বিশ্ব পরিবেশ দিবসে একবার দেখি নিন গ্রিন হলিডে ডেস্টিনেশনগুলো...

Tripoto
Photo of বিশ্ব পরিবেশ দিবসে একবার দেখি নিন গ্রিন হলিডে ডেস্টিনেশনগুলো... 1/1 by Aninda De
ছবি সংগৃহীত

ট্রিপ, ভ্যাকেশন, গেটওয়ে - ছুটির তো হাজার রকম নাম শুনেছি, কিন্তু কখনও কি সৌভাগ্য হয়েছে গ্রিন হলিডেতে বেরিয়ে পড়ার? আসলে গ্রিন হলিডে হল ইকো-ট্যুরিজমেরই একটি অংশ। পরিবেশ সচেতন ভাবে এমন ভ্রমণ যা গড়পড়তা ডেস্টিনেশনগুলিকে পিছনে ফেলে এগিয়ে যায় প্রকৃতির কাছে, প্রাকৃতিক জগৎ এবং পরিবেশকে আরও কাছ থেকে দেখার, জানার উদ্দেশ্য নিয়ে। গ্রিন হলিডের অন্যতম লক্ষ্য হল দূষণ বা কার্বন ফুটপ্রিন্ট একেবারে কমিয়ে আনা এবং পর্যটকদের পরিবেশের স্পর্শকাতর দিকগুলি সম্পর্কে জানানো। ভবিষ্যতে পরিবেশ দূষণ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো উপসর্গের হাত থেকে বাঁচতে গ্রিন হলিডেই হয়ে উঠবে আমাদের ভ্রমণের কাঙ্ক্ষিত উপায়।

আসুন দেখেনি দেশে বিদেশের এমন কিছু গ্রিন হলিডে ডেস্টিনেশন যেগুলি আগামী দিনে হয়ে উঠবে বিখ্যাত ট্যুরিস্ট স্পট।

কেরালা, ভারতবর্ষ

দক্ষিণ এশিয়ার সাস্টেনেবল ট্যুরিজমের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতের কেরালার নাম। কেরালার থেনমালা বা কুম্বলঙ্গী গ্রামগুলিতে পর্যটকদের খাঁটি দক্ষিণ ভারতীয় গ্রামীণ রীতিনীতি অনুযায়ী আপ্যায়ন করা হয় এবং গ্রামীণ জীবনে তাদের অন্তর্ভুক্ত করা হয়। এই অঞ্চলের বনাসুর রিসর্ট কেরালা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইকো ফ্রেন্ডলি হোটেল। দেশের মধ্যে গ্রিন হলিডে উপভোগের অন্যতম সেরা জায়গা এটি।

বোর্নিয়ো, মালয়েশিয়া

গ্রিন হলিডের মধ্যে চাই একটু রোমাঞ্চের ছোঁয়া? তাহলে ইকো অ্যা়ডভেঞ্চারের স্বাদ নিতে চলে আসুন সাউথ ইস্ট এশিয়ার মালয়েশিয়াতে, বোর্নিয়োর জঙ্গলে। যেতে পারেন কিনাবালু পর্বতের উপরে ২ দিনের ট্রেকে বা স্থানীয় জঙ্গলে করতে পারেন ক্যাম্পিং এবং সাফারি। দেখতে পারবেন প্রায় ১২০০ প্রজাতির অর্কিড এবং রেন ফরেস্ট অঞ্চলের নানান প্রজাতির পাখি, প্রাণী এবং উদ্ভিদ। আদর্শ গ্রিন হলিডের সঙ্গে বিদেশ ভ্রমণের রোমাঞ্চ।

অরুণাচল প্রদেশ, ভারতবর্ষ

ভারতবর্ষের মধ্যে ইকো ফ্রেন্ডলি ট্র্যাভেলের কথা উঠলে কিন্তু মানুষের মনে ভেসে আসে বিভিন্ন জঙ্গল বা অভয়ারণ্যের কথা। কিন্তু ভারতবর্ষের গোটা নর্থ ইস্ট প্রান্ত জুড়ে রয়েছে এমন কিছু ডেস্টিনেশন যার দুর্গমতাই তাদেরকে এনে দিয়েছে পরিবেশ বান্ধবতার শক্তি। অরুণাচল প্রদেশ এদের মধ্যে ইকো ট্যুরিজমের জন্যে আদর্শ একটি গন্তব্য যেখানে পর্যটকরা ক্রমশ নতুন নতুন স্থান আবিষ্কার করেছেন। ভবিষ্যতে অরুণাচল প্রদেশ একটি আন্তর্জাতিক মানের ইকো ফ্রেন্ডলি গ্রিন ডেস্টিনেশন হয়ে উঠবে, তাই সময় থাকতেই ঘুরে আসুন এই গ্রিন হলিডে থেকে।

আমাজন রেন ফরেস্ট, ব্রাজিল

পৃথিবীর সামগ্রিক অক্সিজেনের এক পঞ্চমাংশ অর্থাৎ প্রায় ২০ শতাংশই তৈরি হয় আমাজনের গহীন জঙ্গলে। রহস্যে মোড়া এই জঙ্গলের বেশিরভাগ অংশেই এখনো আধুনিক সভ্যতা গিয়ে পৌঁছতে পারেনি। কিন্তু প্রকৃতিপ্রেমী পর্যটকদের প্রচেষ্টায় শুরু হয়েছে ইকো ফ্রেন্ডলি গ্রিন ট্যুরিজমের। প্রায় প্রতিটি নতুন ট্রিপেই অজানা অচেনা পশু, পাখি বা গাছপালার সম্মুখীন হন পর্যটকরা। বিবর্তনবাদের রহস্যের লুকানো দিকগুলির সঙ্গে সাক্ষাত মুলাকাৎ করতে চাইলে যেতে হবে আমাজনের জঙ্গলে।

কুর্গ, ভারতবর্ষ

সাধ আর সাধ্যের মধ্যেই করতে চাইছেন গ্রিন হলিডে। তাহলে ব্যাঙ্গালোর থেকে ওভার নাইট বাসে করে চলে আসুন কুর্গে, থাকুন কফি প্ল্যান্টেশনের ভিতরে গ্রাম্য পশ্চিমঘাট পর্বতমালার বুকে অবস্থিত হোম স্টের অতিথি হয়ে। ঘন সবুজে ঘেরা এই উইকেন্ড ট্রিপটি হয়ে উঠতে পারে আপনার গ্রিন হলিডের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। কুর্গের আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী দেখার সুযোগ ছাড়াও অন্যতম আকর্ষণ এখানকার কুইজিন, কফি আর হাতে তৈরি চকোলেট।

কোস্টা রিকা, উত্তর আমেরিকা মহাদেশ

https://www.instagram.com/p/CPs5UoRnVk9/

গ্রিন হলিডের অন্যতম মুখ্য উদ্দেশ্য হল পর্যটন সম্পর্কিত কার্বন নিষ্ক্রমণ একবারের শূন্যে নামিয়ে আনা। অন্য দিকে কোস্টা রিকার লক্ষ্য ২০২১ সালের মধ্যেই নিজেদের একটি কার্বন নিউট্রাল ডেস্টিনেশন হিসেবে স্থাপন করা। তাই ইকো-ট্যুরিজমের ক্ষেত্রে অন্যতম অগ্রগামী দেশ হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের তুলে ধরেছে এই দেশটি। কোস্টা রিকার প্রাকৃতিক সৌন্দর্য, জীব বৈচিত্র এবং অপরিচিত ডেস্টিনেশন গুলি অচিরেই হয়ে উঠতে চলেছে আগামী দশকের ওয়ার্ল্ড ডেস্টিনেশন।

মেঘালয়, ভারতবর্ষ

নর্থ ইস্টের আরেক অপরূপ গ্রিন হলিডে ডেস্টিনেশন হল মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জী, মওলিংলং, মৌসিনরম, নোংরিয়াত ইত্যাদি জায়গাগুলি আন্তর্জাতিক স্তরে পরিবেশপ্রেমী ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে বিগত কয়েক দশকে। ইকোট্যুরিস্টরা এখানকার স্থানীয় অধিবাসীদের সাথে পার্টনারশিপ গড়ে তুলে মেঘালয়কে আন্তর্জাতিক স্তরে আরো জনপ্রিয় করার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই ভারতীয় পর্যটকদের জন্যে মেঘালয় সাধ্যের মধ্যেই একটি আদর্শ গ্রিন গন্তব্য।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads