বর্তমানে এই ৫টি দেশে কিন্তু মাস্ক ছাড়াই ভ্রমণ করা সম্ভব...

Tripoto
Photo of বর্তমানে এই ৫টি দেশে কিন্তু মাস্ক ছাড়াই ভ্রমণ করা সম্ভব... 1/1 by Surjatapa Adak

বিশ্বে প্রায় বেশিরভাগ দেশই বর্তমানে কোভিড -১৯ এর কবলে বদ্ধ, তবে কিছু কিছু দেশ এই মহামারীর করাল ছায়া থেকে মুক্ত হতে পেরেছে । তাই এই দেশগুলিতে বিনা মাস্কে ভ্রমণ করা সম্ভবপর হয়েছে। করোনা মুক্ত এই সব দেশগুলি সম্পর্কে জানতে চান? তাহলে আর দেরি না করে ব্লগটা পড়ে ফেলুন।

১. ইসরায়েল -

ছবি সংগৃহীত

Photo of Israel by Surjatapa Adak

ইসরায়েল হল বিশ্বের সর্বপ্রথম কোভিড -১৯ মুক্ত দেশ । যদিও এখনও পর্যন্ত এই দেশের ৭০% মানুষের টিকাকরণ হয়েছে, তবে ইসরায়েল সরকার কর্তৃপক্ষ নাগরিকদের বিনা মাস্কে ভ্রমণ করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও নাগরিকদের মহামারী পূর্ববর্তী জীবনযাপন করার কথাও ঘোষণা করেছেন ।

২. ভুটান-

ভুটানের মানুষের সচেতনতাই এক্ষেত্রে প্রধান অস্ত্র (ছবি সংগৃহীত)

Photo of Bhutan by Surjatapa Adak

ভুটান দেশ মনে করে, টিকাকরণের ফলেই করোনা মুক্ত হওয়া সম্ভব । তাই মাত্র ২সপ্তাহের মধ্যেই দেশের প্রায় ৯০% প্রাপ্তবয়স্ক মানুষের টিকাকরণ হয়েছে। সেই কারণেই এই দেশের সীমান্ত অঞ্চলে ভারত এবং চিন থাকলেও, ভুটানে মহামারী তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি । এছাড়াও ভুটান এই মহামারী প্রসঙ্গে প্রথম থেকেই সচেতনতা অবলম্বন করেছে ।

৩. ইউনাইটেড স্টেট অফ আমেরিকা (USA)-

ছবি সংগৃহীত

Photo of America by Surjatapa Adak

আমেরিকার যে সমস্ত অঞ্চলের মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে, সেই সমস্ত নাগরিকদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। আমেরিকার দ্য সেন্টার অফ ডিসিজ কন্ট্রোল এন্ড প্রিভেন্টেশন (CDC) মাস্ক গাইডেন্স সম্পর্কে একটি খসড়া দ্বারা ঘোষণা করেছেন "Americans who are completely vaccinated against the coronavirus no longer need to wear a mask outside when walking/ driving /biking alone, or while small gatherings."

৪. নিউজিল্যান্ড -

ছবি সংগৃহীত

Photo of New Zealand by Surjatapa Adak

এই দেশটিও সুষ্ঠভাবে মহামারী পরিস্থিতিকে সামলেছে। সেই কারণে নিউজিল্যান্ড-এর প্রধানমন্ত্রী জ্যাক ডেভিস আর্ডেন অবশ্যই ধন্যবাদের যোগ্য। এই মহামারীর ফলে এই দেশে মাত্র ২৬ জন মানুষের মৃত্যু হয়েছে। তবে সরকারী কর্তৃপক্ষের তৎপরতা এবং সচেতনতার কারণে নিউজিল্যান্ড আজ করোনা মুক্ত দেশ হিসেবে পরিচিত। এছাড়াও নাগরিকদের মাস্ক ছাড়া ভ্রমণের অনুমতি দিয়েছেন নিউজিল্যান্ড সরকার ।

৫. চিন -

ছবি সংগৃহীত

Photo of China by Surjatapa Adak

বিশ্বের যে দেশটি থেকে করোনা মহামারীর উৎপত্তি, সেই দেশ বর্তমানে মাস্ক-ফ্রি হতে চলেছে। চিনে প্রায় সব মানুষেরই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। প্রথম দিকে, মহামারীর কারণে চিন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে এখন ভ্রমণের জন্য চিন বিশ্বের কাছে তাদের প্রবেশদ্বার খুলে দিয়েছে। এখন পর্যটকরা নির্দ্বিধায় চিনে ভ্রমণ করে আসতে পারেন।

করোনা মহামারী সমগ্র বিশ্ব জুড়ে ভয়ংকর রূপে দেখালেও এই দেশগুলি প্রমাণ করে দিয়েছে যে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোনও কিছুই চিরস্থায়ী হতে পারে না, তাই এই রোগকে ও সম্পূর্ণরূপে নির্মূল করা অবশ্যই সম্ভব।

নিজের বেড়ানোর অভিজ্ঞতা ট্রিপোটোর সঙ্গে ভাগ করে নিন আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য পর্যটকদের অনুপ্রাণিত করুন।

বিনামূল্যে বেড়াতে যেতে চান? ক্রেডিট জমা করুন আর ট্রিপোটোর হোটেল স্টে আর ভেকেশন প্যাকেজে সেগুলো ব্যাবহার করুন

(এটি একটি অনুবাদকৃত আর্টিকেল। আসল আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন!)

Further Reads