বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান...

Tripoto
Photo of  বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান... 1/3 by Deya Das
বৃষ্টিমুখর দিনের সৌন্দর্য (ছবি সংগৃহীত)

ঋতু পরিবর্তনের সাধারণ নিয়মে বেশ কিছুদিন আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে। চারিদিকে জল, স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিদ্যুতের ঝলক এই সবকিছুর মাঝখানেও মন যেন ছুটে চলে মহাশূন্যের পানে। আর সেখানেই চোখের সামনে ভেসে ওঠে নিজের পছন্দের কিছু জায়গা।

Photo of  বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান... 2/3 by Deya Das
বৃষ্টি জলের মুগ্ধতায় (ছবি সংগৃহীত)

সাধারণত বর্ষার মধ্যে ঘুরতে যাওয়ার জন্য তেমন কোনও ভালো জায়গা সহজে খুঁজে পাওয়া যায় না। তবে এর মধ্যেও জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আসামে বর্ষা প্রবেশ করলে তার সৌন্দর্য যেন নববধূর রূপ নেয়। সেই রূপের ঝলকে চোখ সার্থক করতে আজই বেরিয়ে পরুন আসামের এই জায়গাগুলির সৌন্দর্য আস্বাদন করতে।

রিমঝিম বর্ষায় ঘুরে দেখা আসাম-

Photo of  বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান... 3/3 by Deya Das
একশৃঙ্গ গণ্ডারের জন্য প্রসিদ্ধ

১. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান- একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।

এক পরম পীঠস্থান (ছবি সংগৃহীত)

Photo of Kaziranga National Park, Kanchanjuri, Assam, India by Deya Das

২. কামাখ্যা মন্দির- সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম একটি পীঠস্থান।

দ্বীপের সৌন্দর্য (ছবি সংগৃহীত)

Photo of Kamrunag Temple, Lake Path, Kamru Nag, Himachal Pradesh, India by Deya Das

৩. মাজুলী দ্বীপ- বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ।

সৌন্দর্যে ভরপুর (ছবি সংগৃহীত)

Photo of Majuli, Assam, India by Deya Das

৪. শিলচর- আসামের অন্যতম মোহময় প্রাকৃতিক সৌন্দর্য সমন্বিত জায়গা।

কাকোচ্যাং জলপ্রপাত (ছবি সংগৃহীত)

Photo of Silchar, Assam, India by Deya Das

৫. কাকোচ্যাং জলপ্রপাত

ছবি সংগৃহীত

Photo of Kakochang Water Falls Carparking Area, Assam, India by Deya Das

৬. তোকলাই টি রিসার্চ সেন্টার- ভারতীয় চায়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।

ছবি সংগৃহীত

Photo of বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান... by Deya Das

৭. উমানন্দ দ্বীপ- পৃথিবীর সবচেয়ে ছোট একটি দ্বীপ।

ছবি সংগৃহীত

Photo of Umananda, Assam, India by Deya Das

৮. গুয়াহাটি প্ল্যানেটোরিয়াম- জ্যোতিষ্ক মণ্ডলী চর্চা এবং বিজ্ঞান চর্চারএক অন্যতম স্থান।

মনোরম প্রাকৃতিক পরিবেশ (ছবি সংগৃহীত)

Photo of Guwahati, Mahatma Gandhi Road, Latasil, Uzan Bazar, Gauhati, Assam, India by Deya Das

৯. তেজপুর- প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক মেলবন্ধনে গড়ে ওঠা এক মত্তমদির জায়গা।

ছবি সংগৃহীত

Photo of Tezpur, Assam, India by Deya Das

১০. পদাম পুখুরি- তেজপুরের একটি দ্বীপে অবস্থিত বিখ্যাত কৃত্রিম পুকুর।

ছবি সংগৃহীত

Photo of বৃষ্টিভেজা মরসুমে আসামের কিছু চিত্তাকর্ষক স্থান... by Deya Das

১১. হাফলং- আসামে স্কটল্যান্ড নামে পরিচিত এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ভ্রমণকারীর হৃদয় স্পর্শ করে।

জলপ্রপাতের সৌন্দর্য (ছবি সংগৃহীত)

Photo of Haflong, Assam, India by Deya Das

১২. পানিমোড় জলপ্রপাত- হাফলং-এর অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত।

Photo of Panimur Waterfalls, National Highway 627, Assam, India by Deya Das

১৩. দিমা হাসাও- উত্তর কাছাড় পর্বতমালা নামে পরিচিত এই জায়গাটি বিভিন্ন উপজাতির বসবাস ভূমি।

সনাতন ঐতিহ্যও রয়েছে (ছবি সংগৃহীত)

Photo of Dima Hasao, Assam, India by Deya Das

১৪. শিবসাগর- শতাব্দী প্রাচীন মানব সভ্যতার একটি আবাসস্থল।

অন্যতম প্রধান আবাসস্থল (ছবি সংগৃহীত)

Photo of Sibsagar, Assam, India by Deya Das

১৫. গোলপাড়া- বিভিন্ন রকম মন্দির এবং তীর্থস্থান রয়েছে।

Photo of Goalpara, Assam, India by Deya Das

১৬. তিনসুকিয়া- প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

Photo of Tinsukia, Assam, India by Deya Das

১৭. সুয়ালকুচি- আসাম এর অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক গ্রাম হল সুয়ালকুচি। এখানে উন্নত মানের রেশন উৎপাদন কেন্দ্র থাকায় এটিকে পূর্বের ম্যানচেস্টার নামে অভিহিত করা হয়। এটি তাঁতিদের গ্রাম হিসেবেও পরিচিত।

Photo of Sualkuchi, Assam, India by Deya Das

১৮. দারাং- হিন্দু মহাকাব্য মহাভারতের উল্লেখযোগ্য বিভিন্ন অবিশ্বাস্যকর ধর্মীয় ও পৌরাণিক কাহিনি ভিত্তিক বহু জায়গা এখানে ছড়িয়ে রয়েছে।

Photo of Darrang, Assam, India by Deya Das

১৯. ডিগবোই- আসামের তৈরি শহর হিসেবে পরিচিত। ভারতের প্রাচীনতম শোধনাগার আবাসনের জন্য বিখ্যাত।

অর্কিড এবং অন্যান্য ফুলের শোভা (ছবি সংগৃহীত)

Photo of Digboi, Assam, India by Deya Das

২০. হাইলাকান্দি- আসামের একটি বিখ্যাত জায়গা, যা অর্কিড ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

এছাড়াও আসামে দেখার মত আরও অসংখ্য জায়গা রয়েছে, যার স্নিগ্ধতা আপনার মন ছুঁয়ে যাবে। তাহলে দেরী না করে হাতে কয়েকদিনের সময় নিয়ে ঝটপট ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যবহার করুন।

Further Reads

Related to this article
Places to Visit in Assam,Places to Stay in Assam,Things to Do in Assam,Assam Travel Guide,Things to Do in India,Places to Stay in India,Places to Visit in India,India Travel Guide,Weekend Getaways from Kamru nag,Places to Stay in Kamru nag,Places to Visit in Kamru nag,Things to Do in Kamru nag,Kamru nag Travel Guide,Weekend Getaways from Mandi,Places to Visit in Mandi,Places to Stay in Mandi,Things to Do in Mandi,Mandi Travel Guide,Places to Visit in Himachal pradesh,Places to Stay in Himachal pradesh,Things to Do in Himachal pradesh,Himachal pradesh Travel Guide,Weekend Getaways from Majuli,Places to Stay in Majuli,Places to Visit in Majuli,Things to Do in Majuli,Majuli Travel Guide,Weekend Getaways from Jorhat,Places to Visit in Jorhat,Places to Stay in Jorhat,Things to Do in Jorhat,Jorhat Travel Guide,Weekend Getaways from Silchar,Places to Visit in Silchar,Places to Stay in Silchar,Things to Do in Silchar,Silchar Travel Guide,Weekend Getaways from Karbi anglong,Places to Visit in Karbi anglong,Things to Do in Karbi anglong,Karbi anglong Travel Guide,Weekend Getaways from Umananda,Things to Do in Umananda,Umananda Travel Guide,Weekend Getaways from Tezpur,Places to Visit in Tezpur,Places to Stay in Tezpur,Things to Do in Tezpur,Tezpur Travel Guide,Weekend Getaways from Haflong,Places to Stay in Haflong,Places to Visit in Haflong,Things to Do in Haflong,Haflong Travel Guide,Weekend Getaways from Sivasagar,Places to Stay in Sivasagar,Places to Visit in Sivasagar,Things to Do in Sivasagar,Sivasagar Travel Guide,Weekend Getaways from Tinsukia,Places to Visit in Tinsukia,Places to Stay in Tinsukia,Things to Do in Tinsukia,Tinsukia Travel Guide,Weekend Getaways from Kamrup,Places to Stay in Kamrup,Places to Visit in Kamrup,Things to Do in Kamrup,Kamrup Travel Guide,Weekend Getaways from Digboi,Places to Visit in Digboi,Digboi Travel Guide,Things to Do in Digboi,