মিজোরামের সাথে ভিয়েতনামের মিল I The Missing Link between Mizoram & Vietnam

Tripoto

মিজোরামের সাথে ভিয়েতনামের মিল

(Please Translate If Required, the video is in English though)

কোথায় মিজোরাম আর কোথায় ভিয়েতনাম এই যদি ভাবেন তাহলে বলবো ঠিক-ই ভৌগোলিক ব্যবধান এদের মধ্যে অনেকটাই তবে দুজায়গার-ই লোকজন কিন্তু facial features-এর দিক থেকে Mongoloid. নিদারুন মিল আছে এখানকার ভাষা, খাদ্যাভ্যাস ও রীতিনীতি-তে l যদিও Vietnam is a Buddhist country এবং ভারতের অন্তর্গত Mizoram এক - Christian majority state.

Let's have a look into the overwhelming similarities;

এক- ভিয়েতনামের মতোই এখানকার প্রায় সমস্ত street shopkeepers বা sellers হলেন মহিলা l

দুই- IndoBurmese border-এ অবস্থিত Zokhawthar-এর বাজারে আমি লোকজনকে চোঙ্গাকার টুপি পরিহিত অবস্থায় দেখেছি যদিও টুপির material আলাদা l মিজোরামে চাটাই জাতীয় কিছু দিয়ে টুপিটি বানানো এবং ভিয়েতনামে তা বানানো সরু মাদুরকাঠির মতো দেখতে একধরণের বাঁশকাঠি দিয়ে l

তিন- ভিয়েতনামের মতোই মিজোরামে more than words গুরুত্ব দেওয়া হয় pronunciation বা উচ্চারণকে কারণ একই শব্দের নানা অর্থ হয় উচ্চারণের তফাতে - কোথাও উ স্বরকে বেশী টেনে বা কোথাও ই স্বরকে হালকা টেনে উচ্চারণের মাধ্যমে l

চার- Vietnam-এর মতো Mizoram-ও লোকজন সকাল ৯/১০ টার মধ্যে ভারী খাবার খেয়ে নেন খানিকটা brunch-এর মতো (breakfast cum lunch) যাতে থাকে ভাত, সবজি ও বেশ খানিক পরিমাণে মাংস (chicken, pork, beef etc.), ভিয়েতনামে অনেকে ভাতের বদলে খান ricenoodles কিন্তু বাকি জিনিসগুলো এক-ই থাকে l

Mizo food without oil & spice

Photo of মিজোরামের সাথে ভিয়েতনামের মিল I The Missing Link between Mizoram & Vietnam by sumiTRAVELogs

A female vendor in the market of Zokhawthar

Photo of মিজোরামের সাথে ভিয়েতনামের মিল I The Missing Link between Mizoram & Vietnam by sumiTRAVELogs

One of the female vegetable vendors wearing Vietnamese style hat in the market of Zokhawthar near Champhai, Mizoram

Photo of মিজোরামের সাথে ভিয়েতনামের মিল I The Missing Link between Mizoram & Vietnam by sumiTRAVELogs

পাঁচ- দুজায়গাতেই আছে community kitchen যেখানে অনেক লোক এমনকি অপিরিচিতরাও এক table-এ বসে খাবার খান এবং দুজায়গাতেই খাবার প্রায় সেদ্ধ- স্বল্প তেলে, স্বল্প নুনে ও প্রায় মশলাবিহীনভাবে রান্না করা l যদিও ভিয়েতনামে chopsticks দিয়ে খাওয়া হয় এবং মিজোরামে চামচ দিয়ে l

মিজোরাম থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবার রাস্তা তৈরীর কাজ চলছে জোরকদমে যদিও তা বারবার হোঁচট খাচ্ছে Myanmar-এর civilwar পরিস্থিতির জন্য l Map দেখলে বোঝা যায় এই রাস্তাকে Thailand থেকে Vietnam অবধি টেনে দেওয়া খুব একটা কঠিন কাজ নয় আর কে বলতে পারে কোনো একসময়ে এইপথেই একদল মানুষ ওদেশ থেকে ধীরে ধীরে এদেশের পথে এসেছিলো কিনা কারণ মঙ্গোলরা একসময়ে Vietnam তথা Myanmar-এও invade করেছিল যদিও Northeastindia-র প্রকৃত ইতিহাস আজ-ও আমাদের কাছে অনেকাংশেই অজানা l

Further Reads