বিশ্বের বিভিন্ন প্রান্তে মহিলাদের পক্ষে নিরাপদে একলা ভ্রমণ করার জন্যে গন্তব্যস্থলের এই তালিকাটি তৈরি করেছি আমার নিজেরই বাকেট লিস্ট থেকে, যাতে প্রতিটি ডেস্টিনেশন আপনাকে এনে দেয় মুক্তির আশ্বাস আর স্বাধীনতার স্বাদ। মহিলা পর্যটকদের মাঝে একলা ভ্রমণ করার প্রবণতা ক্রমবর্ধমান এবং পৃথিবীর বুকে তাদের প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এই তালিকার প্রতিটি স্থানে মহিলারা একলা কিন্তু সম্পূর্ণ নিরাপদে ছুটি কাটাতে পারবেন, উপভোগ করতে পারবেন।
তাই আপনার চোখেও যদি থাকে সারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন, তাহলে দেখে নিন আমাদের তালিকার এই ৯টি স্থান। আসলে জীবন বড়ই সীমিত, আর এই পৃথিবী সুবিশাল, তাই এগিয়ে যান, পৃথিবী এসে পড়ুক আপনার নির্ভীক দু'কদমের তলায়।
১. কিয়োটো, জাপানি রাজপ্রাসাদের দরবার
প্রথমেই আমরা জেনে নেব কিয়োটোর কথা, সোলো ফিমেল ট্র্যাভেলারদের জন্য অন্যতম সেরা ঘুরতে যাওয়ার অপশন। শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন মন্দির, আর্ট গ্যালারি এবং হেঁটে দেখার মতন অসাধারণ সুন্দর জাপানি বাগান। শুধু কিয়োটো নয়, সমগ্র জাপানকেই মহিলা পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ বলে গণ্য করা হয়। তাই গভীর রাতে, চাঁদের আলোয় চেরি ব্লসম দেখার জন্যে বেড়িয়ে পড়লেও নেই কোনও ভয়।
কিয়োটোর কাগাই অঞ্চলে, যার আক্ষরিক মানে হল ফুলের শহর, আপনি গেইকো এবং মাইকোর সঙ্গে টিহাউস প্লে উপভোগ করতে পারেন, নিতে পারেন গেইশা সংস্কৃতির স্বাদ, যেখানে শিল্পীরা ট্র্যাডিশনাল জাপানি বাদ্যযন্ত্র পরিবেশন করেন।
২. ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা অভিজ্ঞতা
নিরাপদ, সুলভ, মহিলা পর্যটকদের জন্য এরকম ভাল ঘোরার জায়গা আর কোথায়? ভিয়েতনাম যেন একগুচ্ছ অনির্বচনীয় অভিজ্ঞতার সম্ভার - আছে নজরকাড়া সমুদ্রতট, বৌদ্ধ প্যাগোডা, অসংখ্য নদী এবং এমন এক সংস্কৃতি যা আপনাকে গোটা দেশটিকে ভালোবাসতে বাধ্য করবে। ভিয়েতনাম জীবন কাছ থেকে দেখতে চলে যান হো চি মিন শহরের জনবহুল বেন থান বাজারে। আর স্থানীয়দের হাসিখুশি স্বভাব করে নেবে আপনাকে একান্ত আপন।
একা মহিলা পর্যটক হিসেবে ভিয়েতনাম আপনাকে দেবে মহাযান বৌদ্ধধর্মের সংস্কৃতিকে জানার এবং বোঝার সুযোগ। বাট নাহ বৌদ্ধ মন্দিরে বা অন্যান্য গুম্ফায় গেলে আপনি পাবেন বৌদ্ধ ধর্মানুসারে জেন বা প্রশান্তির খোঁজ।
৩. আনন্দের দেশ ভুটান
একলা ঘুরতে যাওয়ার জন্যে সাথে আছে বাকেট লিস্ট? নিশ্চই সেই লিস্টে ভুটানের স্থান একদম উপর দিকে। মহিলা নিরাপত্তার দিক থেকে ভুটান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। ভাল করে ঘোরার জন্যে ভুটান যান কোনও ভুটানি উৎসবের সময়, তবে চিন্তার কিছু নেই, প্রায় প্রতি মাসেই হয় কোনও না কোনও উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানান গুম্ফায় এসে জমায়েত করেন এবং প্রথাগত রীতি অনুসারে মুখোশ পরে নাচ গানে মেতে ওঠেন।
বজ্র ড্রাগনের দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ট্রেকিং পথ। দ্রূক পাথ ট্রেক, জমলহারি লায়া গাসা ট্রেক এবং অন্যান্য হাই অলটিটিউড ট্রেকের মাধ্যমে আপনি ভুটান হিমালয়ের নিশ্ছিদ্র নীরব সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
৪. গালওয়ে, এক মনোরম আইরিশ গ্রাম
নিরাপত্তার দিক থেকে আয়ারল্যান্ডের সুখ্যাতি বহুদিনের। সোলো মহিলা পর্যটক হিসেবে পৃথিবীর সুন্দরতম স্থানগুলো দেখতে চাইলে গালওয়ে নামক এই আইরিশ গ্রামটি আপনার জন্যে আদর্শ। আরান দ্বীপপুঞ্জ, মোহের খাত, চারিদিকে ছড়িয়ে থাকা মধ্যযুগীয় প্রাসাদ আর দিগন্তবিস্তৃত ঘন সবুজ প্রকৃতির এহেন মেলবন্ধন আর কোথাও নেই।
আরানের প্রাচীন পাথুরে দেওয়ালগুলো দেখলেই যেন মনের মধ্যে আপনার বিশ্বাস জন্ম নেবে, যে পৃথিবীর এই স্নিগ্ধতম গন্তব্যে আপনাকে দেবে নিরাপদ আশ্রয়।
৫. কিউইর দেশ অকল্যান্ড
রৌদ্রোজ্জ্বল বীচ হোক বা সবুজে ঢাকা মাঠ, মন খুলে উপভোগ করুন নিউজিল্যান্ডের সৌন্দর্য, কেউ আপনাকে এখানে কিচ্ছু মানা করবে না। বিস্ময়ে অভিভূত করা আগ্নেয়গিরিদের চূড়া, হাউরাকি উপকূলের দ্বীপপুঞ্জ, ওয়াইনারী আর ফুড ট্যুর মিলিয়ে সোলো ট্র্যাভেলারদের সময় কাটানোর জন্যে সেরার সেরা অকল্যান্ড।
ঘোড়ায় চড়ার মতন মজা আর কিসে, আবার সমুদ্রতটে ভ্রমণের সুযোগ ও ছাড়া যায় না। কিন্তু অকল্যান্ডেই পারবেন স্নিগ্ধ শান্ত বীচে ঘোড়া ছোটাতে। যাবেন না?
৬. দুবাই, বিলাসবহুল জাঁকজমকপূর্ণ ছুটি কাটাতে
মধ্য প্রাচ্যে একা মহিলা ঘুরতে যাচ্ছে শুনলে লোকজন রে রে করে ছুটে আসে বটে, কিন্তু এই ভুলধারণাগুলো সরিয়ে তাকালে দেখা যায় দুবাই কীভাবে সকল পর্যটকদের আপন করে নেয়। পালম দ্বীপপুঞ্জ, বুর্জ খলিফা, স্বর্ণালী জুমেইরাহ বিচ এবং শহর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য অত্যাধুনিক দ্রষ্টব্য আপনার মন কেড়ে নিতে বাধ্য।
আর আছে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ শপিং। আমরা বুঝি যে দুবাইয়ে মহিলা পর্যটকদের যাওয়ার পিছনে অন্যতম কারণ এখানকার অভাবনীয় শপিং অভিজ্ঞতা উপভোগ করার। দুবাই ও আপনার শখ আহ্লাদের কথা মাথায় রেখেই হয়ে উঠেছে অন্যতম শপিং ডেস্টিনেশন।
৭. হেলসিংকি, আধুনিক ও পুরাতন সংস্কৃতির মেলবন্ধন
সোলো ট্র্যাভেলের মাধ্যমে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে দেখা করতে পারবেন, পারবেন তাদের সংস্কৃতিকে বুঝতে। ফিনল্যান্ডের প্রতিটি মানুষের মধ্যে আছে সকল পর্যটকদের আপন করে নেওয়ার ক্ষমতা। আর এখানকার অত্যন্ত সুস্বাদু খাবার খাওয়ার পরে এই দেশ ছেড়ে আর কোথাও যেতে চাইবেন না। এবং মিডসামার উৎসবের সময় আপনি ফিনিশ গ্রামাঞ্চলে থাকলে হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
হেলসিংকি বেড়াতে গেলে এখানকার স্থানীয় আউটডোর ক্যাফে বা পাবগুলোতে এক কাপ কফি বা এক গ্লাস বিয়ার নিয়ে বসতে ভুলবেন না। নিশ্চই আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে ফিনল্যান্ডের মানুষজনেরা।
৮. ধর্মশালা, যেখানে নীরবতার মধ্যেই সৌন্দর্য
বিগত কয়েকবছরে ধর্মশালা ভারতের গণ্ডি অতিক্রম করে সমগ্র বিশ্বের দরবারে অন্যতম স্বতন্ত্র ডেস্টিনেশন হিসেবে জায়গা করে নিয়েছে। স্থানীয় তিব্বতি সমাজে স্বেচ্ছাসেবক হিসাবে থেকে কাজ করার জন্যে বিভিন্ন এন.জি.ও দেশ বিদেশের মহিলাদের সুযোগ দিয়ে থাকে। ভলোনট্যুরিজমের হাত ধরে তাই সোলো ফিমেল ট্র্যাভেলাররা চলে আসতেই পারেন এখানে।
ধৌলাধার পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ধর্মশালায় ছুটি কাটালে তাই আপনি পাবেন চারিদিকে অসম্ভব মনোরম ভিউ। আর এই ছোট্ট পাহাড়ি শহর জুড়ে ছড়িয়ে আছে একাধিক হাইকিং এবং ট্রেকিংয়ের পথ।
৯. সবুজের শেষ কথা কোস্টারিকা
কোস্টারিকা? হ্যাঁ, কোস্টারিকা। কারণ সমগ্র ল্যাটিন আমেরিকার উত্তাল রাজনৈতিক উত্থানপতনের মধ্যেও কোস্টারিকা স্বীকৃত পৃথিবীর সবথেকে খুশি দেশ হিসেবে এবং মহিলা পর্যটকদের জন্যেও দেশটি অত্যন্ত নিরাপদ। এছাড়াও কোস্টারিকা দেশটি বিখ্যাত ঘন সবুজের প্রাচুর্য এবং রেনফরেস্টগুলোতে জীববৈচিত্রের সমাহারের জন্যে।
প্যাসিফিক সমুদ্রের ফেনিল জল এসে মিশেছে কোস্টা রিকার সমুদ্রতট নিকটবর্তী শান্ত নিঝুম গ্রামগুলোর চরণে। তবে বিশ্রাম নেওয়ার ফাঁকে ফাঁকে মন চাইলে অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন সামুদ্রিক অ্যাডভেঞ্চার স্পোর্টে।