষ ক্রমাগত এগিয়ে চলে তার কাজের দিকে। ঠিক এইরকমই ভারতবর্ষের বুকে বিভিন্ন জনপ্রিয় মানুষের বেশকিছু স্বপ্নের বাড়ি রয়েছে, যেগুলি দেখার জন্য বহুদূর থেকে মানুষজন ছুটে আসেন। উপভোগ করেন সেগুলির সৌন্দর্য আর স্বপ্ন দেখেন কোন একদিন এই বাড়িগুলিতে সময় কাটানোর।

১. বাজাজ ম্যানশন ওয়াদ্ধা (মহারাষ্ট্র)-

গান্ধী চৌক নামে পরিচিত এই জমকালো ভবনটি তৈরি করেন গান্ধীজীর অন্যতম প্রিয় বন্ধু বাজাজ গ্রুপের প্রতিষ্ঠাতা জামাল বাজাজ। এই ভবনটি দেখার জন্য বহুদূর থেকে মানুষজন আসেন। শোনা যায়, গান্ধীজীর অনুপ্রেরণাদায়ক কথাবার্তা শুনতে তখনকার দিনে বহু মানুষের ভীড় উপচে পরতো এই বাড়িটিতে। শুধু তাই নয় এই ভবনটি আজও ভারতবর্ষের স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়।

স্মৃতি বিড়জিত এই ভবনটির সৌন্দর্য সত্যিই সুন্দর (ছবি সংগৃহীত)

Photo of Bajaj Mansion, Bapu Colony, Amravati, Maharashtra, India by Deya Das

২. আন্টিলিয়া হাউস (মুম্বই)-

১৭৩ মিটার উচ্চতা সম্পন্ন ২৭ তলা বিশিষ্ট বাড়িটি মুম্বই-এর স্কাই লাইনের এক অন্যতম আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বাড়িটির মালিক হলেন মুকেশ আম্বানি। বিশাল বিলাসবহুল এই বাড়িটি ছাদ থেকে সমস্ত মুম্বই শহরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। এই বাড়ির একটি তলায় মুকেশ আম্বানির গাড়িগুলি রাখার জন্য সুবন্দোবস্ত রয়েছে। বাড়িটির প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু হল এখানে পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষার শক্তিকে ব্যবহার করা হয়েছে। বাড়িটির চারটি তলাতে সেই শক্তিকে কাজে লাগিয়ে একটি ঝুলন্ত বাগান নির্মাণ করা হয়েছে। বাগানের সাহায্যে সমস্ত সূর্য রশ্মি এই বাড়ির দিকে আকর্ষিত হয়।

ছবি সংগৃহীত

Photo of Antilia, Tardeo, Mumbai, Maharashtra, India by Deya Das

৩. জলসা হাউস-

পরিচালক রমেশ সিপ্পি তাঁর সত্তে পে সাত্তা চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে এই বাড়িটি তিনি উপহার দিয়েছেন। এই বাড়িটি একটি সম্পূর্ণ সিনেমার সেটের মতো করে তৈরি করা হয়েছে। বাড়ির মধ্যে একটি আকর্ষণীয় সিঁড়ি রয়েছে এবং তার দু’পাশের দেওয়াল সুন্দর সুন্দর ছবি দিয়ে সজ্জিত। এই বাড়িটিতে এখনও কোন কোন পরিচালক সিনেমার শুটিং-এর জন্য ব্যবহার করে থাকেন।

ঠিক যেন কোনও স্বপ্নপুরী (ছবি সংগৃহীত)

Photo of JALSHA, Danda Coastal Road, Patil Pada, Danda Village, Khar Danda, Mumbai, Maharashtra, India by Deya Das

৪. মান্নাত হাউস (মুম্বই)-

প্রিয় অভিনেতা শাহরুখ খানের এই বিলাসবহুল বাড়িটি দেখার জন্য বহু পর্যটক ঘণ্টার পর ঘণ্টা এখানে কাটান। ২০০ কোটি টাকা খরচ করে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে যা ভারতের দ্বিতীয় বিলাসবহুল ম্যানশনগুলির মধ্যে একটি বাড়িটির ভিতরে রয়েছে মিনিট থিয়েটার সুইংপুল লাইব্রেরি ইত্যাদি শয়ন কক্ষে রয়েছে এম এফ হুসেন-এর আঁকা বিখ্যাত চিত্র এই বাড়িটি শাহরুখ খান এবং তার পরিবারের স্বপ্নের বাড়ি তাই বাড়িটির নাম মান্নাত হাউস।

মান্নাত হাউস (ছবি সংগৃহীত)

Photo of Mumbai, Maharashtra, India by Deya Das

৫. আনন্দ রাঙ্গা পিল্লাই ম্যানশন (পন্ডিচেরি)-

১৭৩৫ সালে ফরাসি গভর্নর জোসেফ ফ্রাঞ্চাইস ডুপ্লেইক্স- এর নামে প্রথমে মেনশনটি নাম থাকলেও, পরবর্তীতে আনন্দ রাঙ্গা পিল্লাই নামে পরিচিত হয়। পন্ডিচেরির গ্র্যান্ড বাজারের বিপরীতে রাঙ্গা পিল্লাই স্ট্রিটে এই বাড়িটি অবস্থিত। বাড়িটির আভ্যন্তরীণ স্থাপত্য ভাস্কর্য সত্যিই অভূতপূর্ব।

ছবি সংগৃহীত

Photo of Ananda Rangapillai House, MG Road Area, Puducherry, India by Deya Das

৬. ইউ. বি. সিটি (ব্যাঙ্গালোর)-

বিজয় মাল্যর এই সুবিশাল রাজপ্রাসাদ সমতুল্য পেন্টহাউসটি ব্যাঙ্গালোরের আকাশে এক অনন্য নক্ষত্র। হেলিপ্যাডের সাহায্যে ৩৬০° তে পুরো শহরটিকে দর্শন করা যায়। সাদা কাঠের সঙ্গে কাঁচের টুকরো মিলিয়ে এই বিশাল বাড়িটি তৈরি করা হয়েছে, যা পর্যটকদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয়।

ছবি সংগৃহীত

Photo of Bangalore, Karnataka, India by Deya Das

৭. দি ৪২ (কলকাতা)-

কলকাতার ৪২ নং চৌরঙ্গী রোডে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম এই বিল্ডিংটি অবস্থিত। ৬৫ তলা এই বিল্ডিংটির উচ্চতা প্রায় ৮৭৯ ফুট। বর্তমানে এটি দেশের সবচেয়ে উচ্চতম বিল্ডিং হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বিল্ডিং-এর সামনে রয়েছে ময়দান এবং পাশে রয়েছে প্রবাহিত হুগলি নদী।

ছবি সংগৃহীত

Photo of THE 42 BUILDING, Little Russel Street, Kankaria Estates, Park Street area, Kolkata, West Bengal, India by Deya Das

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads