ভারতে খাদ্যবৈচিত্র্যের তালিকাটা দীর্ঘ, তবে এই দেশের মানুষজন যে ম্যাগি ও চা – এই দুটি খাদ্য ও পানীয় বিশেষভাবেই ভালবাসেন তা বলাই বাহুল্য | শীতল মরুপ্রদেশ লাদাখ থেকে পশ্চিমঘাট পর্বতমালা ভ্রমণ কিংবা কোনও কষ্টসাধ্য ট্রেক অতিক্রম করার পর কোনও শীতল সুউচ্চ স্থানে এক কাপ চা এর সঙ্গে গরম গরম ম্যাগির স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে |
একটা কঠিন যাত্রার পর, এই বিশ্বাসযোগ্য ছোট্ট দোকানগুলোর খাদ্য আপনার ভ্রমণের দিনগুলোকে আরও মধুময় করে তুলতে সক্ষম | আজ এই ব্লগে এমনই কিছু চা-এর সন্ধান রইল|
১। সুউচ্চ পার্বত্য অঞ্চল ছাঙ্গ- লার চা-এর দোকান

ছাঙ্গ-লা অঞ্চলের এই দোকানটি সম্ভবত ভারত তথা বিশ্বের উচ্চতম চা-এর দোকান হিসেবে পরিচিত (Via) | আরও পড়ুন ‘Trip to Pangong Tso Lake’ লেখাটি।
২। ক্ষীর গঙ্গায় হিপ্পি ট্রেইল-এর নিকটবর্তী প্রসিদ্ধ ঠাপড়ি চা আস্বাদন-

ক্ষীর গঙ্গা ট্রেইল (via) সম্পর্কে জানতে- সম্ভব-এর লেখনী ‘untouched heaven - Tosh & kheerganga’ পড়ুন |
৩। চা, ট্রেক, ম্যাগি এবং ত্রিউন্ড-এর অকল্পনীয় সৌন্দর্য
ট্রেক করে ত্রিউন্ড পৌঁছে ঠাপড়ি চা সহযোগে সুস্বাদু ম্যাগির স্বাদ গ্রহণ এবং তাঁবুতে রাত্রিবাস করে পাহাড়ি জীবনযাত্রা উপভোগ করে আসতে পারেন |

একটা রোমহর্ষক ট্রেকের শেষে আপনার জন্য অপেক্ষা করে আছে ঠাপড়ি চা| (Via)
অভিনাশ এর লেখনী ‘Whispers in the Mountains| Triund HP’ পড়ুন |
৪। দুধসাগরে জলপ্রপাতের মনোমুগ্ধকর পরিবেশ

দুধসাগর জলপ্রপাতের জলে ভেজার সাথে সাথে চা প্রিয় মানুষ এক কাপ চা-এর সাথে মনটাকেও চা এর স্বাদে ভেজাতে পারেন
দুধসাগর জলপ্রপাত (via)
৫। হিমশীতল গুরুদংমার লেক-এ এক কাপ ঠাপড়ি চা একটুকরো উষ্ণতার আবেশ এনে দিতে পারে

ভ্রমণ প্রিয় মানুষের মনে অন্য রকম উন্মাদনার সৃষ্টিকারী এই লেক টি | (via)
৬। লোনাভালায় ভ্রমণকালে আপনার একমাত্র লক্ষ্য হতে পারে স্যুপ ভেজ ম্যাগি।

(via)
শম্পা-র লেখনী 'From the coffee table to the plateau' পড়ুন|
৭। মুন্নার-এর চা বাগান পরিবেষ্ঠিত অঞ্চলের প্রসিদ্ধ চাইওয়ালা থেকে চা এর স্বাদ আহরণ করে নিতে পারেন

মুন্নার-এর চা বাগান (via) ও এখানে ভ্রমণ সম্পর্কিত তথ্য জানতে গায়েত্রীর লেখনী ' Monsoon in Munnar' পড়ুন|