ঋতু পরিবর্তনের সাধারণ নিয়মে বেশ কিছুদিন আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে। চারিদিকে জল, স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিদ্যুতের ঝলক এই সবকিছুর মাঝখানেও মন যেন ছুটে চলে মহাশূন্যের পানে। আর সেখানেই চোখের সামনে ভেসে ওঠে নিজের পছন্দের কিছু জায়গা।
সাধারণত বর্ষার মধ্যে ঘুরতে যাওয়ার জন্য তেমন কোনও ভালো জায়গা সহজে খুঁজে পাওয়া যায় না। তবে এর মধ্যেও জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আসামে বর্ষা প্রবেশ করলে তার সৌন্দর্য যেন নববধূর রূপ নেয়। সেই রূপের ঝলকে চোখ সার্থক করতে আজই বেরিয়ে পরুন আসামের এই জায়গাগুলির সৌন্দর্য আস্বাদন করতে।
রিমঝিম বর্ষায় ঘুরে দেখা আসাম-
৬. তোকলাই টি রিসার্চ সেন্টার- ভারতীয় চায়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।
১০. পদাম পুখুরি- তেজপুরের একটি দ্বীপে অবস্থিত বিখ্যাত কৃত্রিম পুকুর।
১১. হাফলং- আসামে স্কটল্যান্ড নামে পরিচিত এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ভ্রমণকারীর হৃদয় স্পর্শ করে।
১৩. দিমা হাসাও- উত্তর কাছাড় পর্বতমালা নামে পরিচিত এই জায়গাটি বিভিন্ন উপজাতির বসবাস ভূমি।
১৭. সুয়ালকুচি- আসাম এর অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক গ্রাম হল সুয়ালকুচি। এখানে উন্নত মানের রেশন উৎপাদন কেন্দ্র থাকায় এটিকে পূর্বের ম্যানচেস্টার নামে অভিহিত করা হয়। এটি তাঁতিদের গ্রাম হিসেবেও পরিচিত।
১৮. দারাং- হিন্দু মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য বিভিন্ন অবিশ্বাস্যকর ধর্মীয় ও পৌরাণিক কাহিনি ভিত্তিক বহু জায়গা এখানে ছড়িয়ে রয়েছে।
২০. হাইলাকান্দি- আসামের একটি বিখ্যাত জায়গা, যা অর্কিড ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
এছাড়াও আসামে দেখার মত আরও অসংখ্য জায়গা রয়েছে, যার স্নিগ্ধতা আপনার মন ছুঁয়ে যাবে। তাহলে দেরী না করে হাতে কয়েকদিনের সময় নিয়ে ঝটপট ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে।