"It is too dangerous for a woman in India to travel alone."....সাধারণত এমনটাই মনে করা হয়ে থাকে যে কোনও মেয়ের পক্ষে একা ভারতে এবং ভারতের বাইরে ভ্রমণ করাটা বেশ অসাধ্য বিষয়, একইসঙ্গে অন্যান্য আরও অনেক বিপদ ডেকেও আনতে পারে।
কিন্তু আমাদের এই প্রতিবেদনের উদ্দেশ্য কিছুটা আলাদা... আমরা এই রচনার মধ্যে দিয়ে স্বাধীনচেতা যে-সকল মেয়েরা একা ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য কয়েকটি নিরাপদ জায়গার কথা বলব।
গোয়া
প্রথমেই যে স্থানের কথা আমরা উল্লেখ করব তা হল গোয়া। সম্প্রতি প্ল্যান ইন্ডিয়া কর্তৃক প্রস্তুত এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক থেকে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় যে, গোয়া ভারতের মধ্যে অন্যতম নিরাপদ জায়গা। মেয়েদের সোলো ট্রিপের জন্য।
![Photo of Goa, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604653091_1520926252_1509608496_pexels_photo_194541.jpeg.webp)
লাদাখ
বরফ এবং হিমবাহ উপত্যকা ঘেরা লাদাখের প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন মনোরম, তেমনই অন্যদিকে লাদাখের সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাছাড়া কোনও মেয়ে যদি সোলো ট্রিপের প্ল্যান করে থাকে, তার পক্ষেও আদর্শ বলা যেতে পারে।
![Photo of Ladakh by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604653862_1520926310_1449565928_l5_2.jpg.webp)
পণ্ডিচেরি
এককালীন ফরাসি উপনিবেশ হিসেবে পরিচিত পণ্ডিচেরি, তার স্থাপত্যশৈলী এবং বিস্তীর্ণ সমুদ্রতটের সৌন্দর্যে পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। এছাড়া নিরাপদে ভ্রমণের পক্ষেও জায়গাটি আদর্শ বলতে পারি।
![Photo of Pondicherry, Puducherry, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654099_1520926318_1449577679_1439448106_img_20150809_071904_001.jpg.webp)
শিলং
‘স্কটল্যান্ড অফ ইস্ট’ নামে পরিচিত শিলং-এর সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই... শিলং-এর মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্যই এখানে সোলো ট্রাভেলারদের ভিড় লক্ষ করা যায়।
![Photo of Shillong, Meghalaya, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654236_1520926326_1449577501_img_2122.jpg.webp)
হাম্পি
ইতিহাস পড়তে যারা ভালবাসেন, তারা অবশ্যই হাম্পি ভ্রমণ করতে পারেন, প্রাচীন স্থাপত্যকৃতির অবিস্মরণীয় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে একথা নিঃসন্দেহে বলতে পারি. সুদূর অতীতে এই স্থানটি পরিচিত ছিল বিজয়নগর নামেও।
![Photo of Hampi, Karnataka, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654406_1520926332_1449578056_hampi_virupaksha_temple.jpg.webp)
গুয়াহাটি
ভারতবর্ষের যে সাতটি রাজ্যকে একত্রে ‘সেভেন সিস্টারস’ বলা হয়ে থাকে, গুয়াহাটি হল তার মধ্যে অন্যতম... মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ এই রাজ্যের অন্যতম প্রধান বিষয়...
![Photo of Gauhati, Assam, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654516_1520926344_1449654359_img_20141105_222750.jpg.webp)
নৈনিতাল
একটা সময়ে লেকসমৃদ্ধ এই শহরটি রাজা-বাদশাসহ ব্রিটিশ উপনিবেশ শাসকদের শীতকালীন অন্যতম উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ছিল, এখানকার পরিবেশ সুন্দর... জলবায়ু বেশ আকর্ষক বলতে হবে।
![Photo of Nainital, Uttarakhand, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654633_1520926353_1449655115_nainital.jpg.webp)
লাওউল এবং স্পিতি
পার্বত্য উপত্যকা দিয়ে ঘেরা এই মরুভূমি প্রদেশ সোলো ট্রিপের পক্ষে আদর্শ বলতে হবে, একইসঙ্গে এখানকার মানুষের উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই।
![Photo of Lahaul And Spiti, Himachal Pradesh, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654759_1520926369_1449656752_1442303839_dsc_0744.jpg.webp)
উদয়পুর
রাজকীয় প্রাসাদ এবং স্থাপত্যশৈলীর পাশাপাশি, উদয়পুরের মানুষের নির্ভেজাল আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে, এখানকার মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করে যে, ‘অতিথি দেব ভবঃ’, যার অর্থ অতিথি হলেন দেবতা, নারায়ণ।
![Photo of Udaipur, Rajasthan, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604654936_1520926376_1449655493_udaipur2_jpg.jpg.webp)
ধর্মীয় স্থান হিসেবেই নয়, ভারতীয় প্রাচীন ঐতিহ্যের শিকড় খুঁজতে অবশ্যই আপনি বারাণসী ভ্রমণ করতে পারেন... মেয়েদের জন্য শহরটি নিরাপদ বলতে পারি।
![Photo of Varanasi, Uttar Pradesh, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604655092_1520926383_1449655636_1400757_10154876792625445_1369450580572467927_o.jpg.webp)
সিকিম
একদিকে পাহাড়, অন্যদিকে সুগভীর গিরিখাত... আবার পাহাড়ে গা-বেয়ে বড় হয়ে চলা চা-বাগানের অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ আপনাকে বারবার এই শহরমুখী করতে বাধ্য করবে।
![Photo of Sikkim, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604655231_1520926406_1449655994_1443607953_dscn1267.jpg.webp)
মুন্নার
আপনি কি ‘গডস ওনস কান্ট্রি’ কেরালা ঘুরে দেখতে চান? তাহলে অবশ্যই আপনি একবার মুন্নার ভ্রমণ করতে পারেন... সবুজে ঘেরা, চা-বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
![Photo of Munnar, Kerala, India by Never ending footsteps](https://static2.tripoto.com/media/filter/nl/img/2033349/TripDocument/1604655442_1520926414_1449656386_munnar_hillstation_kerala.jpg.webp)