ঝাড়গ্রামের জঙ্গলে হারিয়ে যাওয়া অভিজ্ঞতা...

Tripoto
29th Jul 2019
Day 1

সান্দাকফু ট্রেক করেছিলাম মাস তিনেক আগে,

তার অভিজ্ঞতা আমার কাছে অতুলনীয়। তাই সেই অভিজ্ঞতার আমেজেই দিব্যি কাটিয়ে দিলাম বেশ কিছুদিন। কিন্তু গোলমাল হল এই যে নিজের পড়াশুনা, বাড়ির কাজকর্ম ইত্যাদির মধ্যে যেন সময় কিছুটা থমকে গেছে। সেই সঙ্গে জীবনও যেন কোনও বৃত্তাকার পথে অনবরত ঘুরে চলেছে।

সে পথ বড্ড চেনা তাই একঘেয়ে, সে পথের ধারে নতুন প্রকৃতি নেই, সে পথে কোনো নতুন লোক নেই, সে পথে জ্ঞান নেই, রহস্য নেই, রোমাঞ্চ নেই, উদ্বেগ নেই, শুধু যেন ঘুরে চলেছে। অক্টোবর মাসে ফ্যান এর মত, যার প্রয়োজন আছে না নেই - সেটা বড় কথা নয়, চলতে হয় তাই চলছে। আসলে যে ছেলেটা মাস তিনেক আগে আস্ত পৈত্রিক বাড়ি ছেড়ে, সাত দিন অক্লান্ত পরিশ্রম করে পায়ে হেঁটে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 হাজার ফুট ওপরে খোলা আকাশ, মুক্ত বাতাস, তারা'র নিচে রাত কাটিয়েছে সে ছেলে কি আর ঘরের চার দেওয়ালের মধ্যে সুখ পায়? স্বর্গীয় সে অনুভূতি! তাই এসব কিছুর মধ্যে মন বারে বারে চায় একটু রিফ্রেশমেন্ট, একটু নতুনের স্বাদ । তাই আমি এবং আমার বন্ধু শুভাশিস দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার পক্ষীরাজে চেপে, -গন্তব্য বেলপাহাড়ি,ঝাড়গ্রাম।

কলকাতা থেকে বেলপাহাড়ি মোটামুটি 180 কিলোমিটার জানি না কী আছে ওখানে কিন্তু এটা জানি অনেক কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আমরা। তাই আর দেরি না করে সকাল সকাল রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে, ঘড়িতে সকাল 6 টা Kona express highway ছেড়ে NH-6, মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে ধরে প্রথম halt কোলাঘাট। কোলাঘাট এর বিখ্যাত ধাবা Sher-e Punjab সকালের ব্রেকফাস্ট সেরে সকাল 9 টা নাগাদ রওনা দিলাম ঝাড়গ্রাম এর উদ্দেশ্যে। খড়গপুর পৌছাতে পৌছাতে লেগে গেল আরও ঘন্টা দুয়েক। খড়গপুর থেকে NH-6 মুম্বই হাইওয়ে রোড ছেড়ে পৌঁছলাম পশ্চিম মেদনীপুর টাউনে।

এখানে একটা কথা না বললেই নয়, এই পশ্চিম মেদিনীপুরে কাজের উদ্দেশ্যে বেশ কিছু দিন ছিলাম, কিন্তু আশপাশটা সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি। সুতরাং দ্বিতীয় সুযোগে বেশ ভালই লাগছে লাল মাটির ভাঙাচোরা রাস্তা, জঙ্গল মহলের মধ্যে মধ্যে দিয়ে মেদিনীপুরের উপর দিয়ে যাচ্ছি। জঙ্গলমহল নামটা আমাদের কাছে খুব একটা পরিচিত নাম, এই নামটা সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা কৌতুহল মনের মধ্যে এখনও বাসা বেঁধে রয়েছে! যাইহোক শেষমেষ বেলা সাড়ে 12 টা নাগাদ আমরা পৌঁছালাম বেলপাহাড়ি। এখানে এসে মনে হচ্ছে উষ্ণতা কোলকাতার চেয়ে এখানকার একটু হলেও বেশি। আশেপাশে খুব একটা দোকান পাট নেই এমনকি ATM, একটা পেট্রোল পাম্পও নেই, কিছুই নেই বললে চলে। একটা ছোট্ট খাবারের দোকান খুঁজে পেয়ে ওখানেই দুপুরের অন্নাহার সেরে ফেললাম। সবজি ভাত আর একটা ওমলেট নিয়ে হল মাথাপিছু 50 টাকা। এর থেকে বেশি কিছু এখানে আশা করা বৃথা। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে কিছু স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বলে জানার চেষ্টা করলাম এখানে দেখার কী কী আছে। বলাবাহুল্য, কলকাতা থেকে এত দূরে দু'জন বাইক চালিয়ে এসেছি কেবল মাত্র একদিন ঘুরতে - সে কথা শুনে এবং আমাদের আগ্রহ সম্বন্ধে অবগত হওয়া মাত্র স্থানীয় কয়েকজন বেশ আনন্দের সঙ্গে কথা বললেন। ওনাদের কাছ থেকে জেনে শুনে নিয়ে ইতিমধ্যে আমরা বেলপাহাড়ি'র কয়েকটা জায়গা ঘুরে দেখে নিলাম। ঘাগড়া জলপ্রপাত,খন্দরণি হ্রদ,তারাফেনি নদীর বাঁধ ইত্যাদি কিন্তু সব গুলির মধ্যে অন্যতম যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো গাদ্রিসিনি পাহাড়।

গাদ্রিসিনি খুব উঁচু নয় হয়তো 300 মিটার হবে, টিলাও বলা চলে, কিন্তু সম্পূর্ণ সবুজে ঘেরা ছোট্ট এই পাহাড়টার বিশেষত্ব এই যে জনমানবহীন গহন পাহাড়ী অরন্যের মধ্যে থেকে আমরা দু'টি ছাড়া আর কোনো কাকপক্ষিও চোখে পড়লো না চারিদিকে নিস্তব্ধ, সবুজ আর সবুজ, প্রকৃতি যেনো ধ্যানে বসেছে এখানে। এ দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। বৈকাল 5 টা, বন্ধুটি বলে উঠলো "চল চল আমাদের বের হতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে" কি আর করা যায় ফিরতে তো আমাদের হবেই। কিছু ফটোগ্রাফি করে নিয়ে তড়িঘড়ি আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।

অবশেষে বেশ কিছু কথা না বললেই নয়...

আপনারা যদি কলকাতা থেকে এখানে আসতে চান কিছু জিনিস মাথায় রাখবেন। কিছু শুকনো খাবার নিজের কাছে রাখবেন কারণ, খাবারের দোকান খুবই কম এদিকে আর যদি আপনারা বেলপাহাড়ি তে থাকতে চান তাহলে অতি অবশ্যই ঝাড়গ্রাম এর কাছাকাছি একটা লজ বা হোমস্টে কিছু একটা নিয়ে নেবেন। বাইকে আসতে চাইলে গ্রুপ করে আসুন আর যদি আপনারা পরিবার নিয়ে আসতে চান তাহলে অবশ্যই একটা গাড়ি বুক করে নেবেন ঝাড়গ্রাম থেকে, আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য। মনোযোগ এবং কৌতূহলের সঙ্গে আমার এই অভিজ্ঞতাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak
Photo of Jhargram, West Bengal, India by Kolkatar Pulak

Further Reads